Ishan Kishan: আগামী রবিবার ভারতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ইংল্যান্ড সিরিজের জন্য স্কোয়াড প্রকাশ করবে বিসিসিআই (BCCI)। ইতিমধ্যেই বেশ কিছু আপডেট উঠে আসছে নির্বাচক সংক্রান্ত। ভারতীয় দলের মুখ্য নির্বাচক অজিত আগারকার নতুন ছন্দে ভারতীয় দল গঠন করতে প্রস্তুত। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বর্তমান ভারতীয় মুখ্য নির্বাচক অজিত আগারকার ভারতীয় দলের দুই তারকা খেলোয়াড়কে বিসিসিআইয়ের নিয়ম ভঙ্গ করার জন্য বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে ছাটাই করেছিলেন। সেই দুই খেলোয়াড় হলেন ঈশান কিষাণ (Ishan Kishan) এবং শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) ভারতীয় দলের তারকা দুই খেলোয়াড় ঘরোয়া ক্রিকেট উপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন যার ফলে দুজনকেই কঠোর শাস্তি পেতে হয়েছিল। এবার প্রধান নির্বাচক অজিত আগারকার (Ajit Agarkar) ঈশান কিষানের উপর দয়া করলেন।
ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন ঈশান
গত বছরেই ঘরোয়া ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন ঈশান কিষান (Ishan Kishan) এবং শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) দুজনেই দুজনকেই ঘরোয়া ক্রিকেটের ছন্দে দেখা যাচ্ছে। ভারতীয় দলের তারকা খেলোয়াড় দুজনকেই সৈয়দ মুস্তাক আলী ট্রফি এবং বিজয় হাজারে ট্রফিতে দেখতে পাওয়া যাচ্ছে। ঝাড়খণ্ডের অধিনায়ক ঈশান কিষাণ (Ishan Kishan) বিজয় হাজারেতে সাতটি ম্যাচ খেলেছেন ৪৫.১৪ গড়ে ৩১৬ রান বানিয়েছেন তিনি। পাশাপাশি এই টুর্নামেন্টে ঈশানের ব্যাট থেকে একটি শত রান দেখা গিয়েছে। চলতি সময় ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন ফরমেটে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। কিছুদিন আগেই দলিপ ট্রফি এবং রঞ্জি ট্রফিতে সেঞ্চুরি হাকিয়েছেন তিনি।
ভারতীয় দলের এই তারকা খেলোয়াড় আপাতত জাতীয় দলের বাইরে রয়েছেন। তবে সূত্রের খবর খুব শীঘ্রই ভারতীয় দলের ডাক পড়তে চলেছে তার। ঈশানকে দলে নিতে প্রস্তুত ভারতীয় দলের মুখ্য নির্বাচক অজিত আগারকার (Ajit Agarkar)। শুধু তাই নয় ইংল্যান্ড সিরিজ থেকে তিনি দলের উইকেট রক্ষকের ভূমিকা পালন করবেন বলেই জানা যাচ্ছে। কয়েকদিন আগেই সমাপ্ত হয়েছে অস্ট্রেলিয়া সিরিজ আর এই সিরিজে ভারতীয় দলের হয়ে ওপেনিং এর ভূমিকা পালন করেছিলেন কেএল রাহুল (KL Rahul)। এবং দলের উইকেট রক্ষকের ভূমিকা পালন করেছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant) চ্যাম্পিয়ন্স ট্রফির আবহে ভারতীয় দলের রূপরেখা পরিবর্তন করতে চাইছেন অজিত।
জাতীয় দলে নেবেন এন্ট্রি
অস্ট্রেলিয়াতে হারের পর দলে বেশ কিছু পরিবর্তন করছেন মুখ্য নির্বাচক। শুধু তাই নয় এর আগেও বিভিন্ন পরিবর্তন ও দলে তরুণ তারকাদের সুযোগ দিতে দেখা গিয়েছে তাকে। আসলে দীর্ঘ অস্ট্রেলিয়া সফরের পর ভারতীয় দলের দুই তারকাকে বিশ্রাম দিতে চাইছেন অজিত। সূত্রের খবর আগামী ইংল্যান্ড সিরিজে বিশ্রাম দেওয়া হবে কেএল রাহুলকে (KL Rahul)। এমনকি ব্যাক আপ উইকেট রক্ষক হিসাবে ঈশানের পাশাপশি ঋষভ পন্থের নাম শোনা যাচ্ছে। তবে তাকেও এই সিরিজে বিশ্রাম দেওয়ার কথা ভেবেছেন অজিত। জানা গিয়েছে, তারকা খেলোয়াড় ঈশান কিষানকে ভারতীয় দলের হয়ে আবার কাম ব্যাক করতে দেখা যাবে। তিনি ইংল্যান্ড সিরিজে ভারতীয় দলে প্রত্যাবর্তন করবেন। ভালো পারফরম্যান্স দেখালে পুনরায় তাকে জাতীয় দলে ফিরিয়ে আনা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য।