রবি বিষ্ণই
এই তালিকায় শেষ ক্রিকেটার নামটি হলো রবি বিষ্ণই এর। তরুণ এই ডানহাতি লেগ স্পিন বোলারের উত্থান আইপিএল এর মঞ্চ থেকেই। ভারতীয় দলের হয়ে সীমিত ওভারের ফরম্যাটে সুযোগ পেয়ে ইতিমধ্যেই বেশ কিছু অসাধারণ বেকিং স্পেল তিনি বিশ্ববাসীকে উপহার দিয়েছেন এবং গত জিম্বাবোয়ে সফরে তার অসাধারণ বোলিং জাদু দেখিয়ে ভারতীয় দলের সিরিজে জয়ের অন্যতম কারিগর তিনি ছিলেন। এই বছর T20 বিশ্বকাপের মঞ্চে তাকে দলের হয়ে পরিবর্ত ক্রিকেটার হিসাবে রাখা হয়েছে। তাই এখন দেখে নেবার পালা তিনি আবার কবে দলের হয়ে বল হাতে মাঠে নামার সুযোগ পেতে চলেছেন