ডিসেম্বরে বসতে চলেছে আইপিএল ২০২৬’এর নিলাম। আর এই নিলামের আগেই বারবার খবরের শিরোনামে উঠে আসছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। নিলামের আগেই দল গুছিয়ে নিতে মোরিয়া শাহরুখ খানের এই দল। বিশেষ করে দলে প্রয়োজন একজন হেড কোচের। হেড কোচের ভূমিকায় গত তিন মৌসুমে দেখতে পাওয়া গিয়েছিল চন্দ্রকান্ত পন্ডিতকে। ২০২৪ সালে নাইট রাইডার্সের সঙ্গে শিরোপা জিতেছিলেন তিনি। তবে, ২০২৫ মৌসুমে দলের জঘন্য পারফরম্যান্স এবং নানান জল্পনার পর প্রধান কোচের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন পন্ডিত। তাঁর বদলে বেশ কয়েকদিন ধরে অভিষেক নায়ারের (Abhishek Nayar) নাম হেড কোচের নামের সঙ্গে জড়িয়ে গিয়েছে। আর সেই নায়ারকেই প্রধান কোচ বানালো নাইট শিবির। তবে, অভিষেকের অন্তর্ভুক্তির সাথে নাইট শিবিরে নাম জড়িয়েছে তারকা পেসার ইরফান পাঠানের (Irfan Pathan)।
নাইট শিবিরে নাম লেখালেন ইরফান পাঠান

তবে ভারতীয় দলের তারকা অলরাউন্ডার ইরফান পাঠানের (Irfan Pathan) জন্মদিনে একটি বড় ইঙ্গিত দিয়েছে নাইট রাইডার্স কর্তৃপক্ষ। গতকাল ইরফান তাঁর ৪১তম জন্মদিন পালন করেছেন। সমাজ মাধ্যমে ইরফানকে একাধিক ভক্ত ও প্রাক্তন ক্রিকেটাররা জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিয়েছেন। তবে, কলকাতা নাইট রাইডার্স দলের দেওয়া শুভেচ্ছা বার্তাটি ছিল অন্য ধরনের। সমাজ মাধ্যমে একটি পোস্টে ইরফান পাঠানকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে নাইট রাইডার্স। সেই বার্তার জবাবে ইরফান পাঠান লেখেন, “আমি তোমাকে ভালবাসি” পাল্টা উত্তরে নাইট রাইডার্স লেখে, “আমরাও আপনাকে খুব ভালোবাসি।” ইরফান পাঠান এবং কলকাতা টিম ম্যানেজমেন্টের মধ্যে এই কথোপকথন সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। আর এই কথোপকথনের পর ভক্তদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে – ইরফান পাঠান কি তাহলে কলকাতা নাইট রাইডার্স দলের কোচিংয়ে কোনো দায়িত্ব পাচ্ছেন ?
Read More: “ওদেরই দোষ ছিল..”, শ্লীলতাহানি কান্ডে অজি মহিলা ক্রিকেটারদের কাঠগড়ায় তুলে বিতর্কে কৈলাস বিজয়বর্গী !!
বড় বদল KKR শিবিরে

সূত্রের দাবি, কেকেআরের বোলিং কোচ হচ্ছেন ইরফান পাঠান (Irfan Pathan)। তারকা এই পেসার অভিষেক নায়ারের কাছের বন্ধু। তাই অভিষেকের কথা মেনেই নাকি নাইট শিবিরের সাথে যোগ দিতে ইচ্ছা প্রকাশ করেছেন ইরফান।ইরফান যদি নাইট রাইডার্স দলের বোলিং কোচ হন তাহলে সেটি দলের লাভ। আপাতত আইপিএল বা কোনো বড় মঞ্চে কোচিংয়ের অভিজ্ঞতা না থাকলেও ইরফান বারোদা ও কাশ্মীরের অনেক খেলোয়াড়দের সাথে মেন্টর হিসাবে কাজ করেছেন। অভিজ্ঞতা, ক্রিকেটীয় বুদ্ধিমত্তা এবং তরুণ খেলোয়াড়দের সঙ্গে কাজ করার দক্ষতা – সবকিছু মিলিয়ে এই প্রাক্তন ভারতীয় তারকা কোচ হিসেবে কেকেআরের জন্য হতে পারেন বড় সম্পদ। টেলিভিশন ধারাভাষ্য ও বিশ্লেষণের মাধ্যমে আধুনিক ক্রিকেটের কৌশল ও মানসিক দিক সম্পর্কে তাঁর গভীর বোঝাপড়া তৈরি হয়েছে – যা কেকেআরের কোচ হিসেবে তাঁকে আরও কার্যকর করে তুলবে। যদিও ইরফানের কোচ হওয়ার বিষয়টি নিছক জল্পনা, তবে গত মৌসুমে ডুবে যাওয়া কেকেআর দলকে আশার আলো দেখাতে পারেন জুনিয়র পাঠান।