is-shubman-gill-dating-avneet-kaur

ভারতীয় ক্রিকেটের আকাশে নবতম তারকাদের একজন শুভমান গিল (Shubman Gill)। ইতিমধ্যেই তিন ফর্ম্যাটে শতরান করেছেন। দেশকে নেতৃত্ব দেওয়ার কৃতিত্বও অর্জন করে ফেলেছেন। বর্তমানে শুভমানের বয়স মাত্র ২৪। কিন্তু এর মধ্যেই মাঠে ও মাঠের বাইরে নিজের আলাদা পরিচিত বা ব্র্যান্ড তৈরিতে সক্ষম হয়েছেন তিনি। তাঁর ব্যাটিং পারফর্ম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও তুমুল আগ্রহ রয়েছে ক্রিকেটজনতার মধ্যে। বিশেষ করে কাকে ‘ডেট’ করছেন তিনি তা নিয়ে প্রায়শই হইচই হয় সোশ্যাল মিডিয়ায়। এতদিন জল্পনা ছিলো যে শচীন তনয়া সারা তেন্ডুলকরের (Sara Tendulkar) সাথে সম্পর্কে রয়েছেন তিনি। গুঞ্জন ছড়িয়েছিলো বলি অভিনেত্রী সারা আলি খান’কে নিয়েও। কিন্তু বর্তমানে নেটজনতার একাংশ মনে করছেন যে সারা অধ্যায় আপাতত অতীত শুভমানের (Shubman Gill) জীবনে। তাঁর মনের চিত্রপটে জায়গা করে নিয়েহেন আরেক অভিনেত্রী-অভিনীত কৌর।

Read More: IPL 2025: অধিনায়কত্বের প্রস্তাব ফেরালেন KL রাহুল, দিল্লীকে নেতৃত্ব দেবেন অক্ষর প্যাটেল !!

অভনীতের সাথে প্রেম করছেন শুভমান?

Avneet Kaur | Image: Twitter
Avneet Kaur | Image: Twitter

৪ মার্চ দুবাইয়ের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলো ভারত ও অস্ট্রেলিয়া। সেই ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন অভনীত কৌর। নিজেই ইন্সটাগ্রামে পোস্ট করেন সেই ছবি। ক্যাপশনে লেখেন, “ইন্ডিয়া, ইন্ডিয়া। আপনারা কি খেলা দেখছেন?” নীল শার্ট ও সাদা ট্রাউজার্স পরিহিতা অভনীতের ছবিটি বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইন্সটাগ্রামে তা লাইক করেছেন ৯ লক্ষেরও বেশী মানুষ। শুভমানের (Shubman Gill) সাথে তাঁর ‘ডেটিং;-এর জল্পনাও বাড়িয়ে দিয়েছে এই ছবিটিই। পূর্বে একাধিক বার একসাথে দেখা গিয়েছে দু’জনকে। লন্ডনের রাস্তায় একসাথে ফ্রেমবন্দীও হয়েছিলেন তাঁরা। সাথে অবশ্য ছিলেন আরও বেশ কয়েকজন। এছাড়া শুভমানের (Shubman Gill) জন্মদিনে একটি বিশেষ পোস্ট’ও সোশ্যাল মিডিয়ায় করেছিলেন অভনীত, তাও গুঞ্জনের পালে হাওয়া লাগিয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞমহল। দু’জনেই অবশ্য বিষয়টি নিয়ে মুখ খোলেন নি।

দেখে নিন অভনীতের পোস্ট’টি-

ফর্মে রয়েছেন শুভমান গিল-

Shubman Gill | Image: Getty Images
Shubman Gill | Image: Getty Images

অস্ট্রেলিয়া সফরের ব্যর্থতা কাটিয়ে ব্যাট হাতে ছন্দে ফিরেছেন টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি শুভমান গিল (Shubman Gill)। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে টানা তিনটি ম্যাচে পঞ্চাশের উপর রান করেছেন। আহমেদাবাদে শেষ ম্যাচটিতে করেছিলেন শতরান’ও। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) শুরুটাও করেছিলেন সেঞ্চুরি করে। বাকি ম্যাচগুলিতেও নজর কেড়েছেন ব্যাট হাতে। ধারাবাহিকতার পুরষ্কারও মিলেছে। বাবর আজম’কে (Babar Azam) সরিয়ে আইসিসি র‍্যাঙ্কিং-এর শীর্ষস্থানে পা রেখেছেন ফাজিলকার তরুণ তুর্কি। একইসাথে ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটারের পুরষ্কারও জিতেছেন তিনি। এই ধারাবাহিকতা আগামীতেও বজায় রাখাই লক্ষ্য শুভমানের (Shubman Gill)। সামনে রয়েছে আইপিএল (IPL)। গতবার গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসেবে সাফল্য পান নি। এবার সেই আক্ষেপ মেটানোর সংকল্প রয়েছে তাঁর।

Also Read: কে এল বা ফাফ নয়, এই বিশ্বকাপজয়ী তারকা পেলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *