অধিনায়ক ঈশান কিষাণ, বিরাট ও শর্মা জি'কে রেখেই প্রকাশিত হল দল !! 1

রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) আন্তর্জাতিক ক্রিকেটে শুধুমাত্র ওডিআই ফরম্যাটে খেলা চালিয়ে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার (India vs Australia ODI Series) সফরে তাদের এই ফরম্যাটে আবারও জ্বলে উঠতে দেখা গিয়েছিল। আসন্ন দক্ষিণ আফ্রিকার (India vs South Africa ODI Series) বিপক্ষে ঘরের মাঠে এই জুটি জ্বলে উঠবেন বলে ভক্তরা মনে করছেন। তবে এর মধ্যেই বিসিসিআই (BCCI) স্পষ্ট করে দিয়েছে যে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ওডিআই দলে টিকে থাকতে হলে তাদের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অংশগ্রহণ করতে হবে। এবার প্রোটিয়াদের বিপক্ষে ব্লু ব্রিগেডদের ওডিআই সিরিজের আগে নেতৃত্বের দায়িত্ব পেলেন ঈশান কিষাণ (Ishan Kishan)।

Read More: IPL’এর আগেই বদলে গেল মুম্বাইয়ের ক্যাপ্টেন, হার্দিক নয় সূর্যকুমার পেলেন দায়িত্ব !!

নেতৃত্বের দায়িত্বে ঈশান কিষাণ-

অধিনায়ক ঈশান কিষাণ, বিরাট ও শর্মা জি'কে রেখেই প্রকাশিত হল দল !! 2
Ishan Kishan | Image: Getty Images

দক্ষিণ আফ্রিকার ‘এ’ দলের বিপক্ষে সাম্প্রতিক সময় ওডিআই সিরিজে মাঠে নেমেছিলেন ঈশান কিষাণ। তিনি দীর্ঘদিন ধরে আবার‌ও জাতীয় দলে কামব্যাক করার জন্য চেষ্টা চালাচ্ছেন। এর পাশাপাশি আইপিএল (IPL) থেকে নিজের পরিচয় তৈরি করে বর্তমানে অন্যতম টি-টোয়েন্টি স্পেশালিস্ট ব্যাটসম্যান হয়ে উঠেছেন তিনি। এবার আসন্ন সৈয়দ মুশতাক আলী ট্রফিতে (Syad Mushtaq Ali Trophy) ঝাড়খণ্ডের হয়ে নেতৃত্ব দেবেন এই জনপ্রিয় তারকা।

২৬ নভেম্বর থেকে এই জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ শুরু হতে চলেছে। ঝাড়খণ্ডের হয়ে সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন কুমার কুশাগ্ৰ (Kumar Kushagra)। এই ধরনের ক্রিকেটার আইপিএলে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে অংশগ্রহণ করেছেন। ঈশান কিষাণের মতো অভিজ্ঞ ক্রিকেটার অধিনায়ক হিসেবে ঝাড়খণ্ডকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

জাতীয় দলে পাচ্ছেন না সুযোগ-

অধিনায়ক ঈশান কিষাণ, বিরাট ও শর্মা জি'কে রেখেই প্রকাশিত হল দল !! 3
Ishan Kishan | Image: Getty Images

আইপিএলের (IPL 2025) অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) থেকে নিজের পরিচয় তৈরি করেন ঈশান কিষাণ (Ishan Kishan)। তবে এই দলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক সম্প্রতি তার বিচ্ছিন্ন হয়েছে। এই বছর সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) হয়ে মাঠে নেমেছিলেন তিনি। প্রথম ম্যাচে দুরন্ত শতরান করে ভক্তদের মন জয় করে নেন। তবে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে রয়েছেন এই তারকা। শেষবার ঈশান কিষাণ (Ishan Kishan) ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দেশের জার্সিতে মাঠে নেমেছিলেন।

উল্লেখ্য এই জনপ্রিয় ব্যাটসম্যানের ২৭ টি ওডিআই ম্যাচে রয়েছে ৯৩৩ রান। এর সঙ্গেই ৩২ টি টি-টোয়েন্টি ম্যাচে তার ঝুলিতে ৭৯৬ রান এসেছে।

ঝাড়খণ্ডের প্রকাশিত দল-

ঈশান কিষাণ (অধিনায়ক, উইকেটকিপার), উৎকর্ষ সিং, বিরাট সিং, কুমার কুশাগ্ৰ (উইকেটকিপার), রবিন মিঞ্জ (উইকেটকিপার), অনুকূল রায়, পঙ্কজ কুমার, বালা কৃষ্ণ, এমডি কাউনাইন কোরেশী, শুভ শর্মা, অমিত কুমার, মনীশি, সুশান্ত মিশ্র, বিকাশ সিং, সৌরভ শেখর, রাজনদীপ সিং

Read Also: মাথায় বাজ পড়ল টিম ইন্ডিয়ার, ছয় মাসের জন্য সমস্ত ক্রিকেট থেকে বাদ শুভমান গিল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *