ishan-kishan-brilliance-for-jharkhand

গত ডিসেম্বর থেকে ঈশান কিষণ (Ishan Kishan) বনাম বোর্ড ঠাণ্ডা যুদ্ধ চলে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে মানসিক স্বাস্থ্যের অবনতির কারণে সরে দাঁড়ান তিনি। ঝাড়খণ্ডের তরুণ উইকেটরক্ষক-ব্যাটারের ছুটির আবেদন মঞ্জুর করেছিলো বিসিসিআই। কিন্তু এরপর ঈশানের কার্যকলাপ জায়গা করে নেয় আতসকাঁচের নীচে। দুবাইরে বর্ষবরণের পার্টিতে যোগ দেওয়া বা বেসরকারী টিভি চ্যানেলের অনুষ্ঠানে সামিল হওয়ার মত কাজ সমর্থন করতে পারেন নি কর্মকর্তারা। এরপর জাতীয় দলে ফেরার জন্য তাঁকে নির্দেশ দেওয়া হয়েছিলো ঘরোয়া ক্রিকেট খেলতে। রাজী হন নি ঈশান (Ishan Kishan)। শৃঙ্খলাভঙ্গের দায়ে এরপর তাঁকে কেন্দ্রীয় চুক্তি থেকেও ছেঁটে ফেলা হয়েছিলো। এরপর ফ্র্যাঞ্চাইজি লীগ ছাড়া বিসিসিআই-এর অনুমোদনপ্রাপ্ত কোনো টুর্নামেন্টেই দেখা যায় নি তাঁকে। ঈশানের লম্বা অপেক্ষার পালা সাঙ্গ হয়েছে বুচিবাবু ট্রফিতে।

Read More: ৬, ৬, ৬, ৬…সুপারহিট দিল্লী প্রিমিয়ার লীগ, ব্যাট হাতে ঝড় তুললেন আয়ুষ বাদোনি !!

প্রথম ইনিংসে করেছিলেন দুর্দান্ত শতরান-

Ishan Kishan | Image: Twitter
Ishan Kishan | Image: Twitter

গত আট মাসে আইপিএল (IPL) ছাড়া কোনো রকম প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেন নি ঈশান কিষণ (Ishan Kishan)। প্রত্যাবর্তনে কেমন পারফর্ম্যান্স করেন সেদিকে নজর ছিলো সকলের। অনুরাগীদের আশ্বস্ত করেছে তাঁর ব্যাটিং। মধ্যপ্রদেশের বিরুদ্ধে বুচি বাবু টুর্নামেন্টের প্রথম ইনিংসেই দুর্দান্ত ছন্দে দেখা গিয়েছে তাঁকে। তিরুনেলভেলির মাঠে ঝাড়খণ্ডের হয়ে পাঁচ নম্বরে নেমেছিলেন তিনি। শুরুটা করেছিলেন সাবধানে। ৬১ বলে পেরোন অর্ধশতকের মাইলস্টোন। এরপর হাত খুলতে দেখা গিয়েছিলো তাঁকে। পরবর্তী ৩৯ বলের মধ্যে মারেন ৯টি ছক্কা। ৮৬ বলে ছুঁয়ে ফেলেন তিন অঙ্কের গণ্ডী। ১০৭ বলে তাঁর ১১৪ রানের চমৎকার ইনিংসটিই মধ্যপ্রদেশের বিরুদ্ধে সুবিধাজনক অবস্থানে রেখেছিলো ঝাড়খণ্ডকে। মোট ১০টি ছক্কায় ইনিংস সাজান ঈশান কিষণ (Ishan Kishan)।

ম্যাচ জয়ের নায়ক ঈশান কিষণ-

Ishan Kishan | Image: Getty Images
Ishan Kishan | Image: Getty Images

প্রথম ইনিংসে মধ্যপ্রদেশ থেমেছিলো ২২৫ রানে। জোড়া অর্ধশতক করেছিলেন শুভম কুশওয়া ও আরহাম আকিল। জবাবে ব্যাট করতে নামা ঝাড়খণ্ড ১০৮ রানের মধ্যে প্রথম ৩ উইকেট হারিয়েছিলো। এরপর ক্রিজে আসেন ঈশান কিষণ (Ishan Kishan)। অধিনায়কের দাপুটে শতরানের সৌজন্যে প্রথম ইনিংসে লিড নিতে সক্ষম হয় ঝাড়খণ্ড। তারা করে ২৮৯ রান। দ্বিতীয় ইনিংসে মধ্যপ্রদেশ তোলে ২৩৮। ৬৪ রানে এগিয়ে থাকর দরুণ ঈশানদের জন্য লক্ষ্যমাত্রা ছিলো ১৭৫। কিন্তু পরপর উইকেট তুলে নিয়ে এগিয়ে গিয়েছিলো মধ্যপ্রদেশ। অধিনায়ক ঈশানের (Ishan Kishan) ব্যাটেই লড়াইতে ফেরে ঝাড়খণ্ড। একটা সময় তাদের প্রয়োজন ছিলো ১২ রান। হাতে ছিলো ২ উইকেট। রোমহর্ষক পরিস্থিতিতে ঝাড়খণ্ডকে বৈতরণী পেরোতে সাহায্য করে অধিনায়কের ব্যাট’ই।

ইনিংসের ৫৫তম ওভারে বোলিং করছিলেন বাম হাতি স্পিনার আকাশ রাজাওয়াত। ওভারের প্রথম ডেলিভারিটিতে কোনো রান হয় নি। দ্বিতীয় ডেলিভারিটি ডিপ মিড উইকেটের উপর দিয়ে উড়িয়ে দেন। এরপরের বলটিতেও রান আসে নি। ফের একবার ঈশানের (Ishan Kishan) ব্যাট ঝলসে ওঠে চতুর্থ ডেলিভারিটিতে। আরও একবার ডিপ মিড উইকেটের উপর দিয়েই বল উড়ে গিয়ে আছড়ে পড়ে দর্শকাসনে। জোড়া ছক্কা হাঁকিয়ে জয় ছিনিয়ে নেয় ঝাড়খণ। ৫৮ বলে ম্যাচ জেতানো ৪১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ঈশান কিষণ (Ishan Kishan)। বুচি বাবু টুর্নামেন্টে ঝাড়খণ্ডের পরবর্তী ম্যাচ হায়দ্রাবাদের বিরুদ্ধে। যদি সেখানেও জয় আসে তাহলে গ্রুপ-এ থেকে প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে পা রাখতে পারে তারা। কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত ঈশান অ্যান্ড কোং।

দেখে নিন ঈশানের ঝোড়ো ব্যাটিং-

Also Read: বাংলাদেশ সিরিজ থেকে বাদ পড়ছেন সরফরাজ খান, শেষ সিরিজে ভালো খেলেও পেলেন না দলে সুযোগ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *