গাড়ি দুর্ঘটনায় গ্রেফতার ঈশান কিষাণ, সারা রাত কাটাতে হল জেলে !! 1

ভারতীয় দলের ক্রিকেট তারকা ঈশান কিষান (Ishan Kishan) গত এক বছর ধরে বারবার সমস্যার মুখোমুখি হচ্ছেন। সম্প্রতি ভারতীয় এ দলের হয়ে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে খেলার সুযোগ পেয়েছিলেন ঈশান। যদিও অজি আক্রমণের সামনে টিকতে পারেনি ‘ভারতীয় এ’ দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান ঈশান কিষানও। চলতি বছরের মার্চ মাসে ভারতীয় দলের প্রতিভাবান খেলোয়াড় ঈশান কিষানকে বিসিসিআইয়ের নিয়ম না মানতেই জন্য তাকে কেন্দ্রীয় চুক্তি থেকে মুক্তি দেওয়া হয়। ঈশান পরে আবার ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন এবং দলের হয়ে রানও বানিয়েছেন। তবে সদ্য তাকে নিয়ে একটি খবর প্রকাশ্যে এসেছে।

গাড়ি দুর্ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছেন ঈশান

ipl-2025-ishan-kishan-to-join-gt
Ishan Kishan | Image: Getty Images

ঈশান কিষানকে (Ishan Kishan) নিয়ে একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঈশান একটি গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। জানা গিয়েছে, একটি অটোর সঙ্গে প্রাক্তন ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক ঈশান কিষানের গাড়ির সংঘর্ষে চারজন আহত হয়েছেন। বিক্ষুব্ধ জনতা ঈশানকে নাকি বেধড়ক মারধরও করেছে। পরে পুলিশ ঈশানকে থানায় তুলে নিয়ে গিয়ে ছেড়ে দেয়।

Read More: শেষমুহূর্তে কপাল খুললো চেতেশ্বর পূজারার, ভারত-অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগেই নিলেন এন্ট্রি !!

তবে ঈশান নাকি তার বাবা গাড়ি চালাচ্ছিলেন তা এখনও স্পষ্ট জানা যায়নি। মঙ্গলবার সন্ধ্যায় কাঁকরবাগ অটো স্ট্যান্ডের কাছে দিয়ে যাচ্ছিলেন ঈশান কিষাণরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঈশানের গাড়িটি উচ্চ গতিতে ছিল এবং মোড়ের কাছে সামনে থেকে আসা একটি অটোর সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আহতদের মধ্যে অটোচালক ও এক নারীও রয়েছেন। এর পরেই উপস্থিত জনতারা তাকে মারধর করেন এবং তার কাপড় ছিঁড়ে ফেলে দেয়।

থানায় আটকে রাখা হয় ঈশানকে

Ishan Kishan
Ishan Kishan | Image: Getty Images

জানা গিয়েছে, ঈশান কিষানকে উদ্ধার করে পুলিশ কতৃপক্ষ এবং তাকে ও তার বাবাকে থানায় তুলে নিয়ে যাওয়া হয়। ভুক্তভোগীদের লিখিত আবেদনের পর পুলিশ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। ঈশানকে প্রায় ঘন্টা তিনেক কাঁকরবাগ থানায় আটকে রেখে দেওয়া হয়েছিল। রাত ৮ টায় দুজনকেই ছেড়ে দেওয়া হয়। ঈশান থানায় যাওয়ার খবর পেয়ে সেখানে ভিড় জমান গণমাধ্যমকর্মীরা। তবে ক্যামেরার সামনে আসতেই চাননি ঈশান এবং পরে পরিস্থিতি বুঝে থানার নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়। ঈশানকে কিছুদিন আগেই মুম্বই ইন্ডিয়ান্সের রিটেনশন প্লেয়ারদের তালিকা থেকে মুক্ত করা হয়েছে। আপতত ঈশানকে আগামী ২৪ তারিখ নিলামের মঞ্চে দেখতে পাওয়া যাবে।

Read Also: Ishan Kishan: ঈশান কিষানের উপর সদয় হল শাহরুখ খান, কেকেআর দলে দিচ্ছেন এন্ট্রি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *