IPL 2025: "এবার মুম্বইয়ের পালা..." রাজস্থানের বিরুদ্ধে ঈশানের শতরানের পর সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !! 1

IPL 2025: আইপিএলের মঞ্চে অনেক ক্রিকেটার নিজের পরিচয় তৈরি করেন। আবার অনেকেই ধারাবাহিকতা বজায় রাখতে না পেরে হারিয়ে যান। মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) থেকে আন্তর্জাতিক ক্রিকেটের জায়গা করে নিয়েছিলেন ঈশান কিষাণ (Ishan Kishan)। দীর্ঘদিন মুম্বাইয়ের উত্থান-পতনের সাক্ষী থেকেছেন এই ক্রিকেটার। নীল রঙের জার্সিতে গড়েছেন একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস। কিন্তু এই বছর মেগা নিলামের আগে ঈশান কিষাণকে (Ishan Kishan) মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দেয়। ১১.২৫ কোটি টাকার বিনিময়ে সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Hyderabad) দলে নিয়েছে এই ক্রিকেটারকে।

আজ আইপিএলে হায়দ্রাবাদের জার্সিতে প্রথম ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন ঈশান কিষাণ। রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাত্র ২৫ বলে অর্ধশতরান করেন এই তারকা ব্যাটসম্যান। জোফ্রা আর্চারের একটি ওভারে তিনি ৩ টি ছয় মারেন। এখনেই থেমে থাকেননি এই তারকা ব্যাটসম্যান ৪৫ বলে হায়দ্রাবাদের হয়ে অভিষেক ম্যাচেই দুরন্ত শতরান করেন। তার ব্যাটিং ইনিংসে এসেছে ১১ টি চার এবং ৬ টি চার। ফলে “ম্যাড ম্যান ফিরে এসেছেন” বলে উচ্ছাস প্রকাশ করছেন ক্রিকেটপ্রেমীরা। “এই আইপিএল (IPL 2025) মরসুম ঈশান কিষাণের হতে চলেছে” বলে মনে করছেন নেটিজেনরা। ভক্তরা চাইছেন মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষেও এই ধরনের ইনিংস খেলুন ঈশান। তারা লিখছেন “যদি ঈশান কিষাণ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এই ধরনের একটি ইনিংস খেলেন সেটা সবচেয়ে বড়ো ব্লকবাস্টার ইনিংসে হবে।”

এই তারকা ব্যাটসম্যানের উদযাপন নিয়েও মুম্বাই ইন্ডিয়ান্সকে মজার ছলে কটাক্ষ করেছেন ক্রিকেটপ্রেমীরা। একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “ঈশান কিষাণের (Ishan Kishan) উদযাপন কাব্য মারানের জন্য নয়। ওটা ছিল নিতা আম্বানির জন্য।” মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ছেড়ে দেওয়ার পরেও এই তারকা ব্যাটসম্যানের কামব্যাককে কুর্নিশ জানাচ্ছেন অনেকেই। লিখছেন, “মুম্বাই ইন্ডিয়ান্স ঈশান কিষাণকে ছেড়ে দিয়েছে। তাকে দলে ধরে রাখেনি এবং মেগা নিলামেও বাছাই করিনি। কিন্তু এর পরেও ঈশান হতাশ হননি। সে এই প্রত্যাখ্যানকে অনুপ্রেরণা হিসেবে নিয়েছে। লড়াই করেছে এবং শক্তি ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। কী অসাধারণ একটি ইনিংস!”

দেখে নিন ঈশান কিষাণকে নিয়ে ট্যুইট চিত্র-

https://x.com/Peaceful_Th/status/1903771704662302734?t=9KwXx220Icq1PmdZI_hz4Q&s=19

https://x.com/SPORTYVISHAL/status/1903766387958624752?t=P4KytNZPS_3wGa4_Szr2jA&s=19

https://x.com/SPORTYVISHAL/status/1903768898660647347?t=0EIEdKd1Mo2zwAgBSIW95g&s=19

https://x.com/mufaddal_vohra/status/1903765921220694222?t=jQ-az6qTtyOa3WqUmpnHLg&s=19

https://x.com/CricCrazyJohns/status/1903765864727621662?t=1lrxnzZ61-b3BDu2uq8eig&s=19

https://x.com/RealGoat_45/status/1903771186397634894?t=gr4hXNCYjpc0sCxMjKQJ-g&s=19

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *