কৃষক আন্দোলন নিয়ে আন্তর্জাতিক পপ তারকা রিহানার বয়ানের পর আজকাল ভারতে এর বিরুদ্ধে ক্রীড়া ব্যক্তিত্বের প্রতিক্রিয়া দেখতে পাওয়া যাচ্ছে। রিহানার বয়ানের পর শচীন তেন্ডুলকর, অনিল কুম্বলে, বিরাট কোহলি সহ বেশকিছু ভারতীয় তারকা কৃষক আন্দোলনের সমর্থনে আর বিরোধিতায় নিজেদের মতামত ব্যক্ত করেছেন। এই তালিকায় এখন ভারতের প্রাক্তন তারকা অলরাউন্ডার ইরফান পাঠান রিহানার সমর্থনে বয়ান দিয়েছেন। কিন্তু ইরফানের এই বয়ানে সমর্থকরা দারুণভাবে ক্ষুব্ধ হয়েছেন।
ইরফান পাঠান করলেন রিহানার সমর্থন
সম্প্রতিই আন্তর্জাতিক পপ গায়িকা রিহানা একটি টুইট করেছেন। ওই টুইটে কৃষক আন্দোলনের একটি খবরকে পোষ্ট করে তিনি লেখেন আমাদের এই ব্যাপারে কথা বলা উচিত। এরপর বহু ভারতীয় তারকা রিহানাকে ভারতের ব্যক্তিগত বিষয়ে নাক না গলানোর পরামর্শ দিয়েছিলেন। কিন্তু এখন ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান রিহানার সমর্থনে বয়ান দিয়েছেন। ইরফান পাঠান টুইট করে লেখেন, “যখন আমেরিকা যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েডকে একজন পুলিশকর্মী নির্মমভাবে হত্যা করেছিলেন তো আমাদের দেশ নিজেদের দুঃখ প্রকাশ করেছিল”।
When George Floyd was brutally murdered in the USA by a policeman,our country rightly expressed our grief. #justsaying
— Irfan Pathan (@IrfanPathan) February 4, 2021
ইরফান পাঠানের এই টুইটের পর ভারতীয় ক্রিকেট সমর্থকরা যথেষ্ট ক্ষুব্ধ হয়ে ওঠেন। ইরফানের এই টুইটের পর তার বিরুদ্ধে টুইটার জুড়ে একের পর এক টুইট আছড়ে পড়তে থাকে যেখানে সমর্থকরা ইরফানের রীতিমতো ক্লাস নিয়েছেন। ইরফানকে সমালোচনা করে তারা তাকে দেশদ্রোহী বলেও অভিহিত করেন।
এখানে দেখুন ইরফানের টুইটারে বিরুদ্ধে সমর্থকদের প্রতিক্রিয়া
You lost my respect Irfan. You people can never rise beyond religion. Nation is second for you.
— Shobha Putr Ghoshit (@ghoshit) February 4, 2021
तू गद्दार है पहले दिन से पता था इमरान का बाप
— Nooneliterally (@newuser901) February 4, 2021
जो तुम कह रहे हो ना डॉक्टर, इसे बकैती कहवें हैं।
— Sangha/ਸੰਘਾ/संघा (@FarmStudioz) February 4, 2021
No,
,its wrong..no one have permission to kill anyone…
But if its war…opponent coming to kill you then you can kill him…
And forced coversion its actually not possible…
Simple small example; did anyone forced ar rahman(musician) to accpet islam?
— Shadow Fighter (@shadowfighter81) February 4, 2021
कहना क्या चाहते हो भाई??
हिंदुस्तान में किसका मर्डर किया गया इस तरह?
अपने जहरीले शब्दों की उल्टी करने से 26 जनवरी का वीडियो भी तो देख लेते?
वैसे कृषि कानून पढ़ा भी है?? #JustSaying
— Shubham shukla (@shubham942562) February 4, 2021
Bhai kyun aa Bel muje mar vala kam kar rahe ho, mukhalifin ko mauka mat do, warna aapke commentory career pe effect padega. Playing cricket ka waise bhi inhone ne khatam kar hi diya, jo bach hai usko sambhalo controversial comments mat maro dushman bohot hai
— Salim Shaikh (@SalimDaman) February 4, 2021
इस देश ने आपको सब दिया लेकिन सिर्फ मोदी विरोध के लिये देश विरोधी गैंग के साथ खड़े हो गये जबकि सबूत भी कल इसी गैंग Greta thamba ने ही गलती से forward कर दिया अब भी आप अगर इन लोगो के साथ हैं तो आप भारत विरोधी गैंग का ही हिस्सा हैं
— Dinesh Dubey (@Dinesh_Dubey80) February 4, 2021
औकात पे आ ही जाते तुम जैसे लोग एक दिन
— Deepak (@deepak_rg) February 4, 2021