বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ সমাপ্ত হওয়ার পরেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি সিরিজ। আর এই টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দলে দেখা যেতে পারে একাধিক পরিবর্তন। সূত্রের খবর অনুযায়ী আগামী টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে এন্ট্রি নিতে চলেছেন ঈশান কিষান (Ishan Kishan)। পকেট ডিনামাইট নামে পরিচিত ভারতীয় দলের এই তারকা ব্যাটসম্যান অবশেষে ভারতীয় দলে নিতে চলেছেন এন্ট্রি। দীর্ঘ সময় ধরে ভারতীয় দলের বাইরে রয়েছেন তিনি, দীর্ঘ ৯ মাস ধরে নির্বাচকরা তাকে উপেক্ষা করেই চলেছে।
জাতীয় দলে ফিরতে চলেছেন ঈশান
তবে এবার ঈশান কিষানকে উপেক্ষা করার দিন শেষ হতে চলেছে BCCI’এর কাছে। এবার জাতীয় দলে তাকে সুযোগ দিতে বাধ্য হচ্ছে নির্বাচকরা, প্রসঙ্গত ২০২৩ সালে একাধিক ম্যাচ খেলেছিলেন ঈশান। তবে বেশিরভাগ সময়ই তাকে দলের বাইরে বেঞ্চে বসেই কাটাতে হয়েছে। ভালো পারফর্মেন্স করলেও বারবার উপেক্ষিত হয়েছেন ঈশান। যে কারণে মানসিক অবসাদের ভুগছিলেন বলেই ঈশান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়া টেস্ট সিরিজে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন।
Read More: “আমি বিরাট কোহলি’কেই পছন্দ করি…” সাক্ষাৎকারে সাফ জানালেন বলি অভিনেত্রী অনন্যা পাণ্ডে !!
তবে তার নেওয়া এই সিদ্ধান্তটি যে কতটাই কঠিন ছিল তা হারে হারে টের পাচ্ছেন ঈশান। বিসিসিআই কর্তৃপক্ষ ঈশান কিষানকে (Ishan Kishan) ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করার উপদেশ দিয়েছিল, কিন্তু ঈশান তা উপেক্ষা করেছিলেন। যে কারণে বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি থেকেও বাদ পড়তে হয়েছিল তাকে। এরপর আইপিএলের মঞ্চে মুম্বাই দলের হয়ে বেশ ভালো পারফরম্যান্স করেছিলেন ঈশান, তবুও বিশ্বকাপের জন্য নির্বাচিত দলে সুযোগ পাননি তিনি। তবে ঘরোয়া ক্রিকেটে আবার ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
ঘরোয়া ক্রিকেটে বিধ্বংসী ব্যাটিং করেছেন ঈশান
বুচি বাবু টুর্নামেন্টে অংশগ্রহণ করেন ঈশান কিষান (Ishan Kishan) এবং অভিষেক ম্যাচেই নিজের দলের হয়ে শতরান হাঁকিয়ে তার যোগ্যতার প্রমাণ দিয়েছেন। এখানেই শেষ নয়, দলীপ ট্রফিতেও অংশগ্রহণ করেছিলেন ঈশান এবং প্রথম ম্যাচে তিনি দুর্দান্ত একটি শতরান হাকিয়ে আপাতত আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার একটি ল্যান্ডমার্ক প্রতিস্থাপন করেছেন। বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী, আসন্ন ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজে বিশ্রাম দেওয়া হবে উইকেট রক্ষক ব্যাটসম্যান ঈশান কিষানের সতীর্থ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্থকে (Rishabh Pant)।
এই পরিস্থিতিতে দলের নতুন উইকেট রক্ষক হিসেবে দেখতে পাওয়া যাবে ঈশান কিষানকে। টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যান হলেন ঈশান। ভারতের জার্সিতে তিনি ইতিমধ্যেই তিনটি ফরম্যাট খেলে ফেলেছেন। তবে তার টি-টোয়েন্টি ফরমেটের কথা বলতে গেলে ভারতের হয়ে মোট ৩২ টি ম্যাচে ও ১২৪.৪ এস স্ট্রাইক রেটে ৬ বার শতরান সহ ৭৯৬ রান বানিয়েছেন।