ক্রিকেট বিশ্বের অন্যতম বড় নাম হলো রোহিত শর্মা (Rohit Sharma), ভারতীয় দলে অধিনায়ক রোহিত শর্মা বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলকে বেশ দারুন ভাবে নেতৃত্ব দিয়েছিলেন। ব্যাট হাতে টপ অর্ডারে বেশ আক্রমণাত্মক ব্যাটিং করেছেন রোহিত। প্রথম বল থেকেই বোলারদের দমিয়ে রাখার চেষ্টা করেছেন হিটম্যান। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেগা ফাইনাল হারার পর রোহিতকে হয়তো আর দেখা যাবে না সাদা বলের ফরম্যাটে। কিছু সূত্রের খবর অনুযায়ী, কেবলমাত্র লাল বলের ক্রিকেটকেই এখন নিশানা বানাতে চান রোহিত। রোহিতের পর একজন ওপেনারকে প্রয়োজন হবে ভারতের। আর রোহিত অবসর নিলে তার জায়গা নেবেন তার চেলা।
আরও পড়ুন- এবার বোলিং কোচের ভূমিকায় নীরজ চোপড়া, গতি বাড়ানোর টিপস দিলেন জসপ্রীত বুমরাহ’কে !!
রোহিতের চেলা তুলবেন ঝড়

প্রসঙ্গত রোহিত একজন ওপেনার , ওডিআই ক্রিকেটে তাকে প্রতিস্থাপন করার প্রয়োজন। তাকে প্রতিস্থাপন করতে প্রয়োজন একজন ওপেনারের। ভারতীয় দলের হয়ে ওডিআই ক্রিকেটে আগামী দিনে ওপেনার হিসাবে সবথেকে এগিয়ে রয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) চেলা ঈশান কিষানের (Ishan Kishan)। ভারতীয় দলের এই তরুণ প্লেয়ার তার নিজের জায়গা স্কোয়াডে ইতিমধ্যেই বানিয়ে ফেলেছে তবে তিনি রোহিতের কারণে ওপেনিং করার সুযোগ পাননা। ওডিআই ক্রিকেটে ওপেনার হিসানে ঈশান বেশ ভালো ব্যাটিং করে থাকেন। বাংলাদেশের বিরুদ্ধে তিনি দ্বিশতরান ও হাঁকিয়েছিলেন।
ওপেনার হিসাবে বিধ্বংসী ব্যাটিং করেন ঈশান কিষান

ওডিআই ক্রিকেটে মোট ২৪ ম্যাচ খেলেছেন ঈশান, ৪২.৪১ গড় ও ১০২.১৯ স্ট্রাইক রেটে বানিয়েছেন ৯৩৩ রান। তবে ওপেনার হিসাবে তার পারফরম্যান্স অনন্য, রোহিতের অনুপস্থিতিতে মোট ৯ ম্যাচ ওপেনিং পজিশনে খেলেছেন ঈশান। ৬১.৮৮ গড়ে ও ১২১.৯২ স্ট্রাইক রেটে ৪৯৫ রান করেছেন। ৩ বার অর্ধশতরান ও ১ বার শতরান হাঁকিয়েছেন ঈশান। ক্যারিয়ারে যে একটি শতরান হাঁকিয়েছেন সেটিতেই তিনি ২১০ রানের ইনিংসটি খেলেছিলেন। শুধু ভারতীয় দলের হয়ে নয়, মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও ওপেনিং করে থাকেন ঈশান, রোহিতের মতন তিনিও বড় বড় শট খেলে পাওয়ার প্লেতে বোলারদের চাপে ফেলতে পারে।