নাগপুরে আজ নিউজিল্যান্ডের (IND vs NZ T20 Match) বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছে ভারতীয় দল। বিশ্বকাপের আগে এই সিরিজ খুবই গুরুত্বের সঙ্গে দেখছেন প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তিনি একাদশে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটিয়ে রীতিমতো চমক দিয়েছেন। একাদশে ফিরেছেন ঈশান কিষাণ (Ishan Kishan), রিঙ্কু সিং (Rinku Singh)’এর মতো তারকা ব্যাটসম্যান। সাম্প্রতিক সময় ঘরোয়া ক্রিকেটে বিধ্বংসী ফর্মে ছিলেন ঈশান। তার ওপর দল অনেকটাই ভরসা করছিল। কিন্তু আজ কিউইদের বিপক্ষে দীর্ঘদিন পর দেশের জার্সিতে মাঠে নেমে রীতিমতো হতাশ করলেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছেন।
Read More: RCB’এর মালিক হচ্ছেন কোহলি পত্নি অনুষ্কা-রনবীর, IPL’এর আগেই বড় পরিবর্তন !!
ব্যর্থ ঈশান কিষাণ-

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টসে হারের সম্মুখীন হন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। বোলিং’এর সিদ্ধান্ত বেছে নেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার (Mitchell Santner)। প্রথম ইনিংসে আজ ব্লু ব্রিগেডদের হয়ে ওপেনিং করতে নেমেছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং অভিষেক শর্মা (Abhishek Sharma)। দ্বিতীয় ওভারেই ৭ বলে ১০ রান সংগ্রহ করে মাঠ ছাড়েন সঞ্জু। এরপর ঈশান কিষাণ ৩ নম্বরে ব্যাট করতে আসেন। তিনি আজ বড়ো ইনিংস খেলে দুরন্ত কামব্যাককে স্মরণীয় করবে রাখবেন বলেই ভক্তরা মনে করছিলেন।
সাম্প্রতিক সময় সৈয়দ মুশতাক আলী ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন এই তারকা। তিনি ১০ ম্যাচে ৫১৭ রান সংগ্রহ করে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন। কিন্তু আজ জাতীয় দলের জার্সিতে ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ হন। ২ বছর পর জাতীয় দলে ফিরে প্রথম বলেই দুরন্ত চার মেরেছিলেন। কিন্তু ২.৫ ওভারে জ্যাকব ডাফির (Jacob Duffy) বলে মার্ক চাপম্যানকে (Mark Chapman) ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন। তার ব্যাট থেকে আসে ৫ বলে মাত্র ৮ রান। বড়ো ইনিংস গড়তে না পারায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছেন ঈশান।
এক ক্রিকেট ভক্ত লিখেছেন, “সবাই তার দিকে তাকিয়ে ছিল। সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলেন।” ” এই ক্রিকেটারের জন্য শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) সুযোগ দেওয়া হচ্ছে না। সত্যি লজ্জার বিষয়।”, বলেও সমর্থকরা উল্লেখ করছেন। “যত বেশি ঈশানকে চর্চা হয় অতটা ভালো ব্যাটসম্যান নন। আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) মতো দলের হয়েও খেলার যোগ্য নন এই তারকা।”, বলেও কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন নেটিজেনরা।
দেখুন ট্যুইট চিত্র-
https://twitter.com/i/status/2013973575045169317
https://twitter.com/i/status/2013974622551863602