ঈশান কিষানের সাথে ছেলেখেলা করছে BCCI, হাতে ধরিয়ে দিয়েছে ‘মতিচুর কা লাড্ডু’ !! 1

Ishan Kishan: লর্ডস টেস্টে আঙুলে চোট পাওয়ার পর ভারতীয় দলের তারকা উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ (Rishabh Pant) তাঁর পায়ে চোট পেয়েছেন। ভারত ও ইংল্যান্ডের মধ্যে চলমান চতুর্থ টেস্টে ভারতীয় দলের প্রদর্শন খুব একটা ভালো নয়। টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে টিম ইন্ডিয়া ৩৫৮ রান বানিয়েছিল। যার জবাবে ইংল্যান্ড মাত্র ৪৬ ওভারেই ২ উইকেটে ২২৫ রান বানিয়ে ফেলেছে। ইংল্যান্ড দলের এই আগ্রাসী ব্যাটিং ইংল্যান্ডকে বেশ ভালো স্থিতিতে পৌঁছে গিয়েছে।

চোটের কারণে পঞ্চম টেস্ট থেকে বাদ পন্থ

Rishabh pant
Rishabh Pant | Image: Twitter

টেস্টে ইংল্যান্ড এগিয়ে থাকার সাথে সাথে ভারতীয় দলের উপর বড় চাপ তৈরি করেছে। বিসিসিআই সূত্রের খবর, ভারতীয় দলের তারকা উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ (Rishabh Pant) চোট পাওয়ার কারণে শেষ ম্যাচটি খেলতে পারবেন না। পাশাপশি, তাকে ছয় সপ্তাহের জন্য বিশ্রামে থাকার অনুমতি দিয়েছে বিসিইসিআইয়ের মেডিকেল টিম। ঋষভ পন্থকে শেষ টেস্টে না দেখা গেলেও তাঁর সমতুল্য এক খেলোয়াড়কে এই টেস্টে দেখতে পাওয়া যাওয়ার এক সম্ভাবনা ছিল।

Read More: ডি ভিলিয়ার্সের সেরা একাদশে দুই ভারতীয়, জায়গা হলো না শচীন তেন্ডুলকরের !!

পন্থের মতনই আগ্রাসী স্টাইলে ব্যাটিং করেন ঈশান কিষান (Ishan Kishan)। বিসিসিআইয়ের কথা অমান্য করায় বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছিলেন ঈশান। তবে, বিসিসিআই আবার ঈশানকে বার্ষিক চুক্তিতে ফিরিয়ে এনেছেন। ইংল্যান্ড সিরিজে আবার প্রত্যাবর্তনের সুযোগ ছিল ঈশান কিষানের। পন্থ ছিটকে যেতেই ঈশান ভারতীয় দলে যোগদান করার খুবই কাছাকাছি ছিলেন। তবে, শেষ ম্যাচে ভারতীয় দলের সঙ্গে যুক্ত হচ্ছেন না ঈশান কিষান।

ঈশান কিষানকে দলে নিচ্ছে না BCCI

Ishan kishan
Ishan Kishan | Image: Twitter

পন্থের চোট যথেষ্ট গুরুতর। বৃহস্পতিবার ব্যাট করলেও উইকেট রক্ষা করতে দেখা গিয়েছে ধ্রুব জুড়েলকে (Dhruv Jurel)। ব্যাট হাতে অর্ধশতরান হাঁকিয়েছিলেন পন্থ। বিসিসিআই জানিয়ে দিয়েছিল প্রয়োজন পড়লে ব্যাটিং করবেন পন্থ আর প্রথম ইনিংসে তাকে ব্যাটিং করতে দেখতে পাওয়া গিয়েছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে পন্থের খেলার কোনও সম্ভাবনা নেই। তাই পরিবর্ত ক্রিকেটার পাঠাতে হচ্ছে বিসিসিআইকে।

প্রথমে ঈশানের কথা ভাবা হলেও, তিনি কিছু দিন আগে চোট পেয়েছেন বলেই বিসিসিআইকে জানিয়ে দিয়েছেন। যে কারণে, সুযোগ আসলেও ঈশানের পক্ষে ভারতীয় দলে কামব্যাক করা সম্ভব হসাচ্ছে না। তিনি আরও জানিয়েছেন যে, ফিট হতে কিছু দিন সময় লাগবে তাঁর। এই পরিস্থিতিতে দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে তামিলনাড়ুর নারায়ণ জগদীশনকে ইংল্যান্ডে পাঠানোর কথা ভাবছে বিসিসিআই।

Read Also: Ishan Kishan: ৪,৪,৪,৬,৬,৬..ঈশান কিষাণের পর কাউন্টি ক্রিকেটে অভিষেক করে ব্যাট হাতে জ্বলে উঠলেন তিলক বর্মা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *