এশিয়া কাপ শুরুর আগে দুঃসংবাদ, ছিটকে গেলেন তারকা খেলোয়াড় !! 1

আগামী মাসে থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ (Asia Cup 2025)। এশিয়া কাপের মঞ্চে টিম ইন্ডিয়া তাদের প্রস্তুতি নেওয়ার আগে ঘরোয়া ক্রিকেটে দলীপ ট্রফির আয়োজন করেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ফরম্যাটে ২-২ ব্যাবধানে সিরিজ ড্র করেছিল ভারত। আগস্টের শেষে ভারতের বাংলাদেশ সফরে যাওয়ার কথা থাকলেও ভারত যেতে অস্বীকার করে। যে কারণে আপাতত এশিয়া কাপের আগে পর্যন্ত ভারতীয় দলের কোনোরকম খেলা নেই। অন্যদিকে, ভারতীয় তারকাদের এবার দলিপি ট্রফিতে অংশ নিতে দেখতে পাওয়া যাবে। এবারের দলিপি ট্রফি অঞ্চল ভিত্তিক হতে চলেছে। এবারের দলিপি ট্রফি শুরু হওয়ার আগেই ধাক্কা খেল পূর্বাঞ্চল। গুরুতর চোটের কারণে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে হল তারকা খেলোয়াড়কে।

চোটের কারণে টুর্নামেন্ট থেকে গেলেন ছিটকে

Ishan Kishan, ঈশান কিষান
Ishan Kishan | Image: Getty Images

আসলে, পূর্বাঞ্চলে ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষানকে (Ishan Kishan) গুরু দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। ঈশান কিষান এবার দলিপি ট্রফি থেকে চোটের কারণে সরে দাঁড়ালেন। তাঁর অনুপস্থিতিতে পূর্বাঞ্চলের অধিনায়কত্বের দায়িত্ব এখন সামলাবেন অভিমন্যু ঈশ্বরন। চোটের কারণে ঈশান এই টুর্নামেন্টের অংশ হতে পারছেন না। তাঁর পরিবর্তে দলে ঢুকেছেন ওড়িশার আশীর্বাদ সোয়েন। আগামী ২৮ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে মরশুমের এই প্রথম বড় ঘরোয়া টুর্নামেন্ট। অন্য দলগুলির নেতৃত্বও ঠিক হয়ে গেছে। যেমন, উত্তরাঞ্চলের অধিনায়ক হিসাবে ভারতীয় টেস্ট দলের ক্যাপ্টেন শুভমান গিল, দক্ষিণাঞ্চলের দায়িত্বে তিলক বর্মা, আর পশ্চিমাঞ্চলের নেতৃত্বে  শার্দূল ঠাকুরকে রাখা হয়েছে।

Read More: বাগদান পর্ব সারার পরেই ধাক্কা অর্জুনের, ক্রিকেট জীবন শেষের পথে শচীন পুত্রের !!

ঈশান কিষানের (Ishan Kishan) কাছে বড় সুযোগ ছিল ঘরোয়া ক্রিকেটে অর্থাৎ আসন্ন দলিপি ট্রফির মঞ্চে ভালো প্রদর্শন দেখিয়ে ভারতীয় জাতীয় দলে এন্ট্রি নেওয়ার। ভারতের এই উইকেটকিপার-ব্যাটার আপাতত চোটের কারণে ক্রিকেটের বাইরে রয়েছেন। সূত্রের খবর, সম্প্রতি ই-বাইক থেকে পড়ে গিয়ে তাঁর হাতে চোট লাগে এবং কয়েকটি সেলাইও দিতে হয়েছে তাকে। বর্তমানে তিনি ব্যাঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাবের মধ্যে আছেন।

শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন ঈশান

Ishan Kishan
Ishan Kishan | Image: Twitter

তবে সুখবর হচ্ছে, এই চোট খুব গুরুতর নয়। চিকিৎসকরা তাঁকে কিছুদিনের জন্য বিশ্রামের পরামর্শ দিয়েছেন। অক্টোবরে ভারতের অস্ট্রেলিয়া যাওয়ার কথা রয়েছে। আপাতত ইংল্যান্ড সিরিজে পায়ে গুরুতর চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। যে কারণে, ভারতের সাদা বলের ফরম্যাটে দেখতে পাওয়া যেতে পারে ঈশানকে। বোর্ডের ঘনিষ্ট সূত্রের খবর, তাঁর রিহ্যাব ভালোভাবেই চলছে এবং সময়মতো জাতীয় দলের জন্য তিনি উপলব্ধ থাকবেন। ঈশান ভারতের হয়ে ২টি টেস্ট, ২৭টি ওডিআই এবং ৩২টি টি-টোয়েন্টি খেলেছেন।

Read Also: “ভারত গো-হারা হারবে…”, এশিয়া কাপের আগেই পাকিস্তানি দল নিয়ে আত্মবিশ্বাসী আকিব জাভেদ !

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *