IPL 2025: আইপিএলের কমেন্ট্রি প্যানেল থেকে বাদ ইরফান পাঠান, বিতর্কের ঝড় ক্রিকেট মহলে !! 1

IPL 2025: আইপিএলে ম্যাচের উত্তেজনা বৃদ্ধি করার জন্য বিসিসিআই (BCCI) অনেকরকম ব্যবস্থা নিয়ে থাকে। ম্যাচ চলাকালীন ধারাভাষ্যকাররাও সমর্থকদের মধ্যে উন্মাদনা আরও বাড়িয়ে দেন। তাদের বিশ্লেষণ ক্রিকেটপ্রেমীদের সমৃদ্ধ করে। এই বছর আইপিএলেও (IPL 2025) একাধিক জনপ্রিয় ধারাভাষ্যকার ম্যাচে নিজেদের মূল্যবান বক্তব্য প্রকাশ করবেন। কিন্তু ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার ইরফান পাঠানকে (Irfan Pathan) আইপিএল ম্যাচে ধারাভাষ্য করতে দেখা যাবে না। তাকে এই ভূমিকায় দীর্ঘদিন দক্ষতার সঙ্গে কাজ করতে দেখা গেছে। ফলে ইরফান পাঠানকে (Irfan Pathan) বাদ দেওয়া নিয়ে এবার ক্রিকেট মহলে বিতর্ক তৈরি হয়েছে।

Read More: IPL 2025: শাহরুখের ছত্রছায়ায় অস্ত্রে শান দিচ্ছেন এই KKR তারকা, ব্যাট হাতে উঠবেন জ্বলে !!

ধারাভাষ্যকারদের তালিকায় থেকে বাদ ইরফান পাঠান-

IPL 2025: আইপিএলের কমেন্ট্রি প্যানেল থেকে বাদ ইরফান পাঠান, বিতর্কের ঝড় ক্রিকেট মহলে !! 2
Irfan Pathan | Image: Getty Images

আজ আইপিএলে গত বছরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (KKR vs RCB) বিপক্ষে মাঠে নামবে। বৃষ্টির পূর্বাভাস থাকলেও এই ম্যাচের জন্য সেজে উঠেছে কলকাতার ইডেন গার্ডেন্সে। অন্যদিকে এই বছরও আইপিএলকে মাতিয়ে দিতে ক্রিকেটারদের সঙ্গে সঙ্গে ধারাভাষ্যকাররাও নিজেদের প্রস্তুত করে ফেলেছেন। কিন্তু এই ভূমিকায় এবার ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটের ইরফান পাঠানকে (Irfan Pathan) দেখতে পাওয়া যাবে না। ধারাভাষ্যকারদের প্যানেল থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। কেন তিনি বাদ পড়েছেন এই বিষয়ে এখনও বিস্তারিত জানা না গেলেও ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠেছে। ইরফান পাঠান অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হওয়া বর্ডার গাভাস্কার ট্রফির সময় ভারতীয় খেলোয়াড়দের সমালোচনা করেছিলেন। বিশেষ করে ভারতের কয়েকজন তারকা ক্রিকেটারের পারফরমেন্স নিয়ে তিনি প্রশ্ন তোলেন। ফলে মনে করা হচ্ছে এই কারণেই বিসিসিআইয়ের কর্মকর্তারা বিষয়টি ভালো চোখে দেখেননি এবং তাদের নির্দেশেই এই প্রাক্তন তারকাকে ধারাভাষ্যকারদের প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে।

ইউটিউব চ্যানেল খুলছেন ইরফান পাঠান-

IPL 2025: আইপিএলের কমেন্ট্রি প্যানেল থেকে বাদ ইরফান পাঠান, বিতর্কের ঝড় ক্রিকেট মহলে !! 3
Irfan Pathan | Image: Getty Images

আইপিএলে বাদ পড়লেও নিজের স্পষ্ট বার্তা প্রকাশ করার জন্য থেমে থাকছেন না ইরফান পাঠান (Irfan Pathan)। আজ নিজের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে তিনি জানিয়েছেন নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে “সিধি বাত” নামে একটি অনুষ্ঠান শুরু করতে চলেছেন। যেখানে তিনি ক্রিকেট ভক্তদের সামনে নিজের মতামত প্রকাশ করবেন। ফলে মনে করা হচ্ছে ইরফান নিজের ইউটিউব চ্যানেলেই কেন তিনি ধারাভাষ্যকারদের তালিকা থেকে বাদ পড়েছেন তা প্রকাশ করবেন। অন্যদিকে এই বছর আইপিএলে (IPL 2025) একাধিক কিংবদন্তি ধারাভাষ্যকারদের দেখতে পাওয়া যাবে। ন্যাশনাল ফিড তালিকায় থাকছেন সুনীল গাভাস্কার (Sunil Gavaskar), আকাশ চোপড়া (Aakash Chopra), শিখর ধাওয়ান (Shikhar Dhawan), অনিল কুম্বলে (Anil Kumble) সহ হরভজন সিং (Harbhajan Singh), সুরেশ রায়নার (Suresh Raina) মতো একাধিক তারকা। অন্যদিকে বিশ্ব ফিড ধারাভাষ্যকারদের তালিকায় থাকছেন রবি শাস্ত্রী (Ravi Shastri), শেন ওয়াটসন (Shaen Watson), মাইকেল ক্লার্ক (Michael Clarke), দীপ দাশগুপ্ত (Deep Dasgupta), হর্ষ ভোগলের (Harsha Bhogle) মতো একাধিক জনপ্রিয় ব্যক্তিত্ব।

Also Read: IPL 2025: এই দলের হাতেই উঠবে আইপিএল ট্রফি, জানিয়ে দিলেন KKR’এর প্রাক্তন সদস্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *