“আমরা ঔপনিবেশিক সময়ে আছি নাকি ?...” ওভালের পিচ বিতর্কে মুখ খুললেন ইরফান পাঠান, নিলেন কিউরেটরের ক্লাস !! 1

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টের আগে ওভালের পিচ কিউরেটরের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। মঙ্গলবার মাঠের মধ্যে পিচ দেখা গিয়ে গম্ভীর ও ওভালের পিচ কিউরেটর লি ফর্টিসের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়েছিল। ইংল্যান্ডের দ্বিচারিতার এক নমুনা দেখা গেল এদিন। তবে, ইংল্যান্ডের সামান্য এক পিচ কিউরেটরের ব্যাবহার একেবারেই ভালো ভাবে নিচ্ছেন না সাবেক ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান (Irfan Pathan)। ইরফানের স্পষ্ট দাবি, ‘আমাদের কি ওরা এখনও পরাধীন ভাবে?

গম্ভীরের সাথে বচসায় জড়িয়েছিলেন ওভালের কিউরেটর

“আমরা ঔপনিবেশিক সময়ে আছি নাকি ?...” ওভালের পিচ বিতর্কে মুখ খুললেন ইরফান পাঠান, নিলেন কিউরেটরের ক্লাস !! 2
Gautam Gambhir and Pitch Curator of Oval | Image: Twitter

প্রসঙ্গত, ওভালে মঙ্গলবার ভারতীয় দলের প্রথম অনুশীলন ছিল। সেখানে পিচ কিউরেটর ফর্টিসের সঙ্গেই বাকবিতন্ডায় জড়িয়ে পড়েছিলেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। এমনকি গম্ভীর আঙ্গুল উঁচিয়ে তাঁর দিকে তেরেও গিয়েছিলেন। আসলে, ওভালের পিচ কিউরেটর গম্ভীরকে পিচ পরীক্ষার জন্য ২.৫ মিটার দূরত্ব বজায় রাখতে বলেছিলেন। কিউরেটরের এই আচরণ পছন্দ হয়নি গম্ভীরের। যে কারণে, গম্ভীর তাকে উঁচু গলায় জবাব দেন, “আমরা কি করবো না করবো সেটা বলার আপনি কেউ নন।” এরপর গম্ভীর তাকে আরও বলেন, “যা খুশি করুন, যেখানে অভিযোগ করার করুন। আপনি একজন মাঠকর্মীর বেশি কিছু নন।

Read More: এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ নিয়ে নরেন্দ্র মোদীর কড়া বার্তা, কোণঠাসা BCCI !!

ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক পরে সংবাদ সম্মেলনে এসে পুরো বিষয়টি জানান। গম্ভীরকে বলা হয় পিচের থেকে ২.৫ মিটার দূরত্বে বজায় রাখতে। তবে, আগে, ওই একই মাঠে ইংল্যান্ডের কোচ ব্র্যান্ডন ম্যাকালাম দিব্যি পিচের মাঝে দাঁড়িয়ে পিচ পর্যবেক্ষণ করতে দেখা গিয়েছিল ফর্টিসের সঙ্গে। যদিও, সেদিন গম্ভীর কোনো স্পাইক পরে ছিলেন না যাতে পিচের কোনো ক্ষতি হয়।

পিচ কিউরেটরের ক্লাস নিলেন ইরফান

Irfan pathan, ইরফান পাঠান
Irfan Pathan | Image: Getty Images

ইংল্যান্ডের এই দ্বিচারিতা নিয়ে বিস্ফোরণ পাঠানের। তিনি লেখেন, “ইংল্যান্ডের কোচ পিচে গিয়ে দাঁড়াতে পারে, কিন্তু ভারতের কোচ সেটা পারে না। আমরা কি এখনও সেই ঔপনিবেশিক সময়ে আছি নাকি?” পরে তিনি আরও বলেন, “এই প্রথম নয়, আগেও এই পিচ কিউরেটর দুর্ব্যবহার করেছেন। বিদেশি কোচ কিংবা অধিনায়ক দেখলেই চিরকাল তাঁদের সঙ্গে ঔদ্ধত্যপূরণ আচরণ করে এসেছেন। গম্ভীরকে এখন ওরা খলনায়ক বানাচ্ছে। মনে হচ্ছে আমরা যেন ১৯৪৭’এ দাঁড়িয়ে রয়েছি। এই ধরনের দ্বিচারিতা আমি মানতে পারছি না।

Read Also: ১ বছরেই নজরকাড়া সাফল্য অভিষেক শর্মার, ICC’এর মাইলফলক ছুঁয়ে ফেললেন তরুণ ওপেনার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *