বিশ্বকাপের আগে শেষ টি-২০ সিরিজ খেলতে নামছে ভারত ও নিউজিল্যান্ড (IND vs NZ)। বিশ্বকাপের আগে সাধারণত পরীক্ষা-নিরীক্ষা সেরে নিতে চাইবে দলের কোচ ও ক্যাপ্টেন। এই সিরিজেই প্রথমে সেরা একদশ বাছাই করে নিতে চাইবে দল। টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীরের সামনে আপাতত স্বস্তির কোনও জায়গা নেই। ওয়ান ডে সিরিজে ব্যর্থতার জেরে তিনি এখন চাপের মুখে রয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ গম্ভীরের কাছে ব্যক্তিগতভাবেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুধু গৌতম গম্ভীরের কাছে নয়, এবারের টি-টোয়েন্টি দলে কামব্যাক করতে দেখা যাবে ঈশান কিষান (Ishan Kishan) এবং শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer)।
তবে ওয়ান ডে সিরিজে ব্যর্থতার রেশ যে টি-টোয়েন্টি দলে এসে পড়েছে, তা অস্বীকার করা যায় না। কোচ গম্ভীরের মাথায় ঘুরছে অধিনায়ক সূর্যকুমার যাদবের ফর্ম। ক্যাপ্টেন নিজেই ছন্দে নেই। গত বছরে ১৯টি ম্যাচে তাঁর সংগ্রহ ছিল মাত্র ২১৮ রান। কোনো হাফ সেঞ্চুরিও আসেনি তাঁর ব্যাট থেকে। তবে গম্ভীরের কোচিং অধ্যায়ের সবচেয়ে ইতিবাচক দিক এখনও পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেট। এই ফরম্যাটে তাঁর অধীনে ভারত ২৭টি ম্যাচে জয় পেয়েছে ২৩টিতে। এই দুর্দান্ত সাফল্যের হারই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতকে কিছুটা এগিয়ে রাখছে।
Read More: ওয়ানডের ব্যর্থতা ভুলে নতুন শুরু টিম ইন্ডিয়ার, কিভাবে ফ্রিতে দেখবেন IND vs NZ টি-20 সিরিজ ?
একাদশে খেলার সুযোগ পাবেন ঈশান কিষান

কিউইদের বিরুদ্ধে ওপেনিংয়ে অভিষেক শর্মা (Abhishek Sharma) ও তাঁর সঙ্গী হবেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। তাছাড়া, তিলক ভার্মার চোটে মিডল অর্ডারে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছিল। শ্রেয়স আইয়ারের নাম আলোচনায় এলেও ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক স্পষ্ট করে দেন – আসন্ন বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে তিন নম্বরে নামবেন ঈশান কিষান (Ishan Kishan), আর চার নম্বরে ব্যাট করবেন সূর্যকুমার যাদব।
ক্যাপ্টেন সূর্য মন্তব্য করে বলেছেন, বুধবার তিনি বলেন, “ঈশান তিনে ব্যাট করবে। কারণ ও বিশ্বকাপ দলের সদস্য। ওকে আগে সুযোগ দেওয়া উচিত। দুই বছরের বেশি সময় থেকেই ও দলের বাইরে। ভারতের হয়েও খেলেননি তিনি। তবে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে খেলেছেন তিনি। বিশ্বকাপের দলে ঈশান কিষান রয়েছেন সেই হিসাবে শ্রেয়সের আগে ওর সুযোগ প্রাপ্য। যদি চার বা পাঁচে ব্যাটিংয়ের সম্ভাবনা দেখা দিত, তখন বিষয়টা আলাদা হত। দুর্ভাগ্যবশত আমরা তিলককে পাচ্ছি না। তাই ঈশানকে নিয়েই আমাদের এগোতে হবে।”