ইতিহাস গড়ার দোড়গোড়ায় ইরফান পাঠান, এই লীগের ড্রাফটে হল নাম শামিল 1

ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার ইরফান পাঠানকে কে ন জানেন। এক সময় এমন ছিল যে না শুধু ভারতীয় ক্রিকেট দল্বরং বিশ্ব ক্রিকেটেও ইরফান পাঠানের জাদু চলত। কিন্তু খারাপ ফর্ম আর ইঞ্জিউরি ইরফান পাঠানের কেরিয়ারকে শেষ করে দেয়। এখন হঠাত করেই ইরফান পাঠানের নাম আরো একবার আলোচনায় উঠে এসেছে। আসলে ৩৪ বছর বয়েসি ইরফান পাঠানের নাম ক্যারিবিয়ান সুপার লীগের (সিপিএল) ড্রাফট লিস্টে শামিল করা হয়েছে। গত পাঁচ বছরএ মাত্র ৪ থেকে ৫টি আইপিএল ম্যাচ খেলা ইরফান পাঠানকে সিপিএলে খেলতে দেখতে পাওয়া যেতে পারে।

আইপিএল পাননি কোনো ক্রেতা

ইতিহাস গড়ার দোড়গোড়ায় ইরফান পাঠান, এই লীগের ড্রাফটে হল নাম শামিল 2

আপনাদের সকলকে জানিয়ে দিই যে ১০৩টি আইপিএল ম্যাচ খেলা ইরফান পাঠানকে গত দুটি আইপিএল মরশুমে একটি দল কেনে নি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ ২০১৯এর নিলাম বুধবার ২২ মে লন্ডনে হবে। অকশনের আগে দল যদি নিজেদের কোন খেলোয়াড়কে রিটেন করতে চায় তো তারা তা করতে পারে। এখন এটা দেখা ভীষণই ইন্টারেস্টিং হবে যে লাগাতার দু বছর ধরে আইপিএল থেকে দূরে থাকা ইরফান পাঠান সিপিএলে কোনো খরিদ্দার পান কি না…

বিসিসিআই লাগিয়েছে ব্যান

ইতিহাস গড়ার দোড়গোড়ায় ইরফান পাঠান, এই লীগের ড্রাফটে হল নাম শামিল 3

আপনাদের সকলকেই জানিয়ে দিই যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের বিশ্বজুড়ে লীগ খেলার উপর নিষিদ্ধতা জারি করেছে। কিন্তু ইরফান পাঠান সিপিএলের ড্রাফট লিস্টে জায়গা করে নিয়ে সত্যিই ইতিহাস গড়ে ফেলেছেন। ইরফান পাঠান আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ, দিল্লি ক্যাপিটালস, রাইজিং পুণে সুপারজায়েন্ট আর গুজরাট লায়ান্স দলের সদস্য থেকেছেন। সিপিএলে ২০র বেশি দেশের খেলোয়াড়দের নাম ড্রাফট লিস্টে শামিল করা হয়েছে আর এই লীগে রশিদ খান, জেপি ডুমিনি, শাকিব আল হাসান আর অ্যালেক্স হেলসের মত বড়ো নামেদেরও দেখা যাবে।

অভিজ্ঞ পাঠান

ইতিহাস গড়ার দোড়গোড়ায় ইরফান পাঠান, এই লীগের ড্রাফটে হল নাম শামিল 4

ইরফান পাঠান ভারতীয় দলের হয়ে ২৯টি টেস্ট, ১২০টি ওয়ানডে আর ২৪টি টি-২০ ম্যাচ খেলেছেন।এর মধ্যে তিনি ক্রমশ ১১০৫ টেস্ট,১৫৪৪ ওয়ানডে আর ১৭২ টি-২০ রান করতে সফল হয়েছেন। টেস্টে ইরফান পাঠানের নামে ১০০, একদিনের ক্রিকেটে ১৭৩ আর টি-২০ ক্রিকেটে ২৮টি উইকেট নিতে সফল হয়েছেন। বর্তমান সময়ে ইরফান পাঠান জম্মু অ্যাণ্ড কাশ্মীরের অন্য ঘরোয়া ক্রিকেট খেলছেন আর তিনি এই দলের মেন্টারের ভূমিকাও পালন করছেন। আইপিএলে ইরফানের খেলা ১০৩টি ম্যাচে ১১৩৯ রান আর ৮০টি উইকেট শামিল রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *