ঈশান কিষাণের রক্তে মুম্বাই ইন্ডিয়ান্স, RCB'কে হারিয়ে নিজের পুরনো দলকে সাহায্য করলেন তিনি !! 1

IPL 2025: প্লে অফে কোন চার দল পৌঁছাবে তা স্পষ্ট হয়ে যাওয়ার পর এখন ফ্রাঞ্চাইজিগুলি পয়েন্ট তালিকার উপরের দিকে শেষ করার চেষ্টা করছে। ফলে প্রতিটি ম্যাচে‌ই ক্রিকেটের লড়াই আরও জমজমাট হয়ে উঠেছে। এই বছর আইপিএলে (IPL 2025) প্রথম থেকেই দুরন্ত ফর্মে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru)। প্লে অফে জায়গা করে নেওয়ার পর মনে করা হচ্ছিল আরসিবি (RCB) পয়েন্ট তালিকায় শীর্ষে থেকেই এবার লিগ পর্ব শেষ করবে। কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিপক্ষে হেরে অনেকটাই পিছিয়ে পড়েছে তারা। হায়দ্রাবাদের হয়ে ঈশান কিষাণ (Ishan Kishan) নিজের পুরনো দল মুম্বাই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) অনেকটাই সুবিধা করে দিলেন।

Read More: বাদ ভেঙ্কটেশ আইয়ার, ২০২৬ আইপিএলের আগেই এই প্রাক্তন তারকাকে ফিরিয়ে আনছে KKR !!

ঈশান কিষাণের বিধ্বংসী ইনিংস-

ঈশান কিষাণের রক্তে মুম্বাই ইন্ডিয়ান্স, RCB'কে হারিয়ে নিজের পুরনো দলকে সাহায্য করলেন তিনি !! 2
Ishan Kishan | Images: Getty Images

এই বছর আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের (RR) বিপক্ষে মাঠে নেমেছিল। ম্যাচে অরেঞ্জ বাহিনীদের হয়ে দুরন্ত শতরান করেন ঈশান কিষাণ (Ishan Kishan)। তার ব্যাট থেকে ৪৭ বলে অপরাজিত ১০৬ রান আসে। কিন্তু এরপর এই তারকা ব্যাটসম্যান একেবারেই ব্যাট হাতে ছন্দে ছিলেন না। লিগ পর্বের ১০ ম্যাচে মাত্র ১২৫ রান এসেছিল। যার ফলে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফে জায়গা করে নিতে পারেনি‌। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিপক্ষে শেষ ম্যাচে আবার‌ও জ্বলে উঠলেন ঈশান কিষাণ (Ishan Kishan)। ম্যাচে ৪৮ বলে অপরাজিত ৯৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই তারকা। তার ব্যাট থেকে আসে ৭ টি চার এবং ৫ টি ছয়। এই রানের ওপর ভর করে হায়দ্রাবাদ ৪২ রানে জয় তুলে নেয়। অন্যদিকে আরসিবি (RCB) হারের সম্মুখীন হ‌ওয়ার পর সুবিধা পেলো মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। হার্দিক পান্ডিয়াদের (Hardik Pandya) কাছে এখন পয়েন্ট তালিকায় শীর্ষে শেষ করার সুযোগ থাকলো।

সুবিধা পেলো মুম্বাই-

ঈশান কিষাণের রক্তে মুম্বাই ইন্ডিয়ান্স, RCB'কে হারিয়ে নিজের পুরনো দলকে সাহায্য করলেন তিনি !! 3
MI | Images: Getty Images

ঈশান কিষাণ (Ishan Kishan) মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) হয়ে দীর্ঘদিন নিজের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এই দল থেকেই নিজের পরিচিতি তৈরি করেছেন এই তারকা ব্যাটসম্যান। এবার তার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে ৯৪ রানের অপরাজিত ইনিংস মুম্বাই ইন্ডিয়ান্সকে (MI) পয়েন্ট তালিকায় এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। ফলে অনেকেই বলছেন যে ঈশান কিষাণের (Ishan Kishan) শরীরে এখনও ব‌ইছে মুম্বাইয়ের রক্ত। উল্লেখ্য হায়দ্রাবাদের (SRH) বিপক্ষে বেঙ্গালুরু জয় পেলে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছে যেত। হেরে যাওয়ার ফলে রজত পাটিদারের (Rajat Patidar) দল ১৭ পয়েন্ট নিয়ে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স (MI) ১৩ ম্যাচের মধ্যে ৮ ম্যাচে জয় তুলে নিয়ে মোট ১৬ পয়েন্ট সংগ্রহ করেছে। শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের (PBKS) বিপক্ষে জয় তুলে নিলে ১৮ পয়েন্টে পৌঁছে যাবে তারা। এর ফলে গুজরাট টাইটান্স (GT) তাদের শেষ ম্যাচে, পাঞ্জাব কিংস (PBKS) তাদের শেষ দুই ম্যাচে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) তাদের শেষ ম্যাচে হারের সম্মুখীন হলে তখন মুম্বাই ইন্ডিয়ান্স (MI) লিগ পর্বের শীর্ষে থেকে শেষ করবে। লিগ পর্বের শীর্ষে শেষ করলে প্লে অফে অনেকেই সুবিধা পাবে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দল।

Read Also: “আমি খেলতে পারবো না…” ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট থেকে সরে দাঁড়ালেন জসপ্রীত বুমরাহ, BCCI-এর মুখের উপর করলেন মন্তব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *