ভারতীয় দলের তরুণ প্রতিভাবান ব্যাটসম্যান ঈশান কিষান (Ishan Kishan) এখন লাইমলাইট থেকে ধীরে ধীরে বাইরে চলে যাচ্ছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম ভাঙার জন্য আপাতত ভারতীয় ক্রিকেট থেকে দূরে রয়েছেন ঈশান কিষান। ভারতীয় দলের হয়ে একটানা ক্রিকেট খেলার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন ঈশান কিষান। গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজের জন্য স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু টি-টোয়েন্টি সিরিজে তাকে তার বদলে জিতেশকে সুযোগ দিতেই তিনি টেস্ট সিরিজ না খেলার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। এরপর দীর্ঘ ৮ মাস জাতীয় দলে ডাক পেতে দেখা যায়নি কিষানকে।
শুধু তাই নয়, তার প্রিয় বন্ধু শুভমান গিল (Shubman Gill) এই কঠিন সময়ে তাকে পাত্তা দিচ্ছেন না। প্রসঙ্গত, ভারতীয় দলের বর্তমান সময়ের ভাইস ক্যাপ্টেন শুভমান গিল ও ঈশান কিষান (Ishan Kishan) একে অপরের খুব কাছের বন্ধু। একদিকে ঈশান এখন দলের বাইরে তো অন্যদিকে ভারতীয় দলের হয়ে বড় দায়িত্ব পেয়েছেন শুভমান। এমনকি, বিসিসিআই কর্মকর্তারা পরবর্তী সময়ের জন্য শুভমান গিলকে ভারতীয় দলের ক্যাপ্টেন বানাতে প্রস্তুত।
Read More: মুম্বই থেকে ছুটি হচ্ছে হার্দিকের, এই ভারতীয় ক্যাপ্টেন নিচ্ছেন আবারও দায়িত্ব !!
ঈশানকে পাত্তা দিলেন না গিল
শুভমানকে প্রথমে জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতীয় দলের অধিনায়ক বানানো হয়েছিল। কিন্তু, সিরিজে গুরুদায়িত্ব পেলেও তিনি তার বন্ধু ঈশান কিষানকে জাতীয় দলে নির্বাচন করেননি। জিম্বাবুয়ে সফরে দলে ধ্রুব জুড়েল (Dhruv Jurel) ও সঞ্জু স্যামসনকে (Sanju Samson) দেখা গিয়েছিল। অধিনায়ক হওয়ার পরেও গিল তার বন্ধু ঈশানকে স্কোয়াডে সুযোগ দেননি।
২০১৬ সালের অনুর্দ্ধ ১৯ জাতীয় দলের ক্যাপ্টেন ছিলেন ঈশান কিষান (Ishan Kishan) এবং ২০১৮ সালের অনুর্দ্ধ ১৯ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন শুভমান গিল (Shubman Gill)। জাতীয় দলে ঈশানের আগে এন্ট্রি হয়েছিল শুভমানের। বেশিরভাব সময়েই ঈশানের থেকে বেশি প্রাধান্য শুভমান গিলকেই দেওয়া হয়েছে। যে কারণে, তিনি জাতীয় দলের ভাইস ক্যাপ্টেন। ক্ষমতা পাওয়ার পরেই বন্ধু ঈশানকে ভুলে গেলেন গিল। ঈশান ভারতীয় দলের হয়ে ২ টেস্ট, ২৭ ওডিআই, ও ৩২ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে ৭৮ রান,ওডিআই ফরম্যাটে ৯৩৩রান এবং টি-টোয়েন্টিতে ৭৯৬ রান বানিয়েছিলেন।