IPL 2025: আইপিএলে মাঝেই প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ ঈশান কিষাণের, এই কারণেই হারিয়েছেন ফর্ম !! 1

IPL 2025: সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Hyderabad) জার্সিতে চলতি আইপিএলে মাঠে নেমে দুরন্ত পারফর্মেন্স করে আলোচনায় উঠে এসেছিলেন ঈশান কিষাণ (Ishan Kishan)। এই দলের হয়ে অভিষেক ম্যাচেই তার ব্যাট থেকে এসেছিল বিধ্বংসী শতরান। কিন্তু এর পরেই ছন্দ হারিয়েছেন এই তারকা। শেষ ৩ ম্যাচে একবারও ঈশান কিষাণের (Ishan Kishan)রান দুই অঙ্কে পৌঁছাতে পারেনি। হঠাৎ করে এইরকম পরিবর্তন ভক্তদের চিন্তার মধ্যে ফেলেছে। এবার সামনে এলো ঈশান কিষাণের খারাপ পারফর্ম্যান্সের পিছনের নেপথ্য কাহিনী।

কেন ছন্দ হারিয়েছেন ঈশান?

IPL 2025: আইপিএলে মাঝেই প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ ঈশান কিষাণের, এই কারণেই হারিয়েছেন ফর্ম !! 2
Ishan Kishan | Image: Getty Images

সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Hyderabad) হয়ে প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিপক্ষে মাঠে নেমেছিলেন ঈশান (Ishan Kishan)। এই ম্যাচে ৪৭ বলে অপরাজিত ১০৬ রান সংগ্রহ করেছিলেন তিনি। যার ফলে হায়দ্রাবাদ ৪৪ রানে বিশাল জয় ছিনিয়ে নেয়। কিন্তু বর্তমানে পরপর ৩ ম্যাচে হারের সম্মুখীন হয়ে পয়েন্ট তালিকার একেবারে নিচে চলে গেছে প্যাট কামিন্সের (Pat Cummins) দল। এই গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে ব্যাট হাতে ২-এর ওপর রান সংগ্রহ করতে পারেননি ঈশান কিষাণ। সূত্র অনুযায়ী আইপিএল চলাকালীন প্রেমিকা অদিতি হুন্ডিয়ার (Aditi Hundia) সঙ্গে বিচ্ছেদ ঘটেছে এই তারকা ব্যাটসম্যানের। অদিতি মুম্বাই ইন্ডিয়ান্সের ভক্ত কিন্তু ঈশান কিষাণ (Ishan Kishan) বর্তমানে হায়দ্রাবাদের জার্সিতে খেলেছেন। এর ফলেই নাকি দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। এই কারণেই ঈশান কিষানের ব্যাটিং পারফরমেন্সের ওপরও প্রভাব ফেলেছে এই বিচ্ছেদের ঘটনা।

কে এই অদিতি হুন্ডিয়া?

IPL 2025: আইপিএলে মাঝেই প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ ঈশান কিষাণের, এই কারণেই হারিয়েছেন ফর্ম !! 3
Aditi Hundia | Image: Instagram

জয়পুরের বাসিন্দা অদিতি হুন্ডিয়া (Aditi Hundia) সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ। তিনি ২০১৭ সালে মিস ইন্ডিয়ার ফাইনালিস্ট ছিলেন এবং ২০১৮ সালে জেতেন মিস সুপার ন্যাশানাল ইন্ডিয়ার খেতাব। বর্তমানে মডেল হিসেবে অদিতি নিজের পরিচয় তৈরি করেছেন। এছাড়াও ফ্যাশনের দিকে থেকে ঈশান কিষাণের (Ishan Kishan) এই প্রাক্তন প্রেমিকা সোশ্যাল মিডিয়ায় চমক দিয়ে থাকেন। উল্লেখ্য ২০১৯ সালে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে চলা ফাইনালে আদিতি হুন্ডিয়াকে স্টেডিয়ামে উপস্থিত থেকে ঈশান কিষাণকে সমর্থন করতে দেখা যায়। এরপরই তাদের মধ্যে সম্পর্কের গুঞ্জন সামনে এসেছিল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *