IPL 2025: এক ম্যাচেই BCCI'র মন জয় করেছে ঈশান কিষান, আবারও টিম ইন্ডিয়ায় নিচ্ছে এন্ট্রি !! 1

ঈশান কিষাণ (Ishan Kishan) এই আইপিএল মরশুমটি দুর্দান্তভাবে শুরু করেছেন। লিগের প্রথম ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়ে নিজের নামের প্রতি সুবিচার করেন তিনি। এই মৌসুমে তাকে নতুন দল সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলতে দেখতে পাওয়া যাচ্ছে। ব্যাট হাতে আগ্রাসী মেজাজে ব্যাটিং করতে দেখা যাচ্ছে ঈশান কিষানকে (Ishan Kishan)। আইপিএলের মঞ্চে রাজস্থান রয়‍্যালসের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানোর পর সর্বত্র আলোচনা হচ্ছে ঈশান কিষাণকে নিয়ে। জানা গিয়েছে আইপিএলের মঞ্চে কামাল দেখানোর ফল পাচ্ছেন তারকা এই ব্যাটসম্যান।

আইপিএলের মঞ্চে শতরান হাঁকালেন ঈশান

Ipl 2025, ishan kishan
Ishan Kishan | Image: Getty Images

আইপিএলের মঞ্চে বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য আবার জাতীয় দলে ফিরতে পারেন ঈশান। আসলে, সানরাইজার্সের হয়ে খেলার সুবাদে প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের পরিচয় দিয়েছেন ঈশান। প্রথম ম্যাচে মাত্র ৪৭ বলে ১১টি চার ও ৬টি ছক্কায় ১০৬ রানের বিধ্বংসী ইনিংস খেলতে দেখা গিয়েছিল তাকে। আইপিএলের মঞ্চে এটিই তাঁর প্রথম শতরানের ইনিংস। ঈশানের এই ইনিংসটি তাঁর ক্যারিয়ারের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ কারণ তিনি দীর্ঘদিন ধরে টিম ইন্ডিয়ার বাইরে রয়েছেন।

Read More: IPL 2025: ৩০ লাখেই মিললো রিঙ্কুর আদর্শ বিকল্প, ২৫৩ স্ট্রাইক রেটে খেললেন ধুন্ধুমার ইনিংস !!

এমন পরিস্থিতিতে তার ব্যাট থেকে সেঞ্চুরি একটি ইতিবাচক লক্ষণ। উইকেটরক্ষক ব্যাটসম্যান ঈশান কিষাণ (Ishan Kishan) ২০২৩ সালের ডিসেম্বর থেকে ভারতীয় দলের বাইরে রয়েছেন। বিসিসিআইয়ের কথা না শোনার জন্য দল এবং বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়তে হয়েছিল ঈশানকে। তবে সেঞ্চুরি হাঁকানোর পর ভারতীয় দলে তাঁর সুযোগ পাওয়াটা আরও সহজ হয়ে দাঁড়িয়েছে।

টিম ইন্ডিয়ায় ফিরতে পারেন ঈশান কিষাণ

ishan kishan
Ishan Kishan | Image: Getty Images

আইপিএলের পর, টিম ইন্ডিয়াকে অনেক ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে হবে যার জন্য ঈশান কিষাণকে (Ishan Kishan) দলে অন্তর্ভুক্ত করা যেতে পারে। ধারাবাহিক পারফর্মেন্স সত্ত্বেও, তাকে দলে শামিল করছিল না বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ড ঈশানকে দলে ফিরতে ঘরোয়া ক্রিকেট খেলার উপদেশ দিয়েছিল।

তবে, ঈশান সেই পরামর্শটিকে গুরুত্বের সাথে নেননি, যার কারণে বিসিসিআই ঈশানের উপর ক্ষুব্ধ ছিল। যদিও পরে ঈশান ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেছেন ও প্রদর্শনও দেখিয়েছিলেন। তবুও দলে জায়গা হয়নি তাঁর। এবার তাঁর হাঁকানো এই শতরানে বরফ গলতে পারে বিসিসিআইয়ের।

Read Also: Ishan Kishan: “সবথেকে বড় ফ্রড…” লখনৌয়ের বিরুদ্ধে প্রথম বলেই উইকেট হারালেন ঈশান কিষান, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *