প্রাক্তন টিম ইন্ডিয়া ক্রিকেটার ইরফান পাঠান (Irfan Pathan) তার চতুর্থ বিবাহ বার্ষিকী উদযাপন করছেন। এই উপলক্ষে ইরফান পাঠান তার স্ত্রী সাফা বেগের একটি সুন্দর ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। এই ছবিতে ইরফান পাঠানের সঙ্গে বোরকা ছাড়া আছেন সাফা বেগ। বোরকা ছাড়া সাফা বেগের ছবি দেখা মাত্রই মানুষ তার সৌন্দর্যে পাগল হয়ে উঠেছে। দম্পতিকে তাদের বিবাহ বার্ষিকীতে অভিনন্দন জানানোর সময়, সোশ্যাল মিডিয়ায় মানুষজন সাফা বেগের সৌন্দর্যের প্রশংসা করেছে।
এর আগে, ফ্যানরা কেবল মুখ ঢেকে বা বোরকা দিয়ে ইনস্টাগ্রামে সাফা বেগের ছবি দেখতে পেত। সাফা বেগ সোশ্যাল মিডিয়ায় নেই। ইরফান পাঠান এর আগেও তার সাথে কিছু ছবি শেয়ার করেছিলেন। তবে প্রথমবারের মতো ইরফান পাঠান তার বিবাহ বার্ষিকী উপলক্ষে বোরকা ছাড়া একটি ছবি পোস্ট করেছেন। আর সেই ছবি দেখেই হইচই শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
দেখে নিন টুইটের ছবি:
#IrfanPathan bhai , Allah always keep mercy on you & bhabhi and also your family members @iamyusufpathan bhai & parents. Best wishes 4 you and your family members. #YusufPathan #MSAalam https://t.co/5iYELRuWoL
— Muhd Shere Aalam (@MSAalamOfficial) February 3, 2024
Finally, Irfan Pathan revealed the face of his wife on their 8th wedding anniversary ❤#IrfanPathan | #FaceReveal pic.twitter.com/mLztmBPmzn
— R a ب i a (@rabiasays_) February 3, 2024
Happy Marriage Anniversary
Pathan Bhai.💞#IrfanPathan pic.twitter.com/BARukJsdO1— R S Aman (@rsaman_7b) February 3, 2024
Congratulations to @IrfanPathan Bhaijaan and Bhabhi for 8 years of togetherness. Wishing you a lifetime filled with happiness and togetherness. 🥰🎉 #IrfanPathan pic.twitter.com/Q1MpIKI89g
— Sann (@san_x_m) February 3, 2024
Finally face reveal.. first time congratulation ♥️
.
Irfan Bhai
Bhabhi to Bahut Khubsurat Hen MashaAllah ! #bhabhitobahutkhubsurathain#IrfanPathan pic.twitter.com/NbvgvBQw52— Faisal Farooqui (@AapkaFaisu) February 3, 2024