ishan-kishan-takes-part-in-kbc-tv-show

গত দুই বছর ধরে ভারতীয় স্কোয়াডে নিয়মিত ঈশান কিষণ (Ishan Kishan)। ঝাড়খণ্ডের তরুণ উইকেটরক্ষক-ব্যাটার সবসময় যে প্রথম একাদশে সুযোগ পেয়েছেন তা নয়, তবে দেশে হোক বা বিদেশে, ক্রিকেটের তিন ফর্ম্যাটেই তাঁকে ১৫ সদস্যের দলে রাখার চেষ্টা করেছেন কোচ রাহুল দ্রাবিড়। যখন দলে জায়গা পেয়েছেন, জাত চেনাতেও ভোলেন নি তিনি। গত বছরের ডিসেম্বরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই দ্বিশতরান করেছিলেন। ২০২৩-এ টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালের ভারতীয় একাদশে জায়গা পান নি। ছিলেন অতিরিক্তের তালিকায়। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে লাল বলের ফর্ম্যাটে খেলার সুযোগ পান তিনি। একটি অর্ধশতরান’ও করেন। এরপর এশিয়া কাপ ও বিশ্বকাপের দলেও ছিলেন তিনি। মহাদেশীয় টুর্নামেন্টে নিয়মিত খেললেও বিশ্বমঞ্চে দুটির বেশী ম্যাচ খেলা হয় নি তাঁর।

Read More: IPL 2024: রিঙ্কু সিং-এর কারণে আঁধার নেমেছিলো কেরিয়ারে, ৫ কোটিতে ‘পুনর্জন্ম’ তরুণ ক্রিকেটারের !!

বিশ্বকাপ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টি-২০’র তিনটিতে খেলার সুযোগ পেয়েছিলেন ঈশান কিষণ (Ishan Kishan)। জোড়া অর্ধশতক’ও করেছিলেন। তৃতীয় ম্যাচে শূন্য করার পর তাঁর বদলে জিতেশ শর্মাকে সুযোগ দেওয়া হয়। অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি দক্ষিণ আফ্রিকা সফরের জন্য যে দল বেছে নিয়েছিলেন, সেখানে টেস্ট ও টি-২০ স্কোয়াডে জায়গা পেয়েছিলেন ঈশান (Ishan Kishan)। ১০ ডিসেম্বর প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছিলো বৃষ্টির কারণে। ১২ ও ১৪ তারিখ বাকি দুটি ম্যাচ আয়োজিত হলেও একাদশে শিকে ছেঁড়ে নি ঈশানের। টেস্ট শুরু হওয়ার কথা ২৬ থেকে। সাদা বলের ফর্ম্যাট না খেললেও ইতিমধ্যেই প্রোটিয়া পরীক্ষার সম্মুখীন হওয়ার জন্য দক্ষিণ আফ্রিকা পৌঁছে গিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli), রবিচন্দ্রণ অশ্বিনরা। কিন্তু বোর্ডের কাছে অনুরোধ করে নিজেকে লাল বলের ফর্ম্যাট থেকে সরিয়ে নিয়েছেন ঈশান।

ভারতীয় বোর্ডের কাছে অনুমতি নিয়ে দেশে ফিরে এসেছেন ঈশান কিষণ (Ishan Kishan)। তাঁর বদলি উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে দক্ষিণ আফ্রিকা উড়ে গিয়েছেন কে এস ভরত। ক্রিকেট থেকে বিরতির মাঝেই ঈশান কিষণকে (Ishan Kishan) দেখা গেলো বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চনের সঙ্গে। ‘বিগ বি’ সঞ্চালিত কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানে অংশ নিলেন ঈশান কিষণ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ভারতীয় নারী দলের বাম হাতি ব্যাটার ও সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। মাঠের বাইরের দুনিয়াতে বুদ্ধির পরীক্ষায় দুই ওপেনার কেমন পারফর্ম করেন সেইদিকে নজর রয়েছে ক্রিকেটজনতার। সম্প্রচারের অপেক্ষায় রয়েছেন সকলে। তবে জাতীয় দল ছেড়ে এসে টেলিভিশন শো’তে অংশ নেওয়ায় সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকারও হতে হয়েছে ঈশানকে (Ishan Kishan)। ‘দেশ আগে না টিভি শো?’ প্রশ্ন তুলেছেন একাধিক নেটিজেন।

দেখে নিন অমিতাভের সঙ্গে ঈশান-স্মৃতির ছবি-

Also Read: IPL 2024: “যেন MS ধোনির ছায়া…” তরুণ তুর্কির জন্য ১০ কোটি খরচ করতেও রাজী ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *