KKR'এ আসছেন ঈশান কিষাণ, ব্যাটিং অর্ডারে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন এই তারকা !! 1

IPL 2025: এই বছর আইপিএলে বেশকিছু ফ্রাঞ্চাইজি তাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। গত বছরের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) চলতি টুর্নামেন্টে প্রথম থেকেই একের পর এক ম্যাচে হারের সম্মুখীন হয়ে পিছিয়ে পড়েছিল। প্লে অফে পর্যন্ত জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দল। ফলে আগামী মরসুমের জন্য এখন থেকেই ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন কর্মকর্তারা। দলের একাধিক সমস্যা নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। ২০২৬ আইপিএলের আগে নাইট শিবিরে একাধিক নতুন তারকা দেখা যেতে পারে। নতুন শক্তিশালী ওপেনিং ক্রিকেটারারের জন্য ইতিমধ্যেই একাধিক জনের নাম তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছেন ঈশান কিষান (Ishan Kishan)।

Read More: IND vs ENG: এই ৩ কারণের জন্য ইংল্যান্ড সফরে ভারতীয় দলের হার নিশ্চিত, চিন্তায় রয়েছেন গৌতম গম্ভীর !!

কলকাতায় আসছেন ঈশান কিষাণ-

KKR'এ আসছেন ঈশান কিষাণ, ব্যাটিং অর্ডারে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন এই তারকা !! 2
Ishan Kishan | Images: Getty Images

এই বছর আইপিএলে (IPL 2025) উদ্বোধনী ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিপক্ষে হারের সম্মুখীন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। টুর্নামেন্ট জুড়ে এখনও পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারেনি আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দল। ১৩ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে হারের সম্মুখীন হয়ে টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছাতে ব্যর্থ হয়েছে কেকেআর (KKR)। সবচেয়ে বেশি সমস্যায় ফেলেছে নাইটদের ওপেনিং জুটি‌। সুনীল নারিনের (Sunil Narine) সঙ্গে কুইন্টন ডি কক (Quinton de Kock) ও রহমানুল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz) কেউই ভরসা দিতে পারেননি। ধারাবাহিকভাবে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন নারিন। অন্যদিকে কলকাতার সবচেয়ে দামি তারকা ভেঙ্কটেশ আইয়ার‌ও (Venkatesh Iyer) সমর্থকদের হতাশ করেছেন। ফলে আগামী মরসুমের জন্য ব্যাটিং অর্ডারে একজন অভিজ্ঞ তারকাকে নিয়ে আসতে চাইছে কেকেআর (KKR)। এর মধ্যেই এক সাক্ষাৎকারে নাইটদের প্রাক্তন সদস্য বরুণ অ্যারন (Varun Aaron) ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন। তিনি বলেন, “দেশের উইকেটকিপার যিনি ওপেনিং করতে পারেন এইরকম কারোর দলে আসা উচিত। সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) হয়ে ৩ নম্বরে ব্যাট করছেন ঈশান কিষাণ (Ishan Kishan) । এই ব্যাটসম্যানকে কলকাতা নাইট রাইডার্সে আনা হলে দল অনেক উন্নতি করবে।” ফলে নাইট কর্মকর্তারা ঈশান কিষাণের (Ishan Kishan) দিকে বিশেষ নজর রাখবে বলে মনে করা হচ্ছে।

দুরন্ত ফর্মে রয়েছেন ঈশান কিষাণ-

KKR'এ আসছেন ঈশান কিষাণ, ব্যাটিং অর্ডারে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন এই তারকা !! 3
Ishan Kishan | Images: Getty Images

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) হয়ে বহু বছর ধরে নিজের অবদান রেখেছেন ঈশান (Ishan Kishan)। তিনি এই দলের হয়েই ধারাবাহিকভাবে ভালো পারফর্মেন্স করে আন্তর্জাতিক ক্রিকেটে‌ও জায়গা করে নিয়েছেন। তবে এই বছর মেগা নিলামের আগে মুম্বাই এই তারকা ব্যাটসম্যানকে ছেড়ে দেয়। নিলামে ১১.২৫ কোটি টাকার বিনিময়ে ঈশান কিষাণকে (Ishan Kishan) দলে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। অরেঞ্জ আর্মিদের হয়ে চলতি টুর্নামেন্টের প্রথম ম্যাচেই রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে এই তারকা দুরন্ত শতরান করেছিলেন। এছাড়াও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) বিপক্ষে শেষ ম্যাচে ৪৮ বলে অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলেন তিনি। এখনও পর্যন্ত এই বছর আইপিএলে ঈশান কিষাণ (Ishan Kishan) ১৩ ম্যাচে ৩২৫ রান সংগ্রহ করেছেন। অন্যদিকে বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতেও সম্প্রতি ফিরে এসেছেন ঈশান। ফলে খুব তাড়াতাড়ি ভারতীয় টি-টোয়েন্টি দলে তিনি ফিরতে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

Read Also: TOP 3: ঘোষিত ইংল্যান্ড সফরের স্কোয়াড, নির্বাচকদের তিন সিদ্ধান্ত বোধগম্য হচ্ছে না ক্রিকেটজনতার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *