অদিতি নয় বরং, এই পরম সুন্দরীর প্রেমে পাগল ঈশান কিষান, শীঘ্রই ঘুরবেন সাতপাক !! 1

Ishan Kishan: গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে নাস্তানাবুদ হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। হায়দ্রাবাদের মাঠেই গতকাল ৭ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে পৌঁছেছে মুম্বাই ইন্ডিয়ান্স। অন্যদিকে, এই তালিকায় নবম স্থানে বহাল থাকলো সানরাইজার্স হায়দ্রাবাদ। মুম্বাই ইন্ডিয়ান্স দলের বিরুদ্ধে সানরাইজার্সের ব্যার্থ ব্যাটিং নিয়ে সমাজ মাধ্যমে রিতিমতন চর্চা শুরু হয়েছে। দলের এই ব্যাটিং বিপর্যয়ের মাঝে থেমে থাকছে না অবাধ্য ‘ঈশান কিষানের’ অবাধ্যতা। চলতি আইপিএলের প্রথম ম্যাচে দুরন্ত ছন্দ দেখিয়েছিলেন ঈশান কিষান (Ishan Kishan)। ব্যাট হাতে ঈশান পরের সাত ইনিংসে মাত্র ৬.৬০ গড়ে ৩৩ রান বানিয়েছেন। গতকাল মুম্বইয়ের বিরুদ্ধে কঠিন সময়ে ব্যাটিং করতে আসেন ঈশান।

আইপিএল ২০২৫-এর মঞ্চে লাগাতার ব্যার্থ ঈশান কিষান

Ishan kishan,ipl 2025
Ishan Kishan | Image: Twitter

মাত্র চার বল খেলতে সক্ষম হয়েছিলেন ঈশান। দীপক চাহারের লেগ স্ট্যাম্পের বাইরের বলে আউট হয়েছিলেন ঈশান। যদিও, বোলার বা উইকেট কিপার ঈশানের আউটের আপিল করেননি, তবুও ঈশান নিজে থেকে চলে যেতে আম্পায়ার তাকে আউট করে দেন। আল্ট্রা এজে অবশ্য কিছুই ধরা পড়েনি, যা নিয়ে বড় ম্যাচ ফিক্সিংয়ের ইঙ্গিত দিয়েছে। যদিও, এই ম্যাচ শেষে অবাধ্য ঈশান তাঁর অবাধ্যতার পরিচয় দিলেন।

সদ্য বিসিসিআই তাঁদের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে। যেখানে জায়গা পেয়েছেন ঈশান কিষান (Ishan Kishan)। শেষবার যখন বিসিসিআই গাদের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছিল তখন অবাধ্যতার কারণে চুক্তি থেকে বাদ পড়েছিলেন তিনি। সূত্রের খবর, গতকাল ম্যাচে তার ব্যার্থতার পর তাকে রাতের বেলায় ‘পার্টি’ করতে দেখা গিয়েছে। নাইট ক্লাবে গিয়ে নাকি গভীর রাত পর্যন্ত মজা করেছেন ঈশান। সেখানে আবার নতুন বান্ধবীর সঙ্গেও সাক্ষাৎ হয় ঈশানের।

নতুন গার্লফ্রেন্ড পেয়েছে ঈশান

Ishan kishan
Ishan Kishan | Image: Getty Images

ভক্তদের ধারণা ঈশান কিষান (Ishan Kishan) নাকি আবার নতুন প্রেমে পড়েছেন। বেশ কিছুদিন আগে ঈশান কিষান ও অদিতি হুন্ডিয়ার মধ্যে সম্পর্ক বিচ্ছেদের একটি খবর ভেসে এসেছিল। যদিও আইপিএল শুরু হতে না হতেই আবার সেই খবর ধামাচাপা পরে গিয়েছিল। তবে, এবার ঈশান কিষানকে নিয়ে নতুন এক তথ্য সামনে উঠে এসেছে। সূত্রের দাবি, ঈশান কিষান ও অদিতির মধ্যে বেশ কিছু সময় ধরে সম্পর্কের টানাপোড়েন লক্ষ করা যাচ্ছে। যার জেরেই এবার ঈশান তার নতুন ‘ড্রিম গার্ল’-কে খুঁজে পেয়েছেন।

Read Also: Ishan Kishan: আউট না হয়েও মাঠ ছাড়লেন ঈশান কিষান, ম্যাচ ফিক্সিংয়ের গন্ধ পাচ্ছে ভারতের ক্রিকেট বোর্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *