Ishan Kishan: আইপিএল ২০২৪’এর পয়েন্টস টেবিলে একেবারে শেষের পর্যায়ে সমাপ্ত হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স দলের আইপিএল যাত্রা। গত মৌসুমে মুম্বই দলের পারফরমেন্স ছিল খুবই নিম্নমানের, সুপারস্টারদের নিয়ে তৈরি এই দলের পারফর্মেন্স নিয়ে উঠেছে প্রশ্ন। তবে, মুম্বই ইন্ডিয়ান্স দলে বেশ কয়েক বছর ধরে ওপেনিং পজিশন নিয়ে উঠেছে প্রশ্ন। ভারতীয় দলের তারকা প্লেয়ার ঈশান কিষান এবং রোহিত শর্মার জুটি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সেভাবে সফল হতে পারেনি। তবে, আসন্ন আইপিএলে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে প্রস্তুত মুম্বই ফ্রাঞ্চাইজি।
MI দল থেকে বাদ পড়বেন ঈশান কিষান
আগামী ৩১ তারিখ প্রতিটি ফ্রাঞ্চাইজি তাদের দলের রিটেনশন তালিকা জমা দেবে। প্রতিটি ফ্রাঞ্চাইজিকে তাদের সেরা ৬ খেলোয়াড়কে বাছাই করার পরামর্শ দিয়েছে বিসিসিআই। তবে ২০২২ সালেই আইপিএল নিলামের সবথেকে ধনী ক্রিকেটার ঈশান কিষানকে হয়তো রিটেন করবে না মুম্বই ইন্ডিয়ান্স ফ্রাঞ্চাইজি। ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার আপাতত ভারতীয় দলের বাইরে রয়েছেন। আসলে বিসিসিআইয়ের নিয়ম ভঙ্গের শাস্তি পোয়াতে হচ্ছে ঈশানকে। এবার ঈশানকে নিয়ে সমাজ মাধ্যমে তৈরি হয়েছে জল্পনা, সূত্রের খবর অনুযায়ী, আসন্ন আইপিএলের নিলামে আবার দেখতে পাওয়া যাবে ঈশান কিষানকে (Ishan Kishan)। আসলে, ঈশান কিষানকে ছেড়ে দিতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স।
২০২৪ সালে মুম্বাই দলে ফিরে এসেছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। আর হার্দিক পান্ডিয়ার সঙ্গে ঈশান কিষানের বেশ ভালো সম্পর্ক। ভারতীয় দলের পকেট ডিনামাইট ঈশান কিষান (Ishan Kishan) হার্দিক পান্ডিয়াকে তার দুঃসময়ের সঙ্গী হিসাবে পেয়েছেন। হার্দিক পান্ডিয়া মন্তব্য করে বলেছেন, “প্রত্যেক ব্যক্তিই আলাদা। আমি মনে করি সবাই এমনভাবে ভাববে না। আমি মনে করি আমি যথেষ্ট ভাগ্যবান যে আমার চিন্তাভাবনা খুবই বাস্তব। আমি হার্দিক পান্ডিয়ার সঙ্গে অনেক সময় কাটিয়েছি। তিনি খুবই বাস্তববাদী লোক। সব জিনিস নিয়ে চোখের জল ফেলা ঠিক নয়। আমিও তাই নিয়ে ভাবতে শুরু করেছি।”
হার্দিক পান্ডিয়াকে নিয়ে বড় বয়ান দিলেন ঈশান
মুম্বই ইন্ডিয়ান্স দলে খেলার প্রসঙ্গে মন্তব্য করে ঈশান বলেছেন, “খুব অল্প বয়সেই আমাকে মুম্বাই ইন্ডিয়ান্স কিনেছিল। আমি দীর্ঘদিন ধরে হার্দিকের সাথে মেলামেশা করছি। তাই আমি জানি তিনি কেমন চিন্তা করেন এবং আমি জানি তিনিও চান আমি একজন মহান খেলোয়াড় হয়ে উঠি। তিনি তার বুদ্ধি আমার সাথে শেয়ার করেন, আমি এখন ভালো পর্যায়ে রয়েছি। এখন আর সেভাবে ভাবি না যেমন ভাবে আগে ভাবতাম, আগে আউট হলে মনে হতো ‘এইমাত্র কী হয়ে গেল, আমি এখন পরের ম্যাচে কীভাবে পারফর্ম করব ?’ তবে এখন এসব ভাবি না।”