ঝকঝকে আলোয় বল হারিয়ে ফেললেন ঈশান কিষান, ভিডিও ভাইরাল !! 1

IPL 2025: আজ দিনের দ্বিতীয় হাইভোল্টেজ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নেমেছে। এই ম্যাচের আগে ৫ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে হারের সম্মুখীন হয়ে সমালোচনার মুখে পড়েছিল হায়দ্রাবাদ। আজ ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে প্যাট কামিন্স সবরকমভাবে চেষ্টা চালাচ্ছেন। ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব কিংস। এর মধ্যেই ম্যাচের শুরুতেই ঈশান কিষাণের (Ishan Kishan) এক হাস্যকর ফিল্ডিং সামনে উঠে এলো।

Read More: IPL 2025: পুরান প্রলয়ে ধরাশায়ী গুজরাত, ঘরের মাঠে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস !!

প্রথম ইনিংসে পাঞ্জাব কিংসের হয়ে ওপেনিং করতে নেমেছেন প্রিয়াংশ আর্য এবং প্রভসিমরান সিং। উল্লেখ্য শেষ ম্যাচে প্রিয়াংশ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দুরন্ত একটি শতরান করে সকলের নজর কেড়েছিলেন। অন্যদিকে ম্যাচের প্রথম ওভারের দ্বিতীয় বলে মহম্মদ শামির করা বল প্রভসিমরান সামনের দিকে ঠেলে দেন। সেই বল দৌড়ে গিয়ে ঈশান কিষাণ (Ishan Kishan) বাউন্ডারি লাইনে পৌঁছানোর আগেই থামিয়ে দেন। কিন্তু তারপর বলটি পাশে থাকলেও এই তারকা ব্যাটসম্যান খুঁজে পাচ্ছিলেন না। ফলে কিছুক্ষণের জন্য একটি মজার নাটকীয় মুহূর্ত তৈরি হয়।

শেষে অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) এসে বলটি তুলে নেন। তিনি ঈশান কিষাণের এই কিংকর্তব্যবিমূঢ় হয়ে যাওয়ার পরিস্থিতি দেখে হেসে ফেলেন। বর্তমানে ভিডিও টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ঈশান কিষাণের সেই ফিল্ডিংয়ের ভিডিও-

Read Also: IPL 2025: “টুক টুক একাডেমীর হেড..”CSK’এর ব্যর্থতায় MS ধোনিকে কটাক্ষ করলেন ম্যাথু হেইডেন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *