ishan-kishan-to-miss-duleep-trophy

গত ডিসেম্বর থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে রীতিমত ঠাণ্ডা যুদ্ধ চলছে ঈশান কিষণের (Ishan Kishan)। দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথ থেকে দেশে ফিরে আসেন তিনি। জানা যায় মানসিক স্বাস্থ্যের অবনতি হওয়ায় অব্যাহতি চেয়ে নিয়েছেন তিনি। এরপর দুবাইতে তাঁকে দেখা গিয়েছিলো এক বর্ষবরণের পার্টিতে। গিয়েছিলেন এক বেসরকারী টিভি অনুষ্ঠানেও। তাঁর কার্যকলাপ ক্ষুব্ধ করেছিলো বোর্ড কর্তাদের। এরপর তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দেওয়া হলেও মানতে রাজী ছিলেন না ঈশান (Ishan Kishan)। শুরু করেন আইপিএল প্রস্তুতি। শৃঙ্খলাভঙ্গের দায়ে তাঁকে জাতীয় দল থেকে ছেঁটে ফেলা হয়। বাদ দেওয়া হয় কেন্দ্রীয় চুক্তি থেকেও। ২০২৪ সালে একটি ম্যাচ’ও ভারতের হয়ে খেলেন নি তিনি। দীর্ঘ সময় পর দলীপ ট্রফির স্কোয়াডে ঈশানকে দেখে অনেকে ভেবেছিলেন বরফ বুঝি গলছে। কিন্তু শেষ মুহূর্তে লাল বলের প্রতিযোগিতা থেকেও বাদ’ই পড়লেন তিনি।

Read More: ভাঙা মন নিয়েই MI’তে থাকছেন রোহিত শর্মা, ফাইনাল হলো কোটি টাকার ডিল !!

দলীপে নেই ঈশান কিষণ, বিকল্প সঞ্জু-

Ishan Kishan | Image: Twitter
Ishan Kishan | Image: Twitter

বুচি বাবু টুর্নামেন্ট দিয়ে ভারতের ঘরোয়া ক্রিকেটের আঙিনায় প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন ঈশান কিষণ (Ishan Kishan)। তাঁকেই অধিনায়ক নির্বাচিত করেছিলো ঝাড়খণ্ড দল। মধ্যপ্রদেশের বিপক্ষে দুর্দান্ত শতরান’ও এসেছিলো তাঁর ব্যাট থেকে। দ্বিতীয় ইনিংসেও ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। যদিও দ্বিতীয় ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে রান পান নি। বুচি বাবু টুর্নামেন্টের পর দলীপেও (Duleep Trophy) ভালো পারফর্ম্যান্স করবেন ঈশান (Ishan Kishan), আশায় ছিলেন অনুরাগীরা। কিন্তু সেই প্রত্যাশা আপাতত পূরণ হচ্ছে না। ভারত-ডি দলের হয়ে খেলার কথা ছিলো ঈশানের। সংবাদসংস্থা ক্রিকবাজ সূত্রে জানা গিয়েছে যে অন্তত প্রথম ম্যাচটিতে মাঠে নামার কোনো সম্ভাবনাই নেই তাঁর। শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন স্কোয়াড প্রথম ম্যাচ খেলবে ভারত-সি’র বিপক্ষে। সেখানে থাকছেন না ঝাড়খণ্ডের উইকেটরক্ষক-ব্যাটার।

কেন হঠাৎ সরে দাঁড়ালেন ঈশান কিষণ (Ishan Kishan), তা এখনও নিশ্চিত নয়। তবে শোনা যাচ্ছে চোট রয়েছে তাঁর।  দিনকয়েকের মধ্যেই রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ। দলীপে ভালো খেলতে পারলে আলোচনায় জায়গা করে নিতে পারতেন ঈশান (Ishan Kishan)। কিন্তু ছিটকে যাওয়ায় আপাতত তাঁর আর টিম ইন্ডিয়াতে ফেরা হচ্ছে না। আগামীকাল, অর্থাৎ ৫ সেপ্টেম্বর থেকে রয়েছে ম্যাচ। তাই দ্রুত বিকল্প’ও বেছে নিতে হচ্ছে নির্বাচকদের। মনে করা হচ্ছে কেরলের সঞ্জু স্যামসনের নাম ঘোষিত হতে পারে বিকল্প হিসেবে। এর আগে চার দলের স্কোয়াডেই রাখা হয় নি সঞ্জু’কে (Sanju Samson)। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করার পরেও তিনি সুযোগ না পাওয়ায় কথা উঠেছিলো বিস্তর। অবশেষে ঈশানের চোট সুযোগ করে দিতে চলেছে তাঁকে। নজর কাড়তে চাইবেন তিনিও।

একঝাঁক তারকা সরে দাঁড়িয়েছেন ইতিমধ্যেই-

Ravindra Jadeja | Image: Getty Images
Ravindra Jadeja | Image: Getty Images

টিম ইন্ডিয়া’র একঝাঁক তারকাকে দলীপ ট্রফিতে (Duleep Trophy) দেখে নিতে চেয়েছিলেন নির্বাচকেরা। সেইমত দল’ও গঠন করা হয়েছিলো। কিন্তু চোট-আঘাত ও অন্যান্য সমস্যা বাধা হয়ে দাঁড়িয়েছে টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই। অসুস্থতার জন্য প্রথম ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও উমরান মালিক। যথাক্রমে ভারত-বি ও ভারত-সি দলে ছিলেন তাঁরা। দুই পেসারের বদলে সুযোগ দেওয়া হয়েছে যথাক্রমে নভদীপ সাইনি ও গৌরব যাদব’কে। সরে দাঁড়িয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা’ও (Ravindra Jadeja)। তাঁর অংশগ্রহণ না করার কারণ যদিও জানানো হয় নি বিসিসিআই-এর তরফ থেকে। বুচি বাবু টুর্নামেন্ট খেলার সময় হাতে চোট পেয়েছেন সূর্যকুমার যাদব। খেলবেন না তিনিও। আপাতত বেঙ্গালুরুর এনসিএ-তে চিকিৎসা চলছে তাঁর। নভেম্বরের দক্ষিণ আফ্রিকা সফরের আগে সুস্থ হয়ে ওঠার চ্যালেঞ্জ তাঁর সামনে।

Also Read: আসন্ন আইপিএল থেকে ছিটকে গেলেন সূর্যকুমার যাদব, মাথায় হাত MI ম্যানেজমেন্টের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *