ishan-kishan-marks-return-with-century

ঈশান কিষণকে (Ishan Kishan) নিয়ে গত বছরের ডিসেম্বর মাস থেকেই তোলপাড় ক্রিকেটদুনিয়া। দক্ষিণ আফ্রিকা সফর চলাকালীন মানসিক স্বাস্থ্যের অবনতির কারণে সরে দাঁড়াতে চেয়েছিলেন ঝাড়খণ্ডের উইকেটরক্ষক-ব্যাটার। তাঁর আর্জি মেনে নিয়েছিলো বিসিসিআই। দেশে ফেরার পর ঈশানের কার্যকলাপ অবশ্য জন্ম দিয়েছিলো প্রশ্নের। দুবাইতে এক বর্ষবরণের পার্টিতে যোগ দিতে চলে গিয়েছিলেন তিনি। বোর্ডের থেকে অনুমতি না নিয়েই যোগ দিয়েছিলেন একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানেও। সরাসরি তাঁকে জাতীয় দলে ফেরাতে রাজী হন নি বোর্ড কর্তারা। নির্দেশ দিয়েছিলেন ঘরোয়া ক্রিকেট খেলার জন্য। কিন্তু সেই নির্দেশে কর্ণপাতই করেন নি ঈশান (Ishan Kishan) ।

ঝাড়খণ্ডের হয়ে রঞ্জি খেলতে অসম্মত হয়েছিলেন ঈশান কিষণ (Ishan Kishan) । বদলে আইপিএলের প্রস্তুতি শুরু করার জন্য উড়ে গিয়েছিলেন বরোদা। যা ক্ষুব্ধ করেছিলো বোর্ড কর্তাদের। শাস্তিস্বরূপ আফগানিস্তান ও ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার (Team India) স্কোয়াডে রাখাই হয় নি তাঁকে। একইসাথে ২০২৩-২৪ মরসুমের কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েন তিনি। সি-গ্রুপ থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছিলো তাঁকে। সহজে যে বরফ গলবে না তা বোঝা গিয়েছিলো টি-২০ বিশ্বকাপের পর জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা সিরিজেও ঈশান (Ishan Kishan)  বাতিলের তালিকায় থাকায়। প্রায় আট মাস আইপিএল ব্যতীত কোনো ক্রিকেট খেলেন নি তরুণ তুর্কি। শেষমেশ ঘরোয়া ক্রিকেট খেলতেই সম্মতি দেন তিনি। তামিলনাড়ুর মাঠে বুচি বাবু টুর্নামেন্টে তাঁকে প্রত্যাবর্তনের মঞ্চ তৈরি করে দেয় বিসিসিআই।

Read More: আর জি কর কাণ্ডের প্রতিবাদে সরব মহম্মদ সিরাজ, নারী সুরক্ষার বার্তা দিলেন সোশ্যাল মিডিয়ায় !!

বুচি বাবু টুর্নামেন্টে দুর্দান্ত ইনিংস ঈশানের-

Ishan Kishan | Image: Twitter
Ishan Kishan | Image: Twitter

গত বছরের অগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিলো ঈশান কিষণের (Ishan Kishan) । তার প্রায় এক বছর পর তিনি ফিরলেন লাল বলের ক্রিকেটে। ঝাড়খণ্ডের অধিনায়ক হিসেবে মাঠে নামেন মধ্যপ্রদেশের বিরুদ্ধে। বিসিসিআই-এর সাথে দীর্ঘ ঠাণ্ডা যুদ্ধেও ব্যাটিং দক্ষতায় যে মরচে পড়ে নি তা ব্যাট হাতে প্রমাণ করে দিলেন তরুণ উইকেটরক্ষক-ব্যাটার। টসে জিতে ম্যাচের প্রথম দিন ব্যাটিং করেছিলো মধ্যপ্রদেশ। ৮ উইকেটে ২২৫ রান তোলে তারা। ম্যাচের দ্বিতীয় দিনে কোনো রান যোগ করার আগে পড়ে বাকি দুই উইকেট। এরপর দেখা গেলো ঈশান কিষণ (Ishan Kishan)  ‘শো।’ জবাবে ব্যাট করতে নামা ঝাড়খণ্ড ১০৮ রানের মধ্যে হারিয়ে বসেছিলো ৩ টি উইকেট। এরপর ক্রিজে আসেন অধিনায়ক ঈশান কিষণ। ইনিংসের ভার তুলে নেন নিজের কাঁধে।

শুরুটা সতর্কভাবেই করেছিলেন ঈশান কিষণ (Ishan Kishan) । অর্ধশতকের গণ্ডী পেরোতে তিনি নেন ৬১ বল। কিন্তু এরপর তাঁকে দেখা যায় গিয়ার বদলাতে। পরবর্তী ৩৯টি ডেলিভারির মধ্যে ৯টি বিশাল ছক্কা হাঁকাতে দেখা যায় তাঁকে। ৮৬ বলে শতকের মাইলস্টোন স্পর্শ করে ফেলেছিলেনন ঈশান। জোড়া ছক্কায় পৌঁছান তিন অঙ্কের রানে। শেষমেশ ১০৭ বলে ১১৪ রান করেন ঝাড়খণ্ড অধিনায়ক। এরপর দলীপ ট্রফিতে ভারত-ডি দলের হয়ে দেখা যাবে ঈশান কিষণকে (Ishan Kishan) । যদি নিজের ফর্ম ধরে রাখতে পারেন, তাহলে বাংলাদেশ সিরিজের দল নির্বাচনের আগে অজিত আগরকারদের মাথাব্যথা যে বাড়বে তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই মাঠে ফিরেছেন ঋষভ পন্থ, উইকেটরক্ষক হিসেবে ভালো পারফর্ম করেছেন ধ্রুব জুড়েল। তাঁদের সাথে টেস্ট স্কোয়াডে জায়গা করে নেওয়ার দৌড়ে সামিল হবেন ঈশান’ও।

দেখে নিন ঈশানের ঝোড়ো ব্যাটিং-এর ঝলক-

Also Read: বিশ্বকাপ জয়ী অধিনায়ক MS ধোনিকে বাদ দিয়ে ঘোষণা হলো টিম ইন্ডিয়ার সর্বকালের সেরা একাদশ, বিরাট সহ এই প্লেয়াররা পেলেন সুযোগ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *