নিউজিল্যান্ডের (India vs New Zealand T20 Match) বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দুরন্ত জয় তুলে নিয়ে ভারতীয় দল নিজেদের দাপট বজায় রেখেছিল। আজ রায়পুরে সিরিজে সমতা ফিরিয়ে আনার লক্ষ্যে মাঠে নেমেছে কিউই বাহিনী। ম্যাচে দুই দলই একাদশে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটিয়েছে। জসপ্রীত বুমরাহের (Jaspreet Bumrah) মতো তারকা পেসারকে বিশ্রাম দেওয়া হয়েছে। এর মধ্যেই ব্লু ব্রিগেডদের একাধিক চোট সমস্যা দলকে চিন্তার মধ্যে রেখেছে। এবার মিচেল স্যান্টনারদের (Mitchell Santner) বিপক্ষে আজ ম্যাচ চলাকালীন হাতে গুরুতর চোট পেলেন ঈশান কিষাণ (Ishan Kishan)।
Read More: বিতর্কের কেন্দ্রে সূর্যকুমার যাদব, ৫০০ কোটির মানহানির মামলা করার হুমকি বঙ্গ অভিনেত্রীর !!
চোট পেলেন ঈশান কিষাণ-

আজ নিউজিল্যান্ডের হয়ে ওপেনিং করতে নেমে ব্যাট হাতে দুরন্ত শুরু করার চেষ্টা করেন ডেভন কনওয়ে (Devon Conway) এবং টিম শেফার্ট (Tim Seifert)। দুজনে মিলে ২০ বলে ৪৩ রানের পার্টনারশিপ গড়েছিলেন। তবে হর্ষিত রানা (Harshit Rana) দুরন্ত বোলিং’এ জুটি ভেঙে দেন। এই তারকা পেসারের বলে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) ক্যাচ দিয়ে বসেন ডেভন কনওয়ে। তিনি ৯ বলে ১৯ রান করে মাঠ ছাড়েন। এরপরই বরুণ চক্রবর্তীর (Varun Chakaravarthy) দুরন্ত বলে টিম শেফার্টের ক্যাচ নিয়ে চমক দেন ঈশান কিষাণ।
এই ক্যাচ নেওয়ার পরের বলেই চোট পান এই তারকা ব্যাটসম্যান। ৪.৩ ওভারে গ্লেন ফিলিপস বরুণের করা বল মিড উইকেটের দিকে ঠেলে দিয়ে দ্রুত রান নেওয়ার চেষ্টা করেন। বলটি ধরার জন্য ঝাঁপিয়ে পড়েন ঈশান। তখনই হাতে আঘাত পান এই তারকা। যন্ত্রণা তার চোখে-মুখে ফুটে উঠছিল। বাম হাতের কব্জি ধরে তাকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায়। মাঠের বাইরে ফিজিও দল তার চোট কতটা গুরুতর তার পর্যবেক্ষণ করেন। দ্বিতীয় ইনিংসে তিনি ব্যাট করতে নামতে পারবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
চোটের কবলে তিলক-অক্ষর-

ফেব্রুয়ারির শুরুতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2026) শুরু হতে চলেছে। এই টুর্নামেন্টের আগে ভারতের একাধিক গুরুত্বপূর্ণ তারকা ক্রিকেটারদের চোটের মধ্যে থাকা দলকে চিন্তার মধ্যে রেখেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগেই তিলক বর্মা (Tilak Varma) পেটে তীব্র ব্যাথা অনুভব করেন। চিকিৎসকরা জানিয়ে দেন তার অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে। ফলে এই বাঁ-হাতি ব্যাটসম্যান দল থেকে ছিটকে গেছেন।
অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে বল আটকানোর সময় আঙ্গুল ফেটে যায় অক্ষর প্যাটেলের (Axar Patel)। তিনি চোট নিয়ে মাঠ ছাড়েন। আজ রায়পুরে দ্বিতীয় ম্যাচে চোটের কারণে একাদশ থেকে ছিটকে গেছেন। এর মধ্যেই ঈশান কিষাণের চোট দলকে চাপের মুখেই রাখল বলে বিশেষজ্ঞরা মনে করছেন।