রোহিত বা বিরাট নয়, বরং এই তারকার সমালোচনা করায় সরতে হয়েছিলো IPL থেকে, দাবী ইরফান পাঠানের !! 1

ক্রিকেট থেকে অবসরের পর ব্রডকাস্টিং দুনিয়ায় পা রেখেছেন ইরফান পাঠান (Irfan Pathan)। বল হাতে যতটা সপ্রতিভ ছিলেন তিনি, ঠিক ততটাই সাবলীল মাইক হাতেও। ধারাভাষ্যকার বা বিশ্লেষক হিসেবে দ্রুত জনপ্রিয়তা অর্জন করে নিয়েছিলেন বরোদার তারকা। অতীতে বিশ্বকাপ, ভারত-অস্ট্রেলিয়া সিরিজের মত মেগা ইভেন্টে তাঁর গলা শুনতে পেয়েছেন দর্শকেরা। কিন্তু ২০২৫-এর আইপিএলের সময়ই হঠাৎ’ই ধারাভাষ্যকারদের তালিকা থেকে মুছে দেওয়া হয় তাঁর নাম। ধারাভাষ্য দেওয়ার সময় ‘ব্যক্তিগত মতবিরোধ’ মাথায় রেখে নির্দিষ্ট কয়েকজন ক্রিকেটারের সমালোচনা করছেন ইরফান (Irfan Pathan), অভিযোগ উঠেছিলো তাঁর বিরুদ্ধে। অনেকেই মনে করেছিলেন যে রোহিত শর্মা বা বিরাট কোহলির মত সুপারস্টারের অঙ্গুলিহেলনে চাকরি খুইয়েছেন প্রাক্তন অলরাউন্ডার। কিন্তু সত্যিটা আসলে কি? সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জানালেন ক্রিকেটতারকা নিজেই।

Read More: Top 10: দশজন পাক ক্রিকেটার যাদের সঙ্গে বলিউড অভিনেত্রীদের প্রেমের সম্পর্ক আলোচিত হয়েছিল !!

হার্দিকের দিকে আঙুল তুললেন ইরফান-

Hardik Pandya | Image: Getty Images
Hardik Pandya | Image: Getty Images

সংবাদসংস্থা লাল্লানটপ’কে সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন ইরফান পাঠান (Irfan Pathan)। কেরিয়ারের উত্থানপতন নিয়ে মুখ খুলেছেন তিনি। পাশাপাশি উঠে এসেছে আইপিএলের ধারাভাষ্য থেকে বাদ পড়ার প্রসঙ্গও। উপস্থাপক সৌরভ দ্বিবেদীর প্রশ্নের উত্তরে ইরফান কার্যত স্বীকারই করে নেন যে কোহলি (Virat Kohli) বা রোহিত নয়, তাঁকে কমেন্ট্রিবক্স থেকে সরাতে চেয়েছিলেন হার্দিকই (Hardik Pandya)। ‘গঠনমূলক সমালোচনা’ করেই তোপের মুখে পড়তে হয়েছে তাঁকে, ইঙ্গিত ইরফানের। বলেন, “মনে রাখবেন ১৪টি ম্যাচের মধ্যে যদি ৭বার আমি আপনার সমালোচনা করি তাহলেও কিন্তু আমি উদারমনস্কতারই পরিচয় দিচ্ছি। কারণ আপনি ১৪ বারই একই ভুল করছেন।” দু’জনেই বরোদার ক্রিকেটার। দু’জনেই পেস বোলিং অলরাউন্ডার। তাই কি কোনো চোরা প্রতিদ্বন্দ্বিতা রয়েছে? মানতে চান নি ইরফান।

হার্দিকের সাথে কোনোরকম মনোমালিন্য অথবা রেষারেষি নেই, সাফ জানিয়ে দিয়েছেন ইরফান পাঠান (Irfan Pathan)। তিনিই যে একটা সময় আইপিএলের আঙিনা করে দিতে চেয়েছিলেন অনুজ সতীর্থকে, ফাঁস করেছেন সেই কথাও। “কোনো প্রতিদ্বন্দ্বীতা নেই বরং আমাদের পর বরোদা থেকে যাঁরা উঠে এসেছেন সেই দীপক হুডা, ক্রুণাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়ারা কখনই বল্তে পারবেন না যে ইরফান পাঠান বা ইউসুফ পাঠান ওদের সাহায্য করেন নি। ভিভিএস লক্ষ্মণ স্টার স্পোর্টসে স্বীকার করেছিলেন যে উনি আমার পরামর্শ মেনে ২০১২ সালে হার্দিককে দলে না নিয়ে ভুল করেছিলেন। ওকে যদি সেই সময় বেছে নেওয়া হত তাহলে আজও হয়ত হায়দ্রাবাদের হয়ে খেলত হার্দিক।” আইপিএল অভিষেকের জন্য ২০১৫ অবধি অপেক্ষা করতে হয়েছিলো হার্দিককে (Hardik Pandya)। অবশেষে মুম্বই ইন্ডিয়ান্স আস্থা রেখেছিলো তাঁর উপর।

দেখুন সাক্ষাৎকারের বিশেষ অংশ-

সমালোচনায় সমস্যা নেই ইরফানের-

Irfan Pathan | Image: Getty Images
Irfan Pathan | Image: Getty Images

অতীতে হর্ষ ভোগলের ধারাভাষ্যে আপত্তি জানিয়েছিলেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেটারদের পর্যাপ্ত প্রশংসা করা হয় না, অভিযোগ ছিলো তাঁর। সেবার বাদ পড়তে হয়েছিলো হর্ষকেও। ক্রিকেটারদের ইগোর লড়াইয়ের সাম্প্রতিক বলি বলা যেতে পারে ইরফান পাঠানকে (Irfan Pathan)। আইপিএলের কমেন্ট্রি প্যানেল থেকে বাদ পড়া সত্ত্বেও নিজের ধারাভাষ্যের ধরণ তিনি বদলাবেন না বলেই যদিও দাবী প্রাক্তন অলরাউন্ডারের। সাক্ষাৎকারে সাফ বলেছেন “কোনো খেলোয়াড়ের সমালোচনা করায় কোনো ভুল নেই। যদি আপনি খেলতে নামেন তাহলে আপনাকে তার মধ্যে দিয়ে যেতেই হবে। এটা সুনীল গাওস্কর, ‘দ্য গ্রেট’ শচীন তেন্ডুলকরের সঙ্গেও হয়েছে। কিন্তু তাঁরা কখনও নিজেদের খেলার উর্দ্ধে স্থান দেন নি। তবে পান্ডিয়ার বিরুদ্ধে যে অপশব্দ ব্যবহৃত হয়েছে, আমার তাতে সায় নেই।”  

Also Read: বুমরাহ নয় বরং ভারতীয় দলের এই সদস্যকে ‘সবচেয়ে বিপজ্জনক বোলার’ আখ্যা দিলেন স্টিভ স্মিথ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *