“ক্যাপ্টেন বলেই দলে…” রোহিত শর্মার তীব্র সমালোচনা করলেন ইরফান পাঠান, চলতি ফর্ম নিয়ে নিলেন একহাত !! 1

অধিনায়ক না হলে, ভারতীয় দলে জায়গা পেতেন না রোহিত শর্মা (Rohit Sharma)। ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার ইরফান (Irfan Pathan) করলেন বড় মন্তব্য। চলতি অস্ট্রেলিয়া সফরে, হতাশ করা ৬.২০ গড়ে মাত্র ৩১ রান বানিয়েছেন রোহিত। রোহিতের এই হতশ্রী ফর্মের জন্য তাঁর অবসর নিয়েও বেশ জল্পনা শুরু হয়েছিল সমাজ মাধ্যম জুড়ে। শুধু ব্যাটিং নয় ক্যাপ্টেনসিও ভালো করতে পারেননি রোহিত, মেলবোর্নে একটি ড্র ম্যাচে ভারত পরাজিত হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর রাস্তা প্রায় বন্ধ করে ফেলেছে।

ক্যাপ্টেন বলেই দলে জায়গা পাচ্ছেন রোহিত

Rohit Sharma
Rohit Sharma | Image: Getty Images

এই পরিস্থিতিতে প্রাক্তন তারকা ক্রিকেটার ইরফান পাঠান বলছেন, “২০ হাজারের বেশি রান রয়েছে রোহিতের, তবুও তিনি যেভাবে ব্যার্থ হয়েছেন তাতে মনে হচ্ছে তিনি ফর্ম হারিয়েছেন। বলতে গেলে যেহেতু ও এখন দলের ক্যাপ্টেন তাই ও খেলার সুযোগ পাচ্ছে। ক্যাপ্টেন না হলে হয়তো দলেই সুযোগ পেত না। দল পুরোপুরি তৈরি। ও ক্যাপ্টেন না হলে, দলে হয়তো সুযোগ পেত না। জয়সওয়াল, গিলরা রয়েছেন। রোহিত যেভাবে বারবার ব্যার্থ হচ্ছে তাতে এই একাদশে ওর জায়গা হওয়ারই কথা নয়।”

Read More: Rohit Sharma: নতুন বছরে কপাল পুড়ল বিরাট-রোহিতের, ইংল্যান্ডের বিরুদ্ধে ODI থেকে থেকে বাদ দুই তারকা !!

৩ জানুয়ারি সিডনিতে ভারত ও অস্ট্রেলিয়া তাদের শেষ টেস্টটি খেলতে চলেছে। তারকা ক্রিকেটার ইরফান পথ জানিয়ে দিয়েছেন, “রোহিত শর্মা দলের ক্যাপ্টেন, তিনি চাইবেন জয়লাভ করে সিরিজে সমতা ফেরাতে। তাই দলে তিনি থাকতে চাইবেন। রোহিত ভারতের মাটিতেও রান করতে পারেনি, এখানেও রান পায়নি। এটা হতাশাজনক, রোহিত ব্যাটে নামলে ওর থেকে রান চাই। টেস্ট ক্রিকেট হোক কিংবা ওয়ানডে। রোহিতের ব্যাটে রানের খরা দেখা যাচ্ছে।”

সিডনিতে বিদায় নেবেন রোহিত

ind-vs-aus-rohit-might-leave-captaincy, rohit sharma
Rohit Sharma | Image: Getty Images

আপাতত চলতি সিরিজের কথা বলতে গেলে, সিরিজে ভারত ১-২ ব্যাবধানে পিছিয়ে রয়েছে। যে কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানো ভারতীয় দলের কাছে একটি দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে রোহিতকে (Rohit Sharma) নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয়েছে। সূত্রের খবর, সিডনি টেস্ট খেলেই হয়তো বিদায় নেবেন তারকা ক্রিকেটার রোহিত শর্মা, শুধুমাত্র ওডিআই ক্রিকেটে তার মনোযোগ থাকবে।

Read Also: শোকের ছায়া ক্রিকেটমহলে, ম্যাচের মাঝেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু মুম্বইয়ের খেলোয়াড়ের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *