জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চ, এই মঞ্চে ভারতীয় প্লেয়াদদের পারফরমেন্স আসন্ন T20 বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারতীয় প্লেয়ারদের জায়গা পাকা করবে। BCCI আধিকারিকরা ইতিমধ্যেই ভারতীয় প্লেয়ারদের উপর নজর রাখতে শুরু করে দিয়েছেন, আইপিএলের নিরিখে ভারতীয় দলের স্কোয়াডের বহিঃপ্রকাশ ঘটেছে। স্টার স্পোর্টসের সঙ্গে যুক্ত থাকা ইরফান পাঠান (Irfan Pathan) ভারতীয় T20 দলের স্কোয়াড বেছে নিয়েছেন।
আরও পড়ুন | T20 World Cup 2024: চোটের কারণে বিশ্বকাপ থেকে আউট মোহাম্মদ শামি, এই ৩ তুখোড় বোলার তার জুতোয় গলাবেন পা !!
আইপিএলের ভিত্তিতে দল বানালেন ইরফান

ইরফান তার স্কোয়াডে ওপেনারদের তালিকায় সুযোগ দিয়েছেন রোহিত শর্মাকে (Rohit Sharma)। রোহিত শর্মা আসন্ন T20 বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে অধিনায়কত্বের পাশাপশি ওপেনিং করবেন, ইরফান হিটম্যানের সঙ্গী হিসেবে দুই তরুণ প্রতিভাকে বেছে নিয়েছেন। তিনি তরুন শুভমান গিল (Shubman Gill) ও যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। মিডিল অর্ডার ব্যাটসম্যানদের জন্য ইরফান বিরাট কোহলি (Virat Kohli), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও শিবম দুবেকে (Shivam Dube) বাছাই করেছেন।
অন্যদিকে, ইরফান উইকেট কিপারদের তালিকায় কেবলমাত্র ঋষভ পন্থকে (Rishabh Pant) রেখে দিয়েছেন। পন্থ চলতি আইপিএলে অসাধারণ ফর্মে রয়েছেন এবং তার উইকেট কিপিংয়ে অনেক ধার দেখা গিয়েছে। দলের ফিনিশার হিসাবে ইরফান হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) ও রিঙ্কু সিংকে (Rinku Singh) দলে দেখতে চান। পাশাপশি, দলের অলরাউন্ডারের ভূমিকায় ইরফান রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja) বাছাই করেছেন। স্পিনারদের ভূমিকায় দেখা যাবে কুলদীপ যাদব (Kuldeep Yadav) ও জুজুভেন্দ্র চাহালকে। তাছাড়া ইরফান দলে ৩ পেসারকে বেছে নিয়েছেন, তার দলে সুযোগ পেয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), মোহাম্মদ সিরাজ (Mohammed Siraj) ও অর্ষদীপ সিং।
ইরফানের বাছাই করা ভারতীয় স্কোয়াড
রোহিত শর্মা (C), বিরাট কোহলি, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, শিবম দুবে, ঋষভ পন্থ (WK), রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জুজুভেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, অর্ষদীপ সিং।
An #IncredibleStarcast icon, @IrfanPathan has picked his 15-member squad for #TeamIndia for the #ICCT20WorldCup!
Participate in the biggest opinion poll ever, on our social media handles till 1st May, and vote for the players who you believe will get a #VisaToWorldCup.
Stay… pic.twitter.com/NFTh5dWbvh
— Star Sports (@StarSportsIndia) April 24, 2024