শুভমানের চোট ঈশান কিষানের জন্য আশীর্বাদ, SMAT-এ দাপট দেখিয়ে জাতীয় দলে নিচ্ছেন এন্ট্রি !! 1

বর্তমানে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ (IND vs SA) খেলছে। সিরিজের শেষ ম্যাচটি আমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই ম্যাচটি ভাগ্য নির্ধারণ করবে সিরিজ বিজেতার। আপাতত সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় দল। চতুর্থ ম্যাচটি লখনউয়ের একানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে অতিরিক্ত কুয়াশার কারণে ম্যাচটি ভেস্তে যায়। অন্যদিকে, আমেদাবাদের এই ম্যাচটি হতে চলেছে উভয় দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী বছর ফেব্রুয়ারিতে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ভারত ও শ্রীলংকা এই টুর্নামেন্টের মূল আয়োজক কারী। চলতি সিরিজে ভারতীয় দলের ব্যাটিং পারফরম্যান্সের উপরে বেশ প্রশ্ন উঠেছে।

চতুর্থ ম্যাচের আগে চোট পেয়েছেন শুভমান

শুভমান গিল
Shubman Gill | Image: Twitter

বিশেষ করে দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং ভাইস ক্যাপ্টেন শুভমান গিলকে (Shubman Gill) নিয়ে প্রশ্ন উঠছে। দুজনেই ব্যাট হাতে সেভাবে ছন্দ খুঁজে পাচ্ছেন না। বিশ্বকাপের আগে ভারতের দুই ষ্টার ব্যাটসম্যানের এরূপ পারফরমেন্স ভক্তদের চিন্তায় ফেলে দিয়েছে। এই পরিস্থিতিতে দলে এক পরিবর্তন দেখতে চাইছেন ভক্তরা। এশিয়া কাপের সময় থেকেই ভারতের টি-টোয়েন্টি ফরমেটের ভাইস ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত হওয়া হয়েছেন শুভমান গিল। নতুন দায়িত্বে আসার পর থেকে একেবারেই ছন্দ হারিয়েছেন তিনি। পাশাপাশি, সঞ্জু স্যামসনের (Sanju Samson) বদলে তাকেই ওপেনিং করতে দেখা যাচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। শেষবার ২০২৪ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে অর্ধশত রান হাঁকিয়েছিলেন গিল। তার পর থেকে এখনো পর্যন্ত এই ফরম্যাটে চল্লিশের গন্ডি পার করতে পারেননি তিনি। এই পরিস্থিতিতে তাকে আর দলে দেখতে চাইছে না ভক্তরা।

জাতীয় দলে ফিরতে মোরিয়া ঈশান কিষান

ঈশান কিষান
Ishan Kishan | Image: Twitter

চলমান ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে অনুশীলনের সময় পায়ে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। তাই সিরিজের শেষ দুই ম্যাচ থেকে ছিটকেও গিয়েছেন তিনি। তার পরিবর্তে পঞ্চম ম্যাচে সঞ্জু স্যামসনকে খেলতে দেখা যাবে। তবে জানুয়ারিতেই ভারত সফরে আসছে নিউজিল্যান্ড। বিশ্বকাপের আগেই কিউইদের বিরুদ্ধে শেষবারের মতন সিরিজ খেলবে ভারত। আর এই সিরিজে শুভমান গিলের চোটের কারণে দলে এন্ট্রি নিতে পারেন তার পরম বন্ধু ঈশান কিষান (Ishan Kishan)। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি, ফর্মের জন্য নয় বরং বিসিসিআইয়ের নিয়ম লঙ্ঘন করার জন্য দল থেকে বাদ পড়েন ঈশান।

তবে ঘরোয়া ক্রিকেটে অনবদ্য ছন্দ দেখিয়ে আবার জাতীয় দলের দরজা চাপড়াচ্ছেন ঝাড়খণ্ডের তরুণ এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। সম্প্রাপ্তি সৈয়দ মুশতাক আলি টি২০ ট্রফিতে ঝাড়খণ্ডের অধিনায়ক ঈশান কিষান ছিলেন দলের প্রকৃত নায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে তাঁর ব্যাটই বলেছে। মেগা ফাইনালের ৪৯ বলে ১০১ রানের ঝড়ো ইনিংস খেলেন ঈশান। পাশাপাশি পুরো টুর্নামেন্ট জুড়ে তাঁর নামের পাশে ছিল ৫১৭ রান। ৫৭.৪৪ গড়, ১৯৭.৩২ স্ট্রাইক রেট ছাড়াও তাঁর বাতে এসেছে দুটি সেঞ্চুরি ও দুটি অর্ধশতরান। তার এই দুর্দান্ত ছন্দ শুভমান গিলের সামনে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। শীঘ্রই হয়তো ভারতের ওপেনার হিসেবে দেখতে পাওয়া যাবে ঈশানকে।

Read Also: নেই গিল-বাদ কুলদীপ, পঞ্চম টি২০ ম্যাচের জন্য ভারতীয় একাদশ এল প্রকাশ্যে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *