irfan-backs-gambhir-team-culture

সম্প্রতি সংবাদসংস্থা লাল্লানটপের ‘গেস্ট ইন দ্য নিউজরুম’ অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান (Irfan Pathan)। ক্রিকেট ও তার বাইরের দুনিয়ার নানা বিষয় উঠে আসে আলাপচারিতায়। করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক, টি-২০ বিশ্বকাপ ফাইনালে ম্যাচের সেরার পুরস্কার জয়, শাহীদ আফ্রিদি’র সাথে বাগ্‌বিতণ্ডার মত অধ্যায় উঠে আসে তাঁর স্মৃতিচারণায়। ২০০৩ থেকে ২০১২ অবধি আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ইরফান। মহেন্দ্র সিং ধোনি জমানায় ভারতীয় দলে টিকে থাকার জন্য একটা সময় দাদা ইউসুফ পাঠানের সাথে যে প্রতিদ্বন্দ্বীতায় নামতে হয়েছিলো তাঁকে, স্বীকার করেছেন তাও। বর্তমান সময়ের ভারতীয় দল নিয়েও নিজের মতামত জানিয়েছেন তিনি। তারকা সংস্কৃতিকে দূরে সরিয়ে যেভাবে দল’কে অগ্রাধিকার দিচ্ছেন কোচ গম্ভীর, তার প্রশংসা করেছেন ইরফান (Irfan Pathan)।

Read More: ইংল্যান্ডের মাটিতে সন্মান বাঁচানো এই তারকার সঙ্গে প্রতারণা করলেন গম্ভীর, এশিয়া কাপে ধরালেন নো এন্ট্রি !!

গম্ভীরের পন্থাকে সমর্থন ইরফানের-

Irfan Pathan | Image: Getty Images
Irfan Pathan | Image: Getty Images

তারকার গ্ল্যামার নয়, সাফল্যের জন্য দলীয় সংহতিই আসল, সাফ জানিয়ে দিয়েছেন ইরফান পাঠান (Irfan Pathan)। কোচের হটসিটে বসার পর যে দিশায় ‘মেন ইন ব্লু’কে এগিয়ে নিয়েছেন যাচ্ছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir), নির্দ্বিধায় তা সমর্থনও করেছেন তিনি। বরোদার প্রাক্তনী চাঁচাছোলা ভাষায় বলেছেন, “আমার জন্য দলীয় সংস্কৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওখানে (টিম ইন্ডিয়া) গৌতম গম্ভীর রয়েছেন। যতদিনে উনি নিজের কোচিং যাত্রাপথে ইতি টানবেন ততদিনে টিম ইন্ডিয়াতে দল’কে অগ্রাধিকার দেওয়ার সংস্কৃতি চলে আসবে পুরোপুরি।” পুরনো পরিসংখ্যান নয়, ফর্মই হওয়া উচিৎ দলে সুযোগ পাওয়ার মাপকাঠি, মনে করেন, প্রাক্তন অলরাউন্ডার। “আমাদের এখানে একজন তিন-চার-পাঁচ বছর ধরে ব্যর্থ হয়েই চলেছেন। কিন্তু যেহেতু তিনি একজন বড় খেলোয়াড়, তাঁকে সুযোগ দিয়েই যাওয়া হবে। কোথাও তো একটা পূর্ণচ্ছেদ টানতেই হয়,” সংযোজন তাঁর।

ফর্ম সমস্যায় জর্জরিত বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma) সম্প্রতি অবসর নিয়েছেন লাল বলের ফর্ম্যাট থেকে। গম্ভীরের অঙ্গুলিহেলনেই সরতে হয়েছে তাঁদের, জোর গুঞ্জন ক্রিকেটদুনিয়ায়। ইরফানের মন্তব্যের তীরও দুই কিংবদন্তির দিকেই, মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমান মুখ্য নির্বাচককেও দরাজ সার্টিফিকেট দিয়েছেন ইরফান (Irfan Pathan)। বলেন, “দ্বিতীয় যে ব্যক্তি কৃতিত্ব দাবী করতে পারেন তিনি মুখ্য নির্বাচক অজিত আগরকার। ভারতীয় ক্রিকেটের জন্য উনিও অসামান্য অবদান রেখেছেন।” সাফল্যের জন্য কোচ ও নির্বাচকমণ্ডলীয় সমন্বয় প্রয়োজন, মত ইরফানের। বলেছেন, “আজ কোনো সিদ্ধান্ত কোচ একা নিতে পারেন না। শুধুমাত্র নির্বাচকেরাও নিতে পারেন না। দু’জনে মিলে কোনো শক্তপোক্ত সিদ্ধান্ত নিলে সঠিক দিশা পাওয়া যেতে পারে। আর আমার মনে হয় এই দু’জন সঠিক দিকেই এগোচ্ছেন…দলীয় সংস্কৃতির বিষয়ে।”

হার্দিকের দিকে আঙুল তুলেছেন ইরফান-

Irfan Pathan and Hardik Pandya | Image: Twitter
Irfan Pathan and Hardik Pandya | Image: Twitter

২০১৯-এ শেষবার প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন ইরফান পাঠান (Irfan Pathan)। তারপর পা রেখেছেন ব্রডকাস্টিং-এর দুনিয়ায়। ইতিমধ্যে বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপের মত বড় টুর্নামেন্টে ধারাভাষ্য দিয়েছেন তিনি। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজেও ছিলেন মাইক হাতে। হঠাৎই ২০২৫-এর আইপিএলের আগে তাঁর নাম বাদ গিয়েছিলো কমেন্ট্রি প্যানেল থেকে। রোহিত-বিরাটদের মত মহাতারকাদের সমালোচনা করাই কাল হয়েছে ইরফানের (Irfan Pathan) জন্য, গুঞ্জন ছড়িয়েছিলো। কিন্তু সাক্ষাৎকারে প্রাক্তন অলরাউন্ডার স্পষ্ট করেছেন যে তাঁর বাদ পড়ার পিছনে ছিলেন না দুই তারকা। বরং হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দিকে ইঙ্গিত করেছেন তিনি। মাঠে নামলে সমালোচনা শুনতেই হবে, জানিয়েছেন তিনি। বলেছেন, “মনে রাখবেন ১৪টি ম্যাচের মধ্যে যদি ৭বার আমি আপনার সমালোচনা করি তাহলেও কিন্তু আমি উদারমনস্কতারই পরিচয় দিচ্ছি। কারণ আপনি ১৪ বারই একই ভুল করছেন।”

দেখে নিন সম্পূর্ণ সাক্ষাৎকারটি-

Also Read: TOP 5: গম্ভীরের ‘তুরুপের তাস’ সূর্যকুমার যাদব, এই পাঁচ কারণে ‘মিস্টার ৩৬০’র উপর অটুট আস্থা ভারতীয় কোচের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *