সমালোচকদের যোগ্য জবাব দিলেন ঈশান কিষান, বুচি বাবু টুর্নামেন্টে ঝোড়ো ব্যাটিং চালিয়ে পাকা করলেন জাতীয় দলে জায়গা !! 1

তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত বুচি বাবু ক্রিকেট টুর্নামেন্ট বেশ বোমাঞ্চ নিয়েই শুরু হয়েছে। আপাতত এই টুর্নামেন্টের একটি ম্যাচে অসাধারণ ব্যাটিং প্রদর্শন করলেন ভারতীয় দলের তরুণ উইকেট রক্ষক ব্যাটসম্যান ঈশান কিষান (Ishan Kishan)। মধ্যপ্রদেশের বিরুদ্ধে ঝোড়ো ইনিংস খেলেন ঈশান, তিনি প্রথম ইনিংসে মধ্যপ্রদেশের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকান, দ্বিতীয় ইনিংসেও তিনি একটি দুর্দান্ত অপরাজিত ইনিংস খেলে ঝাড়খণ্ডের হয়ে ম্যাচ সুনিশ্চিত করেন। বেশ উত্তেজনাপূর্ণভাবে খেলাটি শেষ হলো।

ঈশান কিষানের দুর্দান্ত ইনিংসে জয় পেল ঝাড়খন্ড

Ishan Kishan
Ishan Kishan | Image: Getty Images

বুচি বাবু টুর্নামেন্টে মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১০৭ বলে ১১৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ঈশান (Ishan Kishan)। ১০টি ছক্কা ছাড়াও, তিনি ৫টি ছক্কা মেরেছিলেন। ঝাড়খণ্ডের হয়ে দ্বিতীয় ইনিংসেও ঈশান ৫৮ বলে ৪১ রানের লড়াকু ইনিংস খেলে ঝাড়খন্ডকে প্রথম জয় পাইয়ে দেন। তবে, অন্যদিকে এই ম্যাচ জিততে ঝাড়খণ্ডের প্রয়োজন ছিল ১২ রানের এবং মধ্যপ্রদেশের প্রয়োজন ছিল দুই উইকেটের। ঠিক তখনই ক্রিজে থাকা ঈশান কিষান দুটি ছক্কা হাঁকিয়ে ঝাড়খণ্ডের জয় সুনিশ্চিত করেন।

Read More: Ishan Kishan: বাংলাদেশ সিরিজের আগে দুর্ধর্ষ ফর্মে ঈশান কিষণ, একার কৃতিত্বে ম্যাচ জেতালেন দল’কে !!

প্রথমে ব্যাটিং করতে এসে ৯১.৩ ওভারে মধ্যপ্রদেশ কেবলমাত্র ২২৫ রান বানাতে সক্ষম হয়। অন্যদিকে ঝাড়খন্ডের প্রথম ইনিংস ২৮৯ র্শনে শেষ হয়। এরপর তৃতীয় ইনিংসে ২৮৯ রান জুড়ে দেয় মধ্যপ্রদেশ। যে রান তাড়া করতে এসে তাসের ঘরের মতন ভেঙে পড়ছিল ঝাড়খন্ডের উইকেট। তবে শেষমেষ প্রয়োজনীয় ১৭৫ রান বানিয়ে জয় ছিনিয়ে নেয় ঝাড়খণ্ড।

জাতীয় দলে ফিরবেন ঈশান

Ishan Kishan
Ishan Kishan | Image: Getty Images

ঈশান কিষানের এই দুর্দান্ত ইনিংসের পর জাতীয় দলে আবার তার ডাক আসতে পারে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন ঈশান কিষান। ভারতীয় দলের হয়ে দীর্ঘ দুইবছর টানা ক্রিকেট খেলে অতিষ্ট হয়ে পড়েন ঈশান এবং মানসিক অবসাদের কারণ দেখিয়ে কিছুদিন দলের বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। ঈশানকে ঘরোয়া ক্রিকেট খেলার প্রস্তাব দিলেও ঈশান তা উপেক্ষা করেন এবং বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah) বোর্ড সিলেক্টর অজিত আগারকারের (Ajit Agarkar) কথা মতন ঈশানকে বোর্ডের চুক্তি থেকে উচ্ছেদ করেন। তবে মধ্যপ্রদেশের বিরুদ্ধে এই ইনিংসটি তাকে জাতীয় দলে আবার জায়গা করে দেবে।

Read Also: ৬, ৬, ৬, ৬…সুপারহিট দিল্লী প্রিমিয়ার লীগ, ব্যাট হাতে ঝড় তুললেন আয়ুষ বাদোনি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *