টিম ইন্ডিয়ার তারকা উইকেটরক্ষক ব্যাটসম্যান ইশান কিষাণের (Ishan Kishan) ঝামেলা কমার লক্ষণ দেখা যাচ্ছে না। বরং সেটা বাড়তে চলেছে। কেন্দ্রীয় চুক্তি হারানোর আশঙ্কায় এখন ইশান কিষাণ। রঞ্জি ট্রফিতে ঝাড়খণ্ডের হয়ে একটি ম্যাচও না খেলার পর বিসিসিআই ইশান কিষাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঘরোয়া ক্রিকেটের চেয়ে আইপিএলকে প্রাধান্য দেওয়ার অভিযোগ উঠছে ইশান কিষানের বিরুদ্ধে। শুধু তাই নয়, ঈশান কিষাণ কবে টিম ইন্ডিয়াতে ফিরবেন তা নিয়েও প্রশ্ন আরও গুরুতর হয়ে উঠছে।
ইশান কিষাণকে বর্তমানে বিসিসিআই কেন্দ্রীয় চুক্তির ‘সি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে। বিসিসিআইয়ের তরফ থেকে ‘সি’ ক্যাটাগরির খেলোয়াড়দের বার্ষিক ১ কোটি টাকা পারিশ্রমিক দেওয়া হয়। ইশান কিষাণ ও তার চুক্তি সম্পর্কে কথা বলতে গিয়ে বিসিসিআইয়ের এক আধিকারিক পিটিআইকে জানিয়ে দিয়েছে যে, “কেন্দ্রীয় চুক্তি নিয়ে এখনও তেমন কোনও আলোচনা হয়নি।”
কিষাণের সমস্যা আরও বাড়তে চলেছে
মানসিক স্বাস্থ্যের কারণ দেখিয়ে দক্ষিণ আফ্রিকা সফর থেকে সরে দাঁড়ানোর পর ইশান কিষাণের সমস্যা শুরু হয়। এরপর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে জায়গা পাননি ইশান কিষাণ। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে কিষাণ ফিরতে পারেন বলে জল্পনা ছিল। কিন্তু তাও হয়নি। প্রথম কিষাণকে প্রথম দুই টেস্টের বাইরে রাখা হয়েছিল। এরপর শেষ তিন টেস্টেও টিম ইন্ডিয়াতে জায়গা পাননি কিষাণ।
টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড় সাফ জানিয়ে দিয়েছেন যে, জাতীয় দলে জায়গা করে নিতে হলে ইশান কিষাণকে আগে ঘরোয়া ক্রিকেটে ফিরতে হবে। কিন্তু কিষাণ তা মেনে নেননি এবং ঝাড়খণ্ডের হয়ে রঞ্জি ম্যাচেও খেলেননি। তাই কোচের দেওয়া এই শর্ত পূরণ না করায় এখন কিষাণের ভারতীয় দলে ফেরার ওপর খড়গ ঝুলছে। এর পাসাপাশি বিসিসিআই পরিস্কার জানিয়ে দিয়েছে যে, আইপিএলে খেলতে হলেও ঘরোয়া ক্রিকেটেও নিজের রাজ্যের হয়ে খেলতে হবে।