আইপিএল ২০২৪ (IPL 2024) সালের উত্তেজনা ছিল প্রবল। সেই সূত্রেই আসন্ন আইপিএল হতে চলেছে ব্লকবাস্টার। তবে আসন্ন আইপিএলের আগে বড় পরীক্ষা হতে চলেছে প্রতিটি ফ্রাঞ্চাইজির কাছেই। দল গঠনের ক্ষেত্রে মেগা নিলাম থেকে সেরা স্কোয়াড বাছাই করে নিতে হবে প্রতিটি দলকেই। প্রসঙ্গত, এবারের আইপিএলে দুর্দান্ত প্রদর্শন দেখিয়ে তৃতীয়বারের জন্য আইপিএল খেতাব জয় করেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ট্রফি জয়ের পরে নাইট শিবিরে ধরেছে ভাঙ্গন। কারণ দলের মেন্টর হিসেবে ২০২৪ সালের আইপিএলে যোগ দিয়েছিলেন কিংবদন্তি গৌতম গম্ভীর।
নাইট শিবির ত্যাগ করেছেন গম্ভীর
অন্যদিকে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতার পরে রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ভারতীয় দলের সঙ্গে আর থাকতে চাননি। সেই পরিস্থিতিতে ভারতীয় টিম ম্যানেজমেন্টে পরিবর্তন দেখা গিয়েছে। বিসিসিআই রোহিত কোহলিদের জন্য নতুন গুরু হিসাবে গৌতম গম্ভীর (Gautam Gambhir) কেই সুযোগ দিয়েছেন। আইপিএলের মঞ্চে অন্যতম সফল অধিনায়ক ছিলেন তিনি। তাছাড়া গত তিনটি মৌসুমে লখনৌ সুপার জায়ান্টস এবং কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে তিনি মেন্টরের ভূমিকাও পালন করেছিলেন।
Read More: কাব্য মারানের হৃদয় ভাঙলেন অধিনায়ক, KKR দলে নিচ্ছেন এন্ট্রি !!
পরস্পর তিনটি মৌসুমেই তার মেন্টরশিপে দল প্লে-অফের মঞ্চে প্রবেশ করেছিল এবং গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্স পুরো টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত প্রদর্শন দেখিয়ে শিরোপা জয় করতে সক্ষম হয়েছে। তবে কলকাতা (KKR) দলের প্রয়োজন নতুন একজন নতুন মেন্টরের। বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী কলকাতা দলের পরবর্তী মেন্টর হতে চলেছেন কুমার সাঙ্গাকারা (Kumar Sangakkara)। তিনি গত কয়েকটি বছর ধরে রাজস্থান রয়্যালস দলটিকে সামলেছেন। সদ্য ভারতকে বিশ্বকাপ জেতানো রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) আগামী দিনে রাজস্থান রয়্যালস দলের প্রধান কোচ হিসেবে দেখতে পাওয়া যাবে।
ভারতীয় কিংবদন্তি তারকা নিচ্ছেন গম্ভীরের জায়গা
সূত্রের খবর অনুযায়ী, কুমার সাঙ্গাকারাকে (Kumar Sangakkara) কলকাতা দলের মেন্টর হিসেবে দেখতে পাওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে। তবে সমাজ মাধ্যমে আরও একটি খবর উঠে এসেছে সেটি হল আসন্ন আইপিএলের জন্য ভারতীয় কিংবদন্তি তারকাকে মেন্টরের দায়িত্ব দিতে চাইছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। প্রসঙ্গত, গৌতম গম্ভীরের জায়গায় কিং খান অলরাউন্ডার তারকা ইরফান পাঠানকে (Irfan Pathan) সুযোগ দিতে চাইছেন। প্রসঙ্গত, ইরফান বর্তমানে ক্রিকেট কমেন্টের সঙ্গে যুক্ত, তিনি ধারাভাষ্য দিতে দিতেই খেলোয়াড়দের ম্যানুয়াল নিয়ে বেশ চর্চা করেন। এর থেকে এটা স্পষ্ট যে তার মধ্যে কোচ হওয়ার প্রবণতা রয়েছে। তাছাড়া তিনি নিজেও ব্যক্তিগতভাবে অনেক খেলোয়াড়দের প্রশিক্ষণ দিয়েও থাকেন।