ire-vs-ind-mccarthy-picks-tilak-varma

IRE vs IND: আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যালাহাইডের মাঠে প্রথম টি-২০তে জয় পেয়েছে টিম ইন্ডিয়া (Team India)। বৃষ্টিবিঘ্নিত খেলায় ডাকওয়ার্থ ল্যুইস নিয়মের বদান্যতায় ২ রানে জয় এসেছে ভারতের ঝুলিতে। দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে আজই সিরিজ নিজেদের নামে করে নিতে চায় ‘মেন ইন ব্লু।’ আজ টসের মুদ্রা পড়েছিলো আয়ারল্যান্ডের অনুকূলে। প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিতে দেখা গিয়েছে আইরিশ অধিনায়ক পল স্টার্লিং-কে। টস বিপক্ষে যাওয়ায় বিশেষ চিন্তিত মনে হয় নি ভারত অধিনায়ক জসপ্রীত বুমরাহকে। আগের ম্যাচে দলের অধিকাংশ ব্যাটার মাঠে নামার সুযোগ পান নি। তাঁদের পরখ করে দেখতে চাইছে ভারত। বুমরাহ জানান, “আমরা আগে ব্যাটিং করতেই চেয়েছিলাম।”

যশস্বী জয়সওয়াল ও ঋতুরাজ গায়কোয়াড়ের জুটি ইনিংসের শুরুটা আজও বেশ ভালো করেছিলেন। দৃপ্ত ছন্দে এগোচ্ছিলেন দুজনেই। কিন্তু বাধ সাধেন ক্রেগ ইয়ং। ফের একবার যশস্বীকে ফেরালেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফরে চার নম্বরে ব্যাট করলেও আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও তিন নম্বরে ব্যাট করতে দেখা গেলো তিলক বর্মাকে। বাঁ-হাতি ব্যাটার ক্যারিবিয়ান সফরে দুর্দান্ত ছন্দে ছিলেন। কিন্তু সেই ফর্ম উধাও আয়ারল্যান্ডের বিরুদ্ধে। আগের ম্যাচে প্রথম বলেই লেগ সাইডে খোঁচা দিতে গিয়ে উইকেটরক্ষক লোরকান টাকারের হাতে বন্দী হয়েছিলেন। আর আজও ইনিংস বেশী দূর এগোতে পারলেন না তিনি। ব্যারি ম্যাকার্থির বলে বড় শট হাঁকাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বসেন তিলক। অনেক উঁচুতে উঠে যাওয়া বল দুর্দান্তভাবে তালুবন্দী করেন জর্জ ডকরেল। মাত্র ১ রান করেই সাজঘরের পথে ফিরতে হলো তিলক’কে।

দেখে নিন তিলক বর্মার উইকেটটি-

Also Read: IND vs IRE: বড় শট খেলতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়ে এলেন যশস্বী, ইয়ংয়ের বলে ফিরলেন প্যাভিলিয়নে !! দেখুন ভিডিও

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *