IRE vs IND: ভারতীয় দলের অন্যতম চর্চিত প্লেয়ার হলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। ভারতীয় দলের হয়ে বিগত ১০ বছর ধরে রয়েছেন সঞ্জু। জাতীয় দলে সুযোগ পেলেও তুলনামূলক ভাবে তাকে কম সুযোগই দেওয়া হয় থাকে আন্তর্জাতিক স্তরে। দলের প্রয়োজনে তাকে সুযোগ দেওয়া হয়ে থাকে। আসলে, সঞ্জু ভালো খেলুক কিংবা খারাপ খেলুক সেবিষয়ে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট কোনো হস্তক্ষেপ করে না। যদি দলে সঞ্জুকে খেলানোর মতন জায়গা থেকে তবেই তাকে সুযোগ দেওয়া হয়। কারণ গতবছর টিম ইন্ডিয়া যখন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছিল তখন টিম ইন্ডিয়ার হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন সঞ্জু। তবে, তারপরেই টিম ইন্ডিয়া যখন নিউজিল্যান্ডে টি টোয়েন্টি ও ওডিআই সিরিজ খেলতে যায় তখন দলে মাত্র ১ টি ম্যাচের জন্যই সুযোগ পান।
Read More: ফিটনেসের অভাব স্পষ্ট পৃথ্বী শ-এর খেলায়, হাস্যকর ভাবে খোয়ালেন উইকেট, ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে !!
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুযোগ পেলেন স্যামসন
তাছাড়া, ২০২৩ সালে টিম ইন্ডিয়া শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ও টি টোয়েন্টি সিরিজেও খেলার সুযোগ পাননি তিনি। এমনকি চলতি উইন্ডিজ সিরিজেও রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli) বিশ্রাম নিয়েছিলেন বলেই দলে সুযোগ পেয়েছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। তবে, দলে সুযোগ পেলেও বারবার দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং করে থাকেন বলে দলের বাইরেও চলে যান। আসলে, উইন্ডিজদের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে, ভারতকে ম্যাচ জিততে গেলে সঞ্জুর প্রয়োজন ছিল, কিন্তু তিনি ভুল সিদ্ধান্তে নিজের উইকেট হারান। তবে, সঞ্জুকে সুযোগ দেওয়া হয়েছে আয়ারল্যান্ড সফরের জন্য। দলের হয়ে উইকেটরক্ষক হিসাবে সঞ্জু স্যামসন (Sanju Samson) ও জিতেশ শর্মাকে বেছে নেওয়া হয়েছে।
আয়ারল্যান্ডের হয়ে খেলবেন সঞ্জু
গতবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন সঞ্জু, গত সিরিজে তিনি একটি অর্ধশতরানও হাঁকিয়েছেন। সূত্রের খবর অনুসারে, এমন ইনিংস খেলার পর তিনি আয়ারল্যান্ড দলের হয়ে খেলার ডাক পান বলে শোনা যায়। আসলো, অনেক সিরিজে ভারতীয় দলে জায়গা পান না সঞ্জু স্যামসন। ম্যাচে রান করেও বাদ পড়তে হয়। সেই ভারতীয় উইকেটরক্ষককে তাদের দেশের হয়ে খেলার আর্জি পাঠাল আয়ারল্যান্ড। সব ম্যাচে খেলতে দেওয়ার প্রস্তাবও দিল তারা। কিন্তু নাকচ করে দিয়েছিলেন সঞ্জু। তবে, সঞ্জুকে ভুলতে পারিনি আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড, তারা তাদের অফিসিয়াল টুইটার একাউন্টে সঞ্জু স্যামসনকে কভার পিক বানিয়েছেন। সঞ্জুকে ভুলতে পারছে না আইরিশ ক্রিকেট বোর্ড তার একটি ঝলক দেখা গেল তাদের করা এই কাজে। অন্যদিকে, সঞ্জুর ক্যারিয়ারের কথা বলতে গেলে, ১৩ টি ওডিআই ম্যাচে ৫৫.৭১ গড়ে ৩৯০ রান বানিয়েছেন তিনি ও ১৮ টি টোয়েন্টি ম্যাচে ১৯.৫৬ গড়ে ৩১৩ রান বানিয়েছেন তিনি।