ক্রিকেট মাঠে হ্যাট্ট্রিক বড় একটা চোখে পড়ে না। পরপর তিন বলে প্রতিপক্ষের তিন ব্যাটারকে সাজঘরে ফেরাতে বিস্তর মাথার ঘাম পায়ে ফেলতে হয় বোলিং তারকাদের। শেন ওয়ার্ন, কার্টলি অ্যামব্রোজ, গ্লেন ম্যাকগ্রার মত বহু কিংবদন্তি বোলার দীর্ঘ কেরিয়ারে একবারও এই কৃতিত্ব অর্জন করতে পারেন নি। টানা চার বলে চার উইকেট নেওয়া আরও কঠিন। লাসিথ মালিঙ্গা, জেসন হোল্ডার, রশিদ খানদের মত গুটিকয় তারকাই এই বিরল কৃতিত্ব অর্জন করতে পেরেছেন বাইশ গজের দুনিয়ায়। আর পাঁচ বলে পাঁচ উইকেট? সেই শৃঙ্গ জয় কার্যত অসম্ভব বলেই এতদিন মনে করে এসেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু সকলকে চমকে দিয়ে সেই অসম্ভবকেই সম্ভব করে দেখালেন আইরিশ সঅলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার (Curtis Campher)। টানা পাঁচটি ডেলিভারিতে পাঁচ প্রতিপক্ষ ব্যাটারকে ফেরালেন সাজঘরে।
Read More: ওয়ান ডে’তেও শেষের পথে রোহিত জমানা, নয়া অধিনায়ক চূড়ান্ত করলো বিসিসিআই !!
অবিশ্বাস্য বোলিং কার্টিস ক্যাম্ফারের-

আয়ারল্যান্ডের ইন্টার-প্রভিন্সিয়াল টি-২০ টুর্নামেন্টে মান্সটার রেডসের হয়ে মাঠে নেমেছিলেন কার্টিস ক্যাম্ফার (Curtis Campher)। অনবদ্য পারফর্ম্যান্স করে নর্দার্ন ওয়ারিয়ার্সের বিরুদ্ধে দল’কে জয় এনে দিলেন তিনি। প্রথমে ব্যাটিং করেছিলো মান্সটার রেডস। নির্ধারিত ২০ ওভারে তারা তোলে ৭ উইকেটের বিনিময়ে ১৮৮ রান। ব্যাট হাতে ক্যাম্ফার করেন ২৪ বলে ৪৪ রান। রান তাড়া করতে নেমে এমনিতেই বেশ গুটিয়ে ছিলো ওয়ারিয়ার্স শিবির। ১১ ওভার শেষে ৫ উইকেট খুইয়ে তাদের স্কোরবোর্ডে ছিলো ৭৮ রান। এরপর কার্যত ঘাম না ঝরিয়েই যে মান্সটার রেডস জয় ছিনিয়ে নেবে তা সম্ভবত অনুমান করতে পারেন নি কেউই। তবে ‘ট্রুথ’ যে সততই ‘ফিকশন’-এর চেয়ে ‘স্ট্রেঞ্জার’, তার প্রমাণ গতকাল ফের পাওয়া গেলো আইরিশ ঘরোয়া টি-২০ টুর্নামেন্টে। বল হাতে এরপর একাই প্রতিপক্ষকে তছনছ করে দেন রেডস অধিনায়ক ক্যাম্ফার (Curtis Campher)।
নিজের স্পেলের প্রথম ওভারে ৮ রান খরচ করেছিলেন কার্টিস ক্যাম্ফার (Curtis Campher)। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে একটি ছক্কা হজম করতে হয় তাঁকে। কিন্তু এরপর দারুণ ভাবে ঘুরে দাঁড়ান তিনি। শেষ দুই ডেলিভারিতে তুলে নেন জোড়া উইকেট। পরের ওভারের প্রথম বলে উইকেট তুলতে পারলে হ্যাট্ট্রিক ছিনিয়ে নেওয়ার সুযোগ ছিলো তাঁর সামনে। তা হাতছাড়া করেন নি আইরিশ অলরাউন্ডার। আন্তর্জাতিক দলের সতীর্থ অ্যান্ডি ম্যাকব্রিনকে ফিরিয়ে বিরল কৃতিত্বের অধিকারী হন তিনি। তবে সেখানেই থামেন নি ক্যাম্ফার (Curtis Campher)। পরের ডেলিভারিতেও উইকেট তুলে নেন তিনি। সম্পূর্ণ করেন ‘ডবল হ্যাট্ট্রিক।’ তবে আগুনে ছন্দে থাকা ক্যাম্ফারকে থামানো যায় নি এর পরেও। ওয়ারিয়ার্সদের শেষ ব্যাটার জশ উইলসন’কে আউট করে প্রথম বোলার হিসেবে টানা পাঁচ বলে পাঁচটি উইকেট তোলার কৃতিত্ব অর্জন করেন তিনি। জায়গা করে নেন ইতিহাসের পাতায়।
আগেও নজির গড়েছেন আইরিশ তারকা-

কেবল ঘরোয়া ক্রিকেট নয়, আন্তর্জাতিক আঙিনাতেও বল হাতে দাপট দেখিয়েছেন কার্টিস ক্যাম্ফার (Curtis Campher)। টি-২০ ইতিহাসে মাত্র ছয়জন বোলার পরপর চার বলে চারটি উইকেট নিয়েছেন। ‘ডবল হ্যাট্ট্রিক’-এর সেই এক্সক্লুসিভ তালিকায় লাসিথ মালিঙ্গা, রশিদ খান’দের পাশাপাশি নাম রয়েছে আইরিশ অলরাউন্ডারের। ২০২১ সালে আবু ধাবি’তে টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডে এই অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েছিলেন তিনি। দশম ওভারের দ্বিতীয় বলে আউট করেছিলেন কলিন অ্যাকারম্যান’কে। পরের তিনটি বলে সাজঘরে ফেরান যথাক্রমে রায়ান টেন দুশখাতে, স্কট এডওয়ার্ডস ও রওলফ ফান দার মারওয়েকে। ঐ ম্যাচে ৪ ওভারে ২৬ রান খরচ করে ৪ উইকেট নিয়েছিলেন ক্যাম্ফার (Curtis Campher)। ৩ উইকেট নেন মার্ক অ্যাডায়ার। ২৯ বল বাকি থাকতেই ৭ উইকেটের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় আইরিশ’রা।