irfan-pathan-on-ipl-commentary-snub

২০১৯ সালে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ব্রডকাস্টিং-এর দুনিয়াতে পা রেখেছেন ইরফান পাঠান (Irfan Pathan)। বিভিন্ন সম্প্রচারকারী সংস্থার হয়ে ধারাভাষ্যকার ও বিশ্লেষক হিসেবে নানা সময় দেখা গিয়েছে তাঁকে। ওয়ান ডে ও টি-২০ বিশ্বকাপে তাঁর সাবলীল বিশ্লেষণ নজর কেড়েছিলেন। তবে চলতি বছরের গোড়ায় টিম ইন্ডিয়ার অস্ট্রেলিয়া সফরের পর বদলায় পরিস্থিতি। আইপিএলে আচমকাই ধারাভাষ্যকারের তালিকা থেকে ছেঁটে ফেলা হয় তাঁকে। কেন বাদ পড়েছিলেন? ক্রিকেটমহলের অলিন্দে ভাসছিলো নানান তত্ত্ব। ‘ব্যক্তিগত শত্রুতা’র কারণে অহেতুক কয়েকজন ক্রিকেটারের সমালোচনা করছেন তিনি, অভিযোগ উঠেছিলো প্রাক্তন অলরাউন্ডের বিরুদ্ধে। কিন্তু সত্যিটা ঠিক কি? এক সাম্প্রতিক সাক্ষাৎকারে সেই প্রশ্নেরই উত্তর দিলেন ইরফান (Irfan Pathan) নিজেই।

Read More: বিরাট কোহলি নয় বরং এই তারকাকে ‘আদর্শ অধিনায়ক’ তকমা দিলেন করুণ নায়ার !!

রোহিতের সমালোচনাই বাদ পড়ার কারণ?

Irfan Pathan | Image: Getty Images
Irfan Pathan | Image: Getty Images

২০২৪-এ টেস্ট ক্রিকেটে চেনা ছন্দে দেখা যায় নি রোহিত শর্মা’কে (Rohit Sharma)। দেশের মাটিতে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে রান পান নি। এরপর অস্ট্রেলিয়া সফরেও চূড়ান্ত হতাশ করেছিলেন তিনি। পার্‌থ-এ প্রথম টেস্টটি খেলেন নি তিনি। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ টেস্টে মাঠে নামেন। ৫ ইনিংসে তাঁর সংগ্রহ ছিলো মাত্র ৩১ রান। ব্যাটিং গড় ছিলো ৬.২০। কামিন্স, বোল্যান্ডদের (Scott Boland) ইনস্যুইং-এর মোকাবিলা করতে বারবার ব্যর্থ হচ্ছিলেন তিনি। একের পর এক টেস্টে ব্যর্থ হওয়ায় সেই সময় রোহিতের (Rohit Sharma) সমালোচনা করেছিলেন ইরফান (Irfan Pathan)। সেই মন্তব্যই তাঁর বিরুদ্ধে গিয়েছে, সম্প্রতি লাল্লানটপ’কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই ইঙ্গিত করতে শোনা গেলো টি-২০ বিশ্বকাপজয়ী প্রাক্তনীকে।

“দেখুন, আমি বিশ্বাস করি যে ধারাভাষ্যকারদের কাজ যা দেখা যাচ্ছে তার চেয়েও বেশী কিছু বলা। যা ঘটছে তা কেন ঘটছে, ভবিষ্যতে কি ঘটতে পারে, কেন সেটা ঘটতে পারে সে সম্পর্কে ধারণা দেওয়া। একজন খেলোয়াড় যদি ভালো খেলে, তাহলে তাঁর প্রশংসা করুন। আর যদি খেলতে না পারে তাহলে সমালোচনা করুন। ধারাভাষ্যকারের দায় খেলোয়াড়ের প্রতি নেই বরং তাঁর দায় রয়েছে ফ্যানেদের প্রতি,” সাক্ষাৎকারে সাফ জানান ইরফান পাঠান (Irfan Pathan)। রোহিত (Rohit Sharma) প্রসঙ্গে তাঁর সংযোজন, “রোহিত শর্মা সাদা বলের একজন দুর্দান্ত খেলোয়াড়। কিন্তু ওর টেস্ট গড় সেই বছর মাত্র ৬ ছিলো। তাই আমরা বলেছিলাম যে রোহিত যদি অধিনায়ক না হতেন, তাহলে কোনওমতেই প্রথম একাদশের অংশ হতে পারতেন না।”

পক্ষপাত প্রসঙ্গেও মুখ খুলেছেন ইরফান-

Irfan Pathan | Image: Twitter
Irfan Pathan | Image: Twitter

সিডনিতে শেষ টেস্ট ম্যাচটি থেকে নিজেই নিজেকে সরিয়ে নেন রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর এই সিদ্ধান্তের তারিফ করেছিলেন ধারাভাষ্যকারেরা। যেভাবে তৎকালীন অধিনায়কের পাশে দাঁড়িয়েছিলেন তাঁরা তা অবাক করেছিলো ক্রিকেটজনতাকে। ‘পক্ষপাত’-এর অভিযোগ করেছিলেন তাঁরা। সেই প্রসঙ্গেও অকপটে উত্তর দিয়েছেন ইরফান পাঠান (Irfan Pathan)। বলেছেন, “সকলে বলেন যে আমরা রোহিতকে অকুন্ঠ সমর্থন যুগিয়েছে। যদি কেউ আপনার চ্যানেলে সাক্ষাৎকার দিতে আসেন আপনি তাঁর সাথে অভব্যতা তো করতে পারেন না। যেমন আমি আপনার চ্যানেলে এসেছি, আপনি আমার সাথে ভদ্র আচরণই করবেন। তেমনই যখন রোহিত এসেছিলেন, তখন উনি আমাদের অতিথি ছিলেন। এমনভাবে দেখানো হয়েছিলো যেন আমরা ওকে সমর্থন করছি। কিন্তু আমরাই বলেছিলাম যে দলে ওর জায়গা হয় না। সাক্ষাৎকারটি নিয়েই বেশী আলোচনা হয়েছিলো।”

Also Read: ৬, ৬, ৬, ৬…নয়া রোহিত শর্মা’র উত্থান ক্রিকেটদুনিয়ায়, ৭ বলেই তুললেন ৩৮ রান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *