ভারতে ক্রিকেটারদের পাঠাবে না বলে বাংলাদেশ এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2026) বয়কট করেছে।যা নিয়ে বর্তমানে ক্রিকেট মহলে রীতিমতো চর্চা চলছে। অন্যদিকে ভারতের সঙ্গে পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনা অতীতে বহুবার ক্রিকেট মাঠে প্রভাব ফেলেছে। গত বছর পাহেলগামে জঙ্গি হামলার ঘটনার পর পরিস্থিতি আরও খারাপের দিকে যায়। ফলে এশিয়া কাপে (Asia Cup 2025) সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) কোনো পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করেননি। তবে এর মধ্যেই একটি ম্যাচ শেষে এবার শুধু হ্যান্ডশেক নয় পাকিস্তানি ক্রিকেটারদের জড়িয়ে ধরতে দেখা গেল ইরফান পাঠানকে (Irfan Khan)।
Read More: ঈশান-সূর্যকুমারের বিধ্বংসী ব্যাটিং, রায়পুরে নিউজিল্যান্ডকে হারিয়ে দাপট বজায় রাখল ভারত !!
বিতর্কে ইরফান পাঠান-

গত বছর এশিয়া কাপে টসের সময় এবং ম্যাচ শেষে ভারতীয় দল পাকিস্তানের সঙ্গে কোনোরকম সৌজন্য বিনিময় করেনি। এই ঘটনার বিরোধিতা করে পিসিবি (PCB) আইসিসির কাছে পর্যন্ত অভিযোগ জানিয়েছিল। অন্যদিকে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপেও (Women WC 2025) হরমনপ্রীত কৌররা (Harmanpreet Kaur) একই পথ অবলম্বন করেন। পাহেলগামে জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানের যোগাযোগ রয়েছে বলে খবর সামনে এসেছিল।
ফলে রাজনৈতিকভাবে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে কোণঠাসা করে দেওয়ার সমস্তরকমভাবে চেষ্টা চালায় ভারত। ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে সেনাবাহিনীরাও প্রত্যাঘাত করেছিল। ফলে এই দেশের ক্রিকেটারদের সঙ্গে সৌজন্য বিনিময় একেবারেই উচিত নয় বলেই মনে করছে বিভিন্ন মহল। এই আবহে ইরফান পাঠানের পাকিস্তানি ক্রিকেটারদের জড়িয়ে ধরার ঘটনা আলোচনায় উঠে এসেছে। সম্প্রতি সৌদি আরবে একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান (India vs Pakistan Match)।
জেড্ডায় বিশ্ব ক্রিকেট উৎসবে এফ ২ ডবল উইকেট ম্যাচে জয় ছিনিয়ে নেয় পাকিস্তান। ম্যাচে শোয়েব মালিক (Shoaib Malik) ৩৪ রান করেন। ম্যাচ শেষে এই পাকিস্তানি তারকার সঙ্গে হ্যান্ডশেক করার সঙ্গে সঙ্গে জড়িত ধরেন ইরফান পাঠান। এর সঙ্গেই স্টুয়ার্ট বিনিকেও (Stuart Binny) পাকিস্তানি ক্রিকেটারদের জড়িয়ে ধরতে দেখা যায়। এই ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হতেই কটাক্ষ করছেন নেটিজেনরা।
এক ক্রিকেট ভক্ত লিখেছেন, “পাকিস্তানের সঙ্গে কোনো বন্ধুত্বপূর্ণ আচরণ করা উচিত নয়। আমাদের সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) প্রতি সম্মান অনেকটা বেড়ে গেল।” “মুখে এক বলছেন আর ইরফান ভাই কাজে অন্য করছেন। এটা ভারতের আবেগকে আঘাত করছে।”, বলেও জানাচ্ছেন সমর্থকরা। “রাজনীতি এবং ক্রিকেট মাঠ দুটো আলাদা জায়গা। ইরফান পাঠান সৌজন্য বিনিময় করে ঠিক কাজ করেছেন।” বলেও উল্লেখ করছেন নেটিজেনরা।