ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের বাকি রয়েছে আর মাত্র কয়েকটি ম্যাচ। তবে ইতিমধ্যেই কেবলমাত্র ১৪ বছর বয়সেই খবরের শিরোনামে উঠে এসেছেন বিহারের বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। গুজরাট টাইটানসের বিরুদ্ধে বড় ইনিংস খেলেন বৈভব তার দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনীতে মুগ্ধ গোটা বিশ্ব খুব শীঘ্রই পেতে পারেন ভারতীয় দলেও (Team India) ডাক এমনটা আশা রাখছে সমর্থকরা। তবে জাতীয় দলে তিনি এন্ট্রি নিলে ক্যারিয়ার শেষ হতে পারে বেশ কয়েকজন তারকা ভারতীয় খেলোয়াড়ের।
শতরান হাঁকিয়ে আলোড়ন সৃষ্টি করলেন বৈভব

বৈভব এবারের আইপিএলে রাজস্থান রয়্যালস দলের একজন সদস্য চলতি মৌসুমে রাজস্থান দলগতভাবে সেভাবে প্রদর্শন দেখাতে ব্যর্থ হয়েছে তবে দলের তারকা ওপেনার বৈভব বেশ প্রভাব বিস্তার করেছেন। তারকা ওপেনার এবরের আইপিএলে ব্যাট হাতে প্রথম ম্যাচেই ছক্কা হাঁকিয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করে ছিলেন। প্রথম ম্যাচে লখনৌয়ের বিপক্ষে প্রথম ম্যাচেই ৩৪ রানের ইনিংস খেলেছিলেন। এরপর দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে বৈভব দ্রুত ১৬ রান বানিয়েছিলেন এবং তৃতীয় আইপিএল ম্যাচেই কীর্তিমান রচনা করে ফেললেন বৈভব।
Read More: IPL 2025: ইরফান পাঠানের পর বাদ নভজ্যোত সিং সিধু? ধারাভাষ্যকারের তালিকায় বদল আনছে বিসিসিআই !!
বৈভব তরুণ ভারতীয় হিসাবে আইপিএলের মঞ্চে শতরান হাঁকিয়েছেন। শুধু তাই নয়, বৈভব ভারতীয় খেলোয়াড়দের মধ্যে সবথেকে দ্রুত আইপিএল সেঞ্চুরিও করে ফেললেন। মাত্র ৩৫ বলে বৈভবের ব্যাট থেকে এসেছিল শতরান। মোহম্মদ সিরাজ (Mohammed Siraj), প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna), রশিদ খান (Rashid Khan), ঈশান্ত শর্মাদের (Ishant Sharma) মতন তারকা বোলারদের বিরুদ্ধে দ্রুততম সেঞ্চুরি বানিয়ে খবরের শিরোনামে উঠে এসেছিলেন বৈভব। গুজরাতের বিরুদ্ধে বৈভব ৩৮ বলে ৭টি চার এবং ১১টি ছক্কায় ১০১ রানের বিধ্বংসী ব্যাটিং করে আইপিএলের একাধিক রেকর্ডও ভেঙে দিয়েছেন। তাঁর এই দুরন্ত ব্যাটিংয়ের জন্য তাকে জাতীয় দলেও (Team India) খুব শীঘ্রই ডাক দেওয়া হতে পারে।
কপাল পুরলো ঈশান-পৃথ্বীর

বৈভব জাতীয় দলে এন্ট্রি নিলে কপাল পুড়বে বেশ কিছু তরুণ খেলোয়াড়ের। বিশেষ করে পৃথ্বী শ (Prithvi Shaw) ও ঈশান কিষানদের (Ishan Kishan) মতন তারকা ক্রিকেটাররা জাতীয় দলে আর সুযোগ নাও পেতে পারেন। চলতি আইপিএলে দল পাননি পৃথ্বী এবং তাঁর ভবিষ্যতেও জাতীয় দলে ফেরার কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে, ঈশান কিষান প্রথম ম্যাচে শতরান হাঁকানোর পর থেকে বাঁকি ম্যাচ গুলিতে রান পাননি। এমনিতেও গত বছর বিসিসিআইয়ের নিশানায় উঠে এসেছিলেন ঈশান এবং বিসিসিআইয়ের নিয়ম না মানার জন্য তাকে কেন্দ্রীয় চুক্তি থেকেও বার করা হয়েছিল। বৈভবের এই দুরন্ত ইনিংসের পর ভক্তদের ধারণা ঈশান কিষান ও পৃথ্বী শর পক্ষে জাতীয় দলে (Team India) সুযোগ পাওয়াটা আরও কঠিন হয়ে দাঁড়ালো।