BCCI'এর মুখের ওপর না বললেন ঈশান কিষাণ, পান্থের পরিবর্তে চলতি টেস্টে ভারতীয় দলে যোগ দেবেন না এই তারকা !! 1

বিদেশের মাটিতে প্রথমবারের মতো শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে টেস্ট সিরিজে মাঠে নামেছে ভারতীয় দল। চলতি সিরিজে ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে লড়াই চালিয়েও বর্তমানে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে ব্লু ব্রিগেডরা। ম্যাঞ্চেস্টারে গত বুধবার থেকে এই সিরিজের চতুর্থ গুরুত্বপূর্ণ মহারণে মুখোমুখি হয়েছে দুই দল। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে থেকেই ভারতীয় দলের চোট সমস্যা গৌতম গম্ভীরের (Gautam Gambhir) মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ইতিমধ্যেই চোটের কারণে নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) এবং আর্শদীপ সিং (Arshdeep Singh) চলতি সিরিজ থেকে ছিটকে গেছেন। এবার চতুর্থ ম্যাচ চলাকালীন চোট পেয়ে ঋষভ পান্থ দলের চিন্তা বাড়িয়েছেন। এর মধ্যেই ঈশান কিষাণকে (Ishan Kishan) বিসিসিআই (BCCI) দলে আনার চেষ্টা করলেও এই তারকা ব্যাটসম্যান এবার প্রস্তাব ফিরিয়ে দিলেন‌।

Read More: IND vs ENG 4th Test: রেকর্ড রুটের, ম্যাঞ্চেস্টার টেস্টের তৃতীয় দিনেও ব্যাকফুটেই থাকতে হলো টিম ইন্ডিয়াকে !!

চোটের কবলে ঋষভ পান্থ-

BCCI'এর মুখের ওপর না বললেন ঈশান কিষাণ, পান্থের পরিবর্তে চলতি টেস্টে ভারতীয় দলে যোগ দেবেন না এই তারকা !! 2
Rishabh Pant | Images: Getty Images

ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম থেকেই ব্যাট হাতে ভারতীয় দলকে ভরসা দিচ্ছেন ঋষভ পান্থ (Rishabh Pant)। তিনি এখনও পর্যন্ত ৪ ম্যাচে সংগ্রহ করেছেন ৪৭৯ রান। কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ ম্যাচে ব্যাটিং করার সময় পায়ে গুরুতর চোট পেয়েছেন এই তারকা ব্যাটসম্যান। ম্যাচের প্রথম দিনে প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ সময় দলের হয়ে হাল ধরেন পান্থ (Rishabh Pant)। তিনি যখন ব্যাট হাতে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সেই সময় পায়ে গুরুতর চোট পান।

ইংলিশ তারকা ক্রিস ওকসের (Chris Woakes) করা একটি বল রিভার্স-সুইপ মারতে গিয়ে মিস করেছিলেন এই তারকা ব্যাটসম্যান। ফলে বলটি সরাসরি ভারতীয় টেস্ট সহ অধিনায়কের ডান পায়ে এসে আঘাত করে। প্রায় যন্ত্রণায় কাতরাতে থাকেন ঋষভ পান্থ‌ (Rishabh Pant)। তার পা থেকে রক্ত ঝরতে দেখা যায়। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তবে দ্বিতীয় দিন ভাঙা পা নিয়ে মাঠে নেমে অর্ধশতরান করে চমক দিয়েছেন ঋষভ পান্থ (Rishabh Pant)। কিন্তু তার চোট এতটাই গুরুতর যে পঞ্চম ম্যাচে ভারতীয় দলের হয়ে আর মাঠে নামতে পারবেন না বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। চিকিৎসক দল বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছে।

প্রস্তাব ফেরালেন ঈশান কিষাণ-

BCCI'এর মুখের ওপর না বললেন ঈশান কিষাণ, পান্থের পরিবর্তে চলতি টেস্টে ভারতীয় দলে যোগ দেবেন না এই তারকা !! 3
Ishan Kishan | Images: Getty Images

ঋষভ পান্থ (Rishabh Pant) গুরুতর চোট পাওয়ার পর বর্তমানে ভারতীয় দলের হয়ে ধ্রুব জুরেল (Dhruv Jurel) উইকেটকিপার হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে পঞ্চম টেস্টের জন্য ঋষভ পান্থের (Rishabh Pant) বদলে একজন উপযুক্ত পরিবর্তন ক্রিকেটারকে ভারতীয় টেস্ট দলে আনতে চাইছেন নির্বাচকরা। ইতিমধ্যেই তারা ঈশান কিষাণের (Ishan Kishan) সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। কিন্তু ভারতীয় এই তরুণ ব্যাটসম্যান প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন বলে খবর সামনে এসেছে। সূত্র অনুযায়ী চোটের কারণেই এরকম সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিসিসিআইয়ের (BCCI) একটি সূত্র সংবাদমাধ্যমকে জানান, “ঈশান কিষাণ (Ishan Kishan) ইংল্যান্ড ভ্রমণের জন্য উপলব্ধ নন। গোড়ালিতে চোট পাওয়ায় তিনি পুরোপুরি হিট নন এখন। নির্বাচকরা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন কিন্তু ঈশান কিষাণ (Ishan Kishan) খেলতে পারবেন না বলে স্পষ্ট জানানো হয়েছে।” উল্লেখ্য সম্প্রতি তিনি ইংল্যান্ড সফরে ভারতীয় ‘এ’ দলের সদস্য ছিলেন। তারপর কাউন্টি ক্রিকেটেও এই তারকা ব্যাটসম্যানকে মাঠে নামতে দেখা গেছে। এখনও পর্যন্ত ভারতের হয়ে মাত্র দুটি টেস্ট ম্যাচে অংশগ্রহণ করেছেন ঈশান কিষাণ (Ishan Kishan)।

Read Also: ‘৬,৬,৬,৬,৬..’, রোহিত-বিরাট স্বপ্নেও যা পারেননি, টি২০’তে ডবল সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন ২৫০ কেজির এই তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *