আগামীকাল থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের (IND vs ENG) গুরুত্বপূর্ণ তৃতীয় টেস্ট ম্যাচ। ইতিমধ্যেই চলতি হাইভোল্টেজ সিরিজে সমতা ফিরিয়েছে শুভমান গিলের (Shubman Gill) দল। দ্বিতীয় টেস্ট ম্যাচে ৩৩৬ রানে বিশাল জয় তুলে নেয় ব্লু ব্রিগেডরা। এই ম্যাচ হারের পর ইংল্যান্ড মিডিয়ার একাধিক অপপ্রচার সামনে এসেছে। আকাশ দীপের (Akash Deep) বলে জো রুটের আউট বৈধ ছিল না বলে দাবি করেছে তারা। তবে এর মধ্যেই মেলবোর্ন ক্রিকেট ক্লাব (MCC) ভারতীয় পেসারের করা বলটি ন্যায্য ছিল বলে স্পষ্ট করে দিয়েছে। এবার ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানের (Irfan Pathan) ব্যাখ্যা সামনে এলো।
Read More: KKR বা চেন্নাই নয় এই দলে যেতে চলেছেন সঞ্জু স্যামসন, ফাঁস হলো বড়ো তথ্য !!
ইরফান পাঠানের ব্যাখ্যা-

এজবাস্টনে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে যায়। বল হাতে জ্বলে উঠেছিলেন আকাশ দীপ (Akash Deep)। তিনি জো রুটকে (Joe Root) মাত্র ৬ রানে আউট করে মাঠের বাইরে পাঠিয়ে দেন। যা ইংলিশ বাহিনীদের জন্য বড়ো ধাক্কা ছিল। কিন্তু আকাশ দীপের এই বলটি ‘ব্যাক ফুট নো বল’ হয়েছে বলে উল্লেখ করে ইংল্যান্ডের বিভিন্ন সংবাদপত্র। এরপরই ক্রিকেট মহলে বিতর্কের ঝড় উঠে। এবার ভিডিও এবং ছবি সহ ইরফান পাঠান (Irfan Pathan) ব্যাখ্যা করে দিলেন যে আকাশ দীপের (Akash Deep) করা বলটি সম্পূর্ণ বৈধ ছিল।
তিনি এক ক্রিকেট বিষয়ক আলোচনায় ভিডিও এবং ছবি দেখিয়ে বলেন, “ইংরেজি মিডিয়া এবং তারপর সোশ্যাল মিডিয়াতে বিতর্ক তৈরি হয়েছে। দেখানো হয়েছে যে বলটি নো বল ছিল। কিন্তু এর পিছনে আসল গল্পটি বুঝতে হলে আমাদের কয়েকটি ফ্রেম আগে দেখতে হবে। যেখানে আমরা দেখতে পাবো পিছনের পায়ের প্রথম স্পর্শটি লাইনের ভিতরে ছিল। ‘ব্যাক ফুট নো বল’এর ক্ষেত্রে পিছনের পায়ের প্রথম স্পর্শটি দেখে নির্ধারণ করা হয়। ফলে অবশ্যই এটি বৈধ বল ছিল। যদি পিছনের পায়ের প্রথম স্পর্শটি সাইড লাইনে থাকতো তাহলে সেটা নো বল হতো।”
দেখুন সেই ভিডিওটি-
দুরন্ত ফর্মে আকাশ দীপ-

হেডিংলেতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে হারের সম্মুখীন হয়েছিল ভারতীয় দল। এরপর এজবাস্টনে দ্বিতীয় টেস্ট ম্যাচে গৌতম গম্ভীর (Gautam Gambhir) জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) বিশ্রাম দেন। ফলে কোন তারকা পেসার ভারতীয় বোলিং বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবে তা নিয়ে সমর্থকরা চিন্তার মধ্যে পড়েছিলেন। আকাশ দীপ (Akash Deep) একাদশে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেন। প্রথম ইনিংসে ২০ ওভারে ৮৮ রান দিয়ে ৪ টি উইকেট সংগ্রহ করে নেন তিনি।
দ্বিতীয় ইনিংসে বল হাতে এই তারকা পেসার আরও ভয়ংকর হয়ে ওঠেন। ২১.১ ওভারে ৯৯ রান খরচ করে ৬ উইকেট শিকার আকাশ দীপ (Akash Deep)। এর ফলে চেতন শর্মার (Chetan Sharma) পর দ্বিতীয় ভারতীয় পেসার হিসেবে তিনি ইংল্যান্ডের মাটিতে একটি টেস্ট ম্যাচে দশটি উইকেট সংগ্রহ করে নতুন ইতিহাস রচনা করেন। অন্যদিকে ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন শুভমান গিল (Shubman Gill)। ভারতীয় অধিনায়ক প্রথম ইনিংসে ২৬৯ এবং দ্বিতীয় ইনিংসে ১৬১ রান সংগ্রহ করে একাধিক রেকর্ড ভেঙে দেন। এই রানের ওপর ভর করে ভারতীয় দল জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে।