IPL 2025: কিচ্ছু করতে পারলেন না জয় শাহ, আইপিএল নিলামে নাকের নিচ থেকে তার দুই শত্রু ছিনিয়ে নিলো ৩৮ কোটি টাকা !! 1

IPL 2025 Auction: গতকাল সমাপ্ত হয়েছিল প্রথম দিনের নিলাম। নিলামের মঞ্চে দ্বিতীয় দিনের লড়াই শুরু হয়েছে। নিলামের মঞ্চে সমস্ত ফ্র্যাঞ্চাইজি বিভিন্ন খেলোয়াড়ের উপর টাকার বৃষ্টি করেছে। এদিকে নিলামের প্রথম দিনে দুই জন এমন খেলোয়াড় রয়েছেন যাদের জন্য ৩৮ কোটি টাকা খরচ করেছে দুই ফ্রাঞ্চাইজি। জয় শাহের (Jay Shah) অপছন্দের দুই খেলোয়াড়কে সুযোগ পেয়েছে ফ্রাঞ্চাইজি।

আসলে, বিসিসিআই সচিব জয় শাহের ভারতীয় দলের ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান ঈশান কিষানের (Ishan Kishan) সঙ্গে একটি খারাপ সম্পর্ক তৈরি হয়েছে জয়ের। চলতি বছর ঘরোয়া ক্রিকেট না খেলার কারণে শ্রেয়স ও ঈশানকে উচিত শিক্ষা শিখিয়েছেন জয়। আসলে ভারতীয় দলের তারকা খেলোয়াড় ঈশান কিষান জাতীয় দলে খেলার সময় মানসিক ভাবে দুর্বল হয়ে পড়েন তাই তিনি কিছুদিন দল থেকে দূরে ছিলেন। তবে যখন তার কামব্যাক করার জন্য বিসিসিআই ঘরোয়া ক্রিকেট খেলতে বলে তখন তিনি তা উপেক্ষা করে আইপিএলের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

Read More: IPL 2025: ‘আনসোল্ড’ মুস্তাফিজুর, নাইট শিবিরে নাম লেখালেন স্পেন্সার জনসন, সবার নজর অলরাউন্ডারদের উপর !!

শ্রেয়স-ঈশানকে BCCI চুক্তি থেকে ছাঁটাই করেছিলেন জয়

Jay shah, ipl 2025
Jay Shah | Image: Getty Images

শুধু ঈশান নয়, শ্রেয়াসকেও ঘরোয়া ক্রিকেটে মন দিতে জানিয়েছিল ক্রিকেট বোর্ড। তাই, অজিত আগারকারের পরামর্শে ঈশান কিষান (Ishan Kishan) ও শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি থেকে বাদ দিয়েছিল বিসিসিআই। তবে এবার আইপিএল নিলামের মঞ্চে গত বছরের আইপিএল জয়ী অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে পাঞ্জাব কিংস ২৬.৭৫ কোটি টাকায় কিনেছে, আর ঈশান কিষানকে ১১.২৫ কোটি টাকায় কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। উভয় খেলোয়াড়কে দলে পেতে ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে ৩৮ কোটি টাকা খরচ করেছে।

গত বছর কলকাতা ফ্রাঞ্চাইজের হয়ে আইপিএল শিরোপা জয় করেছিল শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) এবং এই মৌসুমে পাঞ্জাব কিংস দলের হয়ে তাকে অধিনায়কত্ব করতে দেখা যেতে পারে। আসলে দিল্লী ফ্রাঞ্চাইজের হয়ে খেলার সময় শ্রেয়াসদের কোচ ছিলেন রিকি পন্টিং (Ricky Ponting)। তাই পন্টিং তার দলে ফিরিয়ে আনলেন শ্রেয়াসকে।

নিলামে প্রচুর দাম পেলেন শ্রেয়স-ঈশান

Shreyas iyer and ishan kishan ,ipl 2025
Shreyas Iyer and Ishan Kishan | Image: Twitter

অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ দলের কথা বলতে গেলে, দলের ব্যাকআপ উইকেট কিপার এবং একজন ভারতীয় টপ অর্ডার ব্যাটসম্যানের প্রয়োজন ছিল। ঈশান কিষানকে সেই জায়গা দিতে পেরে বেশ খুশি সানরাইজার্স ফ্রাঞ্চাইজি মালিকেরা। এর আগে ঈশানকে মুম্বাই ইন্ডিয়ান্স দলের জার্সিতে বেশ বহু বছর খেলতে দেখা গিয়েছে। ঈশানকে ছাড়াই এবার নতুন অভিযান শুরু করতে চায় মুম্বই ইন্ডিয়ান্স।

Read Also: IPL 2025: ‘ঘরের ছেলে’কে ঘরছাড়া হতে দিলো না মুম্বই, অকশনের শেষ মুহূর্তে ফেরালো অর্জুন তেন্ডুলকরকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *