is-ct-2025-white-elephant-for-pakistan

CT 2025: ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) পাকিস্তানের জন্য আক্ষরিক অর্থেই ‘ড্রিম প্রজেক্ট’ বলা চলে। ১৯৯৬-এর ওডিআই বিশ্বকাপের ২৯ বছর পর আইসিসি’র কোনো প্রথম সারির টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পেয়েছে তারা। প্রস্তুতিতে কোনো রকম ফাঁকফোকর রাখতে রাজী নয় পিসিবি। আটদলীয় প্রতিযোগিতার জন্যই লাহোর, করাচী ও রাওয়ালপিন্ডির মাঠকে ঢেকে সাজিয়েছে তারা। যুদ্ধকালীন তৎপরতায় চলেছে আউটফিল্ড, গ্যালারি, ড্রেসিংরুমের পরিকাঠামো উন্নয়নের কাজ। ক্রিকেটজনতার মধ্যেও ব্যাপক উৎসাহ, উদ্দীপনা রয়েছে টুর্নামেন্টকে ঘিরে। টিকিট বিকোচ্ছে দেদার। কেবল পাকিস্তানের ম্যাচ নয়, ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া (ENG vs AUS) দ্বৈরথ চলাকালীনও তিলধারণের জায়গা ছিলো না গদ্দাফি স্টেডিয়ামে। এত প্রস্তুতি, এত উৎসাহ সত্ত্বেও চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) আয়োজন কি আদৌ লাভজনক হলো পিসিবির জন্য? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।

Read More: CT 2025: পাঁচ দিনেই বিদায় পাকিস্তানের, আয়োজক হয়েও চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেন ‘অতিথি’ বাবর-রিজওয়ানরা !!

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য খরচ আকাশছোঁয়া-

IND vs PAK | CT 2025 | Image: Getty Images
IND vs PAK | CT 2025 | Image: Getty Images

চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) আয়োজন করতে গিয়ে কোষাগার কার্যত খালি করতে হয়েছে পিসিবি’কে। কেবল তিনটি স্টেডিয়ামের সংস্কারের কাজেই খরচ হয়েছে ১২৮০ কোটি পাকিস্তানী রুপি। ভারতীয় মুদ্রায় টাকার অঙ্কটা প্রায় ৪০০ কোটির কাছাকাছি। এই মুহূর্তে পাকিস্তানের অর্থনীতির যা অবস্থা তাতে এই পরিমাণ অর্থ কেবল স্টেডিয়ামের মানোন্নয়নের কাজে খরচ করার সামর্থ্য তাদের রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। পড়শি দেশে পা রাখে নি টিম ইন্ডিয়া (Team India)। তাদের ম্যাচগুলি দুবাইতে আয়োজন করতে হচ্ছে পিসিবি’কে। সেই ম্যাচগুলির জন্য বাড়তি অর্থ গুণতে হচ্ছে তাদের। যা চাপ আরও বাড়িয়েছে পাক ক্রিকেট সংস্থার কোষাগারের উপর। যে পরিমাণ অর্থ বিনিয়োগ করছে তারা তা ফেরত আসবে কিনা সে বিষয়ে রয়েই গিয়েছে ধন্দ।

পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। ২০০৯ সালে লাহোরে টেস্ট ম্যাচ খেলতে যাওয়ার পথে জঙ্গী হামলার শিকার হয়েছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। এরপর এক দশক আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করা যায় নি পাকিস্তানের মাটিতে। চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) চলাকালীন বিদেশী দর্শকদের অপহরণের ছক কষছে জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট, জানা গিয়েছে গোয়েন্দা রিপোর্ট মারফত। কোনো অনভিপ্রেত ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করার জন্য এই মুহূর্তে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে লাহোর, করাচী ও রাওয়ালপিন্ডিকে। ম্যাচের দিক বন্ধ রাখা হচ্ছে আশেপাশের দোকানপাট, সাধারণ জনতার চলাফেরার ক্ষেত্রেও থাকছে বিধিনিষেধ। এই নিরাপত্তার লৌহবলয় প্রস্তুত করতেও প্রচুর অর্থ যে খরচ করতে হচ্ছে পাকিস্তানকে তা বলাই বাহুল্য।

বাবর’দের পারফর্ম্যান্স হতাশাজনক-

Pakistan Cricket Team | CT 2025 | Image: Getty Images
Pakistan Cricket Team | CT 2025 | Image: Getty Images

২০১৭-তে ক্রিকেটদুনিয়াকে কার্যত চমকে দিয়েই ট্রফি জিতে নিয়েছিলো পাকিস্তান। ফাইনালে তারা হারিয়েছিলো ‘ফেভারিট’ ভারতকে। এবার দেশের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) খেতাব ধরে রাখবে ‘মেন ইন গ্রিন’ স্বপ্ন দেখেছিলেন সমর্থকেরা। তাদের এগিয়ে রাখছিলেন রবি শাস্ত্রী, রিকি পন্টিং-দের মত বিশেষজ্ঞরাও। কিন্তু মাঠে সেই প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ করতে পারেন নি বাবর আজম, মহম্মদ রিজওয়ানরা (Muhammad Rizwan)। ১৯ তারিখ উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬০ রানের ব্যবধানে হেরেছে পাক শিবির। ২৩ তারিখ ‘ডু অর ডাই’ ম্যাচে ভারতের বিরুদ্ধে হারতে হয়েছে ৬ উইকেটের ব্যবধানে। অঙ্কের হিসেবে যেটুকু আশা বেঁচে ছিলো তাও গতকাল মিলিয়ে গিয়েছে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে বসায়। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে যে উচ্ছ্বাস ছিলো পাকিস্তানে, তা বেশ ফিকে হয়েছে টুর্নামেন্ট শুরুর পাঁচ দিনের মধ্যে আয়োজক দেশ ছিটকে যাওয়ায়।

Also Read: CT 2025 BAN vs NZ: ৫ উইকেটে জিতে সেমিফাইনালে কিউইরা, বাংলাদেশের হারে ছিটকে গেলো পাকিস্তানও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *