আর মাত্র কয়েকটা দিনেরই অপেক্ষা, তারপরেই ভারত এবং শ্রীলংকার মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া এই আসরে আবার একবার ট্রফি নিজেদের নামে করতে চাইবে। তবে পিছিয়ে থাকবে না এশিয়ার দলগুলিও। কারণ এশিয়ার পরিস্থিতিতেই এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে, যে কারণে ভারতের পাশাপাশি পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের নজরেও থাকবে এবারের বিশ্বকাপ। তবে বেশ কিছুদিন ধরে ভারতে বাংলাদেশের খেলা নিয়ে এক বেশ কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন খেলার মঞ্চে দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের নিরাপত্তা জনিত সমস্যা দেখিয়ে ভ্যানু পরিবর্তনের আর্জি জানিয়েছে আইসিসির কাছে। তবে আইসিসি বাংলাদেশকে স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের জন্য কোন রকম ভ্যানু পরিবর্তন করা হবে না। কারণ হিসাবে আইসিসি জানিয়েছে প্রত্যেকটি দেশেই টুর্নামেন্টের সময় কম বেশি নিরাপত্তা জনিত সমস্যা তৈরি হয়, তবে সেটি কোন বড় বিষয় নয়। ভারতে খেললে বাংলাদেশের কোন অঘটন ঘটবে না বলেও নিশ্চিত করেছে আইসিসি।
ভারতে বিশ্বকাপ খেলতে অনীহা বাংলাদেশের

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) নিজেদের সিদ্ধান্তে অনড়। অন্যদিকে আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশের সাফল্যের কথা বলতে গেলে এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে তারা অসফল। বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপ, ৫০ ওভারের বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে বাংলাদেশের সব থেকে বড় কীর্তিমান ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল পর্যন্ত। সেমিফাইনালের বেশি এখনো পর্যন্ত দলটি উত্তীর্ণ হতে পারেনি। এমনকি এশিয়া কাপেও কোন শিরোপা জেতেনি বাংলাদেশ। আইসিসি ইভেন্টে বাংলাদেশের এমন করুণ পরিস্থিতি বিচার করে সাবেক ভারতীয় দলের অলরাউন্ডার ইরফান পাঠান (Irfan Pathan) একটি মন্তব্য করেছেন।
Read More: “ভারতে খেলতে চাই না…” পাকিস্তানে বিশ্বকাপের ম্যাচ করানোর আবেদন নিয়ে ICC’র দ্বারস্থ BCB !!
বাংলাদেশকে নিয়ে বড় মন্তব্য পাঠানের

তাঁর করা বায়ানটি সমাজ মাধ্যমে নিমেষের মধ্যে ভাইরাল হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ইরফান পাঠানের বয়ানে স্পষ্টভাবেই বাংলাদেশ দলকে নিয়ে ব্যঙ্গ করতে দেখা গিয়েছে। জুনিয়র পাঠান বলেছেন, “বাংলাদেশ যদি বিশ্বকাপে একাই অংশগ্রহণ করে তাহলেও তারা রানার্স আপ হিসাবে টুর্নামেন্ট সমাপ্ত করবে।” আইসিসি ইভেন্টে সুযোগ থাকলেও সুযোগের সদ্ব্যবহার কখনো করতে পারেনি বাংলাদেশ দল। যে কারণেই হয়তো ইরফানের থেকে এমন বয়ান পাওয়া গিয়েছে। তবে বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। বাংলাদেশ তাদের খেলার জন্য ভ্যানু বদলের আবদার করলেও আইসিসি তা নাকচ করে দিয়েছে।